
08/06/2025
মা, চিরন্তন ত্যাগের প্রতীক।মা,হৃদয়ের গভীর থেকে আসা ছোট্ট একটা ডাক। জীবনের সবচেয়ে কাছের মানুষটি মা। যার শরীর বেয়ে এই পৃথিবীতে আসা, যার আদর-যত্নে বেড়ে ওঠা। যার জীবনের সবটুকুজুড়ে সন্তানকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা।
সবাই আশীর্বাদ করবেন আমার পরিবারের জন্য।🧿🙏❤️
ঈশ্বর সকল মেয়েকে মা হওয়ার ইচ্ছা পূর্ণ করুক প্রার্থনা করি।