04/05/2024
সংসারে সুখী হতে স্বামীর করনীয় কি
১.সর্বদা স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করা।
খারাপ ব্যবহারে সবর করা।
পুরুষের মধ্যে সেই পুরুষ ই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম।
২.কখনও যদি স্ত্রীর কোন আচরণে কষ্ট পেলে একটু সবর করা, খারাপ ব্যবহারের বদলে আরও বেশি ভালো ব্যবহার করা। উত্তম বিনিময়ে উত্তম ছাড়া আর কি হতে পারে !!
স্ত্রীকে আরও সুন্দর ভাবে বুঝিয়ে দিতে হবে এবং আল্লাহর কাছে দোআ করবেন।
সূরা আন নুরের শেষ আয়াত বেশি করে পড়বেন।
৩.স্ত্রীর চরিত্রের প্রতি কুধারনা না করা, সন্দেহ না করা ,আবার একেবারে অসতর্ক এবং বেখবর হওয়া যাবেনা।
ভারসাম্য বজায় রেখে চলা উত্তম।
৪.স্ত্রীর ভরনপোষণে কিপ্টামি না আবার অপচয় ও করা যাবে না।
কিছু হাত খরচ দেওয়া ।
মধ্যম পন্থা অবলম্বন করা ভালো।
৫.মাসিকের সময় করনীয়, সহ-বাসের আদব কায়দা শিখিয়ে দেওয়া।দ্বীনের
উপর চলার জন্য উৎসাহ দেওয়া।
৬.স্ত্রীর জরুরতে খেয়াল রাখা বিশেষ করে মি-লনে তার অসুবিধা হচ্ছে কিনা জেনে নেওয়া।জোর জবরদস্তি না করা।
৭.স্ত্রীকে রাখার জন্য সুব্যবস্হা করা বিশেষ করে পর্দার ভালো ব্যবস্হা থাকা জরুরি।
নিরিবিলি পরিবেশে মিলন করা।
৮.স্ত্রী কে মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যাওয়া বিশেষ করে তার পিতামাতা,আত্মীয়ের সাথে সাক্ষাৎ এর ব্যবস্হা করা।
৯.স্ত্রী তার সহ-বাস সম্পর্কিত বিষয় চিকিৎসা ব্যতিত অন্যকোন উদ্দেশ্য কারও নিকট শেয়ার না করা ও পর্ণ সিনেমা না দেখা , অশ্লিল দৃশ্য এড়িয়ে চলা।
১০.স্ত্রীকে শরীয়তের মধ্যে রেখে তার ভুলত্রুটির জন্য শাসনে রাখা তবে অতিরিক্ত বাড়াবাড়ি বা সীমালঙ্ঘন করা যাবে না।
ঘরে তালিম করা ইত্যাদি।