02/05/2024
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!!!
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের স্টারলিং হাইটস সিটির বাসিন্দা, জনাব সামসু মিয়া সাহেবের বোন ও সেলিম মিয়া সাহেবের শ্রদ্ধেয় মা, মোছাম্মৎ মিনারা বেগম বার্ধক্যজনিত কারণে, আজ ০২|০৫|২০২৪ রোজ সোমবার ভোর রাতে ইন্তেকাল করেছেন।
মরহুমার দেশের বাড়ি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার বলদি গ্রামে।
||৹|| জানাজার সময় ও স্হান ||৹||
মরহুমার জানাজার নামাজ আজ ০২|০৫|২০২৪ রোজ সোমবার বাদ মাগরিব ( আজান ৫ টা ৫৪ মিনিট ) ডেট্রয়েট সিটিতে অবস্থিত,
মসজিদ আল ফালাহ (12555 McDougall St, Detroit, MI 48212) এ অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
দোয়াকরি, আল্লাহ পাক যেন মরহুমার জীবনের ছোট-বড় সমস্ত গুনাহ, ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আমীন।
কমিউনিটির ধর্মপ্রাণ সকল মুসলমানদেরকে, মরহুমার জানাজার নামাজে শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে।
জানাজা, ঈদ, রোজা, বিভিন্ন মসজিদের নামাজের সময়সূচি, কাজের খবর, ঘর ভাড়াসহ কমিউনিটির বিভিন্ন সংবাদ পাওয়ার/দেয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
#আমেরিকান
#যুক্তরাষ্ট্র
#মিশিগান
#বাংলাদেশী
#কমিউনিটি
#মুসলমান
#জানাজা
#নামাজ
#আমেরিকা_বাংলা_নিউজ
আমেরিকা বাংলা নিউজ
America Bangla News
Michigan Bangladeshi Community News
Michigan Bangladeshi Community News
America Bangladeshi Community News
#আমেরিকা
#বাংলা
#নিউজ