
06/09/2025
বিবিসি এর মতন একটা গণমাধ্যম যদি এধরণের নিউজ করে তাহলে আমাদেরকে বুঝতে হবে আমরা কোন জাহালিয়াতের দেশে বর্তমানে বাস করছি।।
রাসূল(দঃ)বলেছেন-
إنَّهُ لا ينْبَغِي أنْ يُعَذِّب بالنَّارِ إلَّا ربُّ النَّارِ আগুন দিয়ে শাস্তি দেয়া আগুনের প্রভু আল্লাহ ব্যতিত অন্য কারো অধিকার নেই। আবু দাউদ- ২৬৭৫
কবর হতে করো লাশ তুলে পোড়ানোর তীব্র বিরোধিতা ও প্রতিবাদ করছি। ছিঃ মানুষ ছিঃ
দ্রষ্টব্য: এটা কোন ধর্মীয় আন্দোলন হতে পারেনা।
এই হল তাওহীদি জনতার আদর্শ।
হিন্দু সংস্কৃতি প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে আছে।
তৌহিদী জনতা নামক এই সব সন্ত্রাসীরা সরকারের আনুকূল্য পেয়ে এত ভয়ংঙ্কর হয়ে উঠেছে যে, পাকিস্তান ও আফগানিস্তান ও বাংলাদেশ থেকে অধিকতর নিরাপদ মনে হয় , ২৪ এ কিছু উচ্ছৃঙ্খল ছাত্র জনতার আন্দোলন পরবর্তী বাংলাদেশ এখন গভীর সমুদ্রে নিমজ্জিত, যেখান থেকে ফিরে আসার কোন সুযোগ নেই
সারা দেশে জামাত শিবির ও চরমোনাই ভন্ড পীর ধর্ম ব্যবসায়ী বাটপার দের মব সন্ত্রাসী হামলায় দেশের মানুষ অতিষ্ঠ
তৌহিদী জনতার এ কেমন নিষ্ঠুর নির্মমতা,,, 😥
একজন মুসলমান যিনি ইন্তেকাল করেছেন তার লাশ কবর থেকে তুলে লাশটা কিভাবে পোড়ানোর মতো বিবেকহীন,মনুষ্যত্বহীন কাজ করতে পারে,,!!
সেই ঈমান নিয়ে মৃত্যুবরণ করলো নাকি বেঈমান হয়ে মারা গেলো সেটার ফয়সালা করবে স্বয়ং আল্লাহ ই,,,,
যারা লাশ পোড়ানোর কাজে মদদ যুগিয়েছে এবং প্রত্যক্ষ সহযোগিতা করেছে তাদের উপর খোদার লানত,,
এভাবে লাশ আগুনে পুড়িয়ে দেওয়া ইসলাম সমর্থন করে না
লোকটি যত বড় পাপীই হোক,বা ইসলাম বিরোধী কাজ করুক প্রয়োজনে তাকে ঘৃণা করা যায় বা তার মাজার ভেঙে দেওয়া যায়,তবুও মৃত্যুব্যক্তির লাশটি কবর থেকে উঠিয়ে পুড়িয়ে দেওয়া ইসলাম মেনে নেয় না। বিচারের মালিক একমাত্র আল্লাহ,যা করার তিনিই করবেন। যারা পুড়িয়ে দিলো এরা মনে হয় আল্লাহর সাথে চুক্তি করে এসেছে,সবাই জান্নাতি অথচ উনাদের এলাকায় সবচাইতে জনপ্রিয় যৌনপল্লী দেহ ব্যবসা হয় সেগুলো বন্ধ করার মুরোদ নাই একটা লাশ নিয়ে এমন ঘটনা দুঃখজনক