Tigernewsbd.com

Tigernewsbd.com An environmental news pasper

08/23/2024
08/17/2024

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক রায় শঠতা ও গোঁজামিলে ভরপুর!

07/16/2024

সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট, নরসিংদী জেলার এক্সকুসিভ অরিয়েন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত
জুলাই ১৪, ২০২৪
14
মুনিরুজ্জামান বাবু , বিশেষ সংবাদদাতা :
১৩ জুলাই ২০২৪ ইং তারিখে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট, নরসিংদী জেলার উদ্যোগে নরসিংদী ক্লাব ভি আই পি অডিটোরিয়ামে এক্সকুসিভ অরিয়েন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনে নির্বাহী প্রধান লায়ন আলহাজ্ব ডক্টর মো: মোজাহেদুল ইসলাম মুজাহিদ।
সভায় প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ডক্টর মোঃ জিয়াউর রহমান, বিশেষ অতিথি সংস্থার প্রতিষ্টাকালীন সদস্য হাজী এম এ আজিজ, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস.এম শিবির আহমেদ, ভাইস চেয়ারম্যান বিশিষ্ট কথা সাহিত্যিক মোনালিসা মুন্নী, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা হোসেন আহমদ, এ্যাডভোকেট এ.কে.এম শাহরুজামান, ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা, মহাসচিব এম এম মিজানুর রহমান, লড়াকু মানবাধিকার কর্মী সংস্থার যুগ্ম মহাসচিব সালেহ আহমেদ, ঢাকা দক্ষিণের সভাপতি ইঞ্জিনিয়ার এ.কে.এম কামরুজ্জামান, সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট এর খুলনা বিভাগীয় চিফ কো অর্ডিনেটর এ্যাডভোকেট শেখ মোঃ আমীর হামজা, লালবাগের সভাপতি হাজী হারুন অর রশিদ, নরসিংদী জেলার ভাইস সভাপতি ডা: রাশিদা আক্তার, সাংবাদিক রাজিয়া সুলতানা স্মৃতি, উর্দীয়মান মানবাধিকার কর্মী মাহফুজা নাজনীন, হুমায়রা আহমদ ঐশী, কানিজ ফাতেমা , রমনা থানার সভাপতি ইমরাত হোসেন ইমু, খিলগাঁও থানা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতা জিসান আহমদ সেলিম. কেন্দ্রীয় নেতা নুরুল আফসার শামীম, সংস্থার উপদেষ্ঠা সালমা আক্তার পলি, সুলতানা জামান বেবী, কেন্দ্রীয় মোঃ ফজলুর রহমান মিরাজ প্রমুখ।
সভায় মূখ্য আলোচক ছিলেন সোনারগাও ইউনিভার্সিটি বিভাগের সহকারী অধ্যাপক, বাংলাদেশ সুপ্রীম কোর্টের এপিলেট ডিভিশনের আইনজীবী শেখ তাহসিন আলী, বাড্ডা ল কলেজ এর অধ্যক্ষ এ্যাডভোকেট মোঃ আবুল কালাম আজাদ স্বাধীন, নরসিংদী জজ কোর্টের আইনজীবী মো: জহিরুল ইসলাম জাবেদ এবং এ্যাডভোকেট খাদিজা আক্তার।
অনুষ্ঠান পরিচালনা করেন জনতার চেয়ারম্যান লড়াকু মানবাধিকার ব্যক্তিত্ব সংস্থার যুগ্ম মহাসচিব রুকুনুজামান সরকার এবং মানবতার ফেরিওয়ালা মোঃ মন্জুর হোসেন ঈসা।
এক্সকুসিভ অরিয়েন্টেশন ও আলোচনা সভার শেষে প্রশিক্ষন গ্রহনকারী নরসিংদী জেলার ৩৬ জনকে সংস্থার পক্ষ থেকে প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ডক্টর মোঃ জিয়াউর রহমান, চেয়ারম্যান সকলকে সনদ প্রদান করেন।

Address

Akmol Mansion, 89/1, Kakrail (1st Floor, Suite # 132, 128, Kakrail Mor, Ramna, Dhaka-1000
Washington D.C., DC

Alerts

Be the first to know and let us send you an email when Tigernewsbd.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tigernewsbd.com:

Share