News Tripura

News Tripura নিউজ ত্রিপুরা চ্যানেলে আপনাকে স্বাগতম।

12/08/2025
12/08/2025

জন্মের এক বছর পর দুর্ঘটনায় এক হাত কাটা যায় ।সরকারি সাহায্যের প্রার্থনা

12/08/2025

কুমারঘাটে নেতাজি চৌমোহনীতে “Mind Set” নামের আধুনিক জিম-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান কুমারঘাট ৫০ পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস মহোদয়

শরীর ও মনের সুস্থতা একটি সফল জীবনের ভিত্তি—এমন উদ্যোগ আমাদের যুব সমাজকে স্বাস্থ্য সচেতন, শক্তিশালী ও আত্মবিশ্বাসী করে তুলতে বিশেষ ভূমিকা রাখবে বলে মাননীয় বিধায়কের দৃঢ় বিশ্বাস এই বিষয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে Mind Set Gym এর কর্ণধার সৌভিক মালাকার এবং তার পিতা কি বলছেন শুনুন এবং এই Mind Set Gym শুভ উদ্বোধনে এসে মাননীয় বিধায়কও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছেন শুনুন কুমারঘাট থেকে রুকন পালের রিপোর্ট

MindSetGym

12/08/2025

দীর্ঘদিন পলাতক আসামিকে পুলিশের হাতে দিলে জনগণ ধর্মনগর প্রেমতলা

12/08/2025

গামছা বিক্রেতা এক ফেরিওয়ালা কে বাংলাদেশী সন্দেহে পুলিশে দিল জনগণ। কৈলাসহর

12/08/2025

জাতীয় সড়ক পরিদর্শনে সংস্থার এমডি

ঊনকোটি জেলা শিক্ষা আধিকারিক এর দায়িত্ব পেলেন পুনরায়। প্রশান্ত ক্লিক দার।
12/08/2025

ঊনকোটি জেলা শিক্ষা আধিকারিক এর দায়িত্ব পেলেন পুনরায়। প্রশান্ত ক্লিক দার।

12/08/2025

ঊনকোটি জেলা শিক্ষা আধিকারিক এর কাজ চালিয়ে যাওয়ার জন্য আদেশ দেওয়া হল। প্রশান্ত ক্লিক দার কাজ চালিয়ে যাবেন

এ কেমন মা! এই পৃথিবীতে মা নামক ব্যক্তিটাকে সন্তানরা ভগবানের আরেক রূপ হিসাবে শ্রদ্ধা এবং ভক্তির চোখে দেখে। তবে এ কেমন মা ...
11/08/2025

এ কেমন মা! এই পৃথিবীতে মা নামক ব্যক্তিটাকে সন্তানরা ভগবানের আরেক রূপ হিসাবে শ্রদ্ধা এবং ভক্তির চোখে দেখে। তবে এ কেমন মা নিজের সদ্যোজাত পাঁচ মাসের ছোট্ট সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা করল। তবে এই ধরনের ঘটনা রাজ্যে বিরল থেকে বিরলতম ঘটনা বললেই চলে। পরকীয়া প্রেমের জেরে পাঁচ মাসের কন্যা সন্তানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করলো তার জন্মদাত্রী মা। ঘটনা রবিবার দুপুরে সোনামুড়া থানার অন্তর্গত বাম পদপাড়া এডিসি ভিলেজ এলাকায়। জানা গেছে ওই এলাকার মানব রুপী রাক্ষসী জন্মদাত্রী মা সুচিত্রা দেববর্মা উনার স্বামী অমিত দেববর্মা অসাধারণ একজন শ্রমিক হিসাবে কাজ করেন। তাদের ঘরে সাত বছরের একটি ছেলের সন্তানও রয়েছে। সুচিত্রা দেববর্মা তাদের পাড়ার এক ব্যক্তির সাথে প্রায় এক বছর ধরে গোপন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যে সম্পর্ক তাদের সুন্দর পরিবারের একটি অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। যে কুপন প্রেমের পরিণতির কারণে অকালে প্রাণ ঝরলো পাঁচ মাসের ছোট্ট শিশু কন্যার। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় সুনামুরা থানার ওসি তাপস দাস সহ বিশাল পুলিশ বাহিনী। গ্রেপ্তার করা হয় জন্মদাত্রী মা নামক খুনি সুচিত্রা দেববর্মাকে। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পাঁচ মাসের ছোট্ট শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোনামুড়া মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। তবে এই জঘন্যতম ঘটনাটি মুহূর্তের মধ্যেই গোটা সোনামুড়া মহকুমা জুড়ে ছড়িয়ে পড়ে। এই ঘটনাটি জানাজানি হতেই সুনামুরা মহকুমার প্রতিটি অংশের মানুষ রাজ্য পুলিশ প্রশাসনের কাছে জোরালো দাবি জানাচ্ছে শিশু কন্যা হত্যার মূল অভিযুক্ত জন্মদাত্রী মা সুচিত্রা দেববর্মাকে এমন কঠোর থেকে কঠুরতম শাস্তি দেওয়া হোক যাতে করে গোটা দেশের এবং গোটা রাজ্যের মা নামক ব্যক্তিটা তার সন্তানদের সাথে আর কোনদিন এই ধরনের জঘন্য ঘটনা ঘটাতে না পারে।

11/08/2025

নিজের গর্ভের পাঁচ মাসের শিশু সন্তানকে হত্যা করে!
এ কেমন মা! এই পৃথিবীতে মা নামক ব্যক্তিটাকে সন্তানরা ভগবানের আরেক রূপ হিসাবে শ্রদ্ধা এবং ভক্তির চোখে দেখে। তবে এ কেমন মা নিজের সদ্যোজাত পাঁচ মাসের ছোট্ট সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা করল। তবে এই ধরনের ঘটনা রাজ্যে বিরল থেকে বিরলতম ঘটনা বললেই চলে। পরকীয়া প্রেমের জেরে পাঁচ মাসের কন্যা সন্তানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করলো তার জন্মদাত্রী মা। ঘটনা রবিবার দুপুরে সোনামুড়া থানার অন্তর্গত বাম পদপাড়া এডিসি ভিলেজ এলাকায়। জানা গেছে ওই এলাকার মানব রুপী রাক্ষসী জন্মদাত্রী মা সুচিত্রা দেববর্মা উনার স্বামী অমিত দেববর্মা অসাধারণ একজন শ্রমিক হিসাবে কাজ করেন। তাদের ঘরে সাত বছরের একটি ছেলের সন্তানও রয়েছে। সুচিত্রা দেববর্মা তাদের পাড়ার এক ব্যক্তির সাথে প্রায় এক বছর ধরে গোপন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যে সম্পর্ক তাদের সুন্দর পরিবারের একটি অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। যে কুপন প্রেমের পরিণতির কারণে অকালে প্রাণ ঝরলো পাঁচ মাসের ছোট্ট শিশু কন্যার। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় সুনামুড়া থানার ওসি তাপস দাস সহ বিশাল পুলিশ বাহিনী। গ্রেপ্তার করা হয় জন্মদাত্রী মা নামক খুনি সুচিত্রা দেববর্মাকে।

11/08/2025

শ্রাবণ মাসের শেষ সোমবারে পালিত হয় শিবচতুর্দশী বিভিন্ন মন্দিরের মন্দিরে পূজার্চনা মাধ্যমে শিব কে স্নান করানো হয় এই মাস হল শিবের জন্ম মাস গতকাল রাত বারোটা থেকে শিব ভক্ত কাঁদে ভাড়া নিয়ে বেরিয়ে পড়ল নদীতে জল আনতে খয়েরপুর নদীতে দেখা গেল অনেক ভক্ত সমাগম এবং স্লিম অ্যান্ড স্লিম ফাউন্ডেশন এর পক্ষ থেকে পথ চলতি যে সমস্ত শিব ভক্তরা জল আনতে গিয়েছেন তাদেরকে ঠান্ডা পানীয় জল ও পুষ্প দিয়ে অবর্ধনা করেন এবং একটি করে ধুপকাঠি হাতে ধরিয়ে দেন স্লিম এন্ড স্লিম কর্ণধার তারপরে এই জল নিয়ে শিববাড়ি উদ্দেশ্যে রওনা হবে বা অন্যান্য মন্দিরে যাবে ভোলা বাবা কে স্নান করানোর জন্য ভক্তরা বিভিন্ন মন্দিরে যাবেন এবং শিববাড়ি র পুরোহিত কি জানিয়েছেন তা একবার শুনে নেব

11/08/2025

শ্রাবণ মাসের অন্তিম সোমবার – শিবের মাহাত্ম্যে ভক্তিময় দিন

আজ পাবিয়াছড়া মন্ডল মহিলা মোর্চা–র উদ্যোগে ও বিধায়ক ভগবান দাস মহাশয়ের উপস্থিথিতে বিপুল সংখ্যক শিব ভক্তদের নিয়ে কুমারঘাট দেও ও মনু নদীর সঙ্গমস্থল হতে ঐতিহ্যবাহী পুরাতন শিব-দুর্গা মন্দির পর্যন্ত শোভাযাত্রা ও শিবপূজায় অংশগ্রহণ করার সৌভাগ্য করেন সাক্ষাৎ বিধায়ক ভগবান দাস।

Address

ID

Alerts

Be the first to know and let us send you an email when News Tripura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Tripura:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share