Sylheti Squad

Sylheti Squad সকলের ভালো বাসা আমার কাম্য

15/09/2025

কেমন আছেন সবাই,
সবাই সবার মতো সুখ দুঃখ মিলিয়ে,সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করি মুসলিম হিসেবে কমেন্ট এ আলহামদুলিল্লাহ,বলে ছাড়েন।

13/09/2025

Hello guys how are you doing today ❤️

12/09/2025

সবাইকে জানাই জুম্মা মোবারক

08/09/2025

কেমন আছেন সবাই আপনারা।

05/09/2025

সকলকে জানাই জুম্মা মোবারক

01/09/2025

ভালো বাসা এমন এক মায়া
তা ,,
সকলের মন থেকে পাওয়া যায় না।

সকলের ভালো বাসা আমার কাম্য

31/08/2025

মানুষ কে মানুষ স্বার্থের জন্য ভালোবাসে

Smoking is moving is now is medicine
31/08/2025

Smoking is moving is now is medicine

31/08/2025

Hi guys how are you doing today ❤️ off all

৮৮ বছর বয়সের  চার্লি চ্যাপলিন- আমাদের জন্য চারটি গুরুত্বপূর্ণ কথা রেখে গেছেন।১) জগতে কোনো কিছুই চিরস্থায়ী না। এমনকি আমাদ...
18/10/2022

৮৮ বছর বয়সের চার্লি চ্যাপলিন- আমাদের জন্য চারটি গুরুত্বপূর্ণ কথা রেখে গেছেন।

১) জগতে কোনো কিছুই চিরস্থায়ী না। এমনকি আমাদের সমস্যাও না।
২) আমি বৃষ্টিতে হাঁটি যেন কেউ আমার অশ্রু দেখতে না পায়।
৩) যেদিন হাসলাম না সে দিনটি নষ্ট করলাম। দেহের যন্ত্রণা থেকে তাই মুখের ঠোঁটকে সবসময় আলাদা রাখি।
৪) জগতে সবচেয়ে ভালো ছয় জন ডাক্তার হলোঃ
সূর্য,
বিশ্রাম,
শরীর চর্চা,
পরিমিত খাবার,
আত্ম মর্যাদা এবং
বিশ্বস্ত বন্ধু।

এই ছয় ডাক্তারের সাথে সুসম্পর্ক যার, সুন্দর শরীর আর দেহ মন তার।তুমি যদি চাঁদের সৌন্দর্য্য দেখো, তবে স্রষ্টার সৌন্দর্য্য কিছুটা হলেও অনুভব করতে পারবে।যদি তুমি সূর্য দেখো, তবে মহাপরাক্রমশালী বিধাতার ক্ষমতার নিদর্শন একটু হলেও বুঝতে পারবে।
আর তুমি যদি আয়নায় নিজের চেহারার প্রতিফলন দেখো, তবে ঈশ্বরের সবচেয়ে সুন্দর সৃষ্টি তুমি দেখতে পাবে।

আমরা সবাই যার যার গন্তব্যের পথে অভিযাত্রী। স্রষ্টা এই যাত্রাপথের মহাপরিকল্পনাকারী। কারো যাত্রা শুরু হচ্ছে, কারো যাত্রা শেষ হয়ে যাচ্ছে। মহাকালের হিসাবে এই যাত্রাপথ খুবই ক্ষণস্থায়ী ভাই। আজ আছি কাল নাই। ঘৃণায় সময় নষ্ট না করে তাই, এই যাত্রাপথটুকু ভালোবাসা দিয়েই উপভোগ করে যাই।

08/09/2022
মুজিববর্ষ উপলক্ষে আতশবাজি ফাটানো হয়েছে শত কোটি টাকার।মুজিববর্ষ উপলক্ষে অর্ধশত কোটি টাকা খরচ করে ভারতীয় শিল্পিদের উড়িয়ে এ...
19/06/2022

মুজিববর্ষ উপলক্ষে আতশবাজি ফাটানো হয়েছে শত কোটি টাকার।

মুজিববর্ষ উপলক্ষে অর্ধশত কোটি টাকা খরচ করে ভারতীয় শিল্পিদের উড়িয়ে এনে কনসার্ট করানো হয়েছে।

এক 'মুজিব' সিনেমার বাজেট শত কোটি টাকা।

এই দেশেই সাতার প্রশিক্ষণের জন্য সরকারি বরাদ্দ ২৭১ কোটি ৬১ লাখ ৫৭ হাজার টাকা।
এবং ১৬ জন সরকারি কর্মকর্তার সাতার প্রশিক্ষণের জন্য বিদেশ সফরের খরচ ৫০ কোটি টাকা।

পুরাতন খবর তো ভুলে যান, তাই তরতাজা উদাহরণ দেয়া উচিৎ ;
-আজকের পত্রিকার নিউজ, "বিচারালয়" নামের এক সিনেমার জন্য সরকারি অনুদান ৬৫ লাখ টাকা।

আপনার এবার জানতে ইচ্ছে করছে না, সিলেট এবং সুনামগঞ্জের বন্যা কবলিত অসহায় মানুষের জন্য সরকার কি বরাদ্দ দিয়েছে?
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের বরাত দিয়ে পত্রিকা নিউজ করেছে;

৫০ লক্ষ পানি বন্দি মানুষের সাহায্যের জন্য সরকারি বরাদ্দ ২০০ টন চাউল আর ৩০ লক্ষ টাকা।

গত ১৫ বছর আতশবাজি, কনসার্ট, সিনেমা,বিদেশে প্রশিক্ষণ সহ সকল কিছুর বাজেট এবং দাম বেড়েছে।
দাম কমেছে স্রেফ মানুষের।

Address

Universal
Cho Lon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sylheti Squad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share