01/09/2025
নওগাঁয় পানিতে পড়ে দুই শিশুসহ এক কিশোর’র মৃত্যু
নওগাঁ:
নওগাঁই পৃথক দুটি ঘটনায় পানিতে পড়ে দুই শিশুসহ এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনা দুটি ঘটেছে জেলার মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের বিনদপুর গ্রামে ও রানীনগর উপজেলার কৃষ্ণপুর সরদারপাড়া বেরিবাঁধ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবপুরের বিনদপুর গ্রামে সোমবার সকালে কয়েকটি বাচ্চা বাড়ির পাশে খেলাধুলা করছিল এরপর দুই বাচ্চাকে আর পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজা খুঁজির পর, বাড়ির পাশে একটি পুকুরে থেকে একটি বাচ্চাকে ভেসে উঠতে দেখতে পায় স্থানীয়রা। পরে গ্রামবাসী পুকুরে নেমে দুই বাচ্চার মৃতদেহ উদ্ধার করে। বাচ্চা দুটি ঐ গ্রামের আজিজুরের ছেলে আরাফাত (৬), এবং সিরাজুল ইসলাম এর ছেলে নাঈম (৭) ।
অপরদিকে জেলার রাণীনগরে পিকনিকের নৌকা থেকে নদীতে পরে নিখোঁজের প্রায় ২১ঘন্টা পর মাম্পি হোসেন (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ উপজেলার ছোট যমুনা নদীর কৃষ্ণপুর সরদারপাড়া বেরিবাঁধ এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।
এর আগে রোববার বেলা আড়াইটা নাগাদ নৌকা থেকে পরে নিখোঁজ হন তিনি।
কিশোর মাম্পি নওগাঁর বদলগাছী উপজেলার বসন্তপুর গ্রামের মাজেদুল ইসলামের ছেলে।
রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশন লিডার দোলোয়ার হোসেন নিহত মাম্পির সজনদের বরাদ দিয়ে বলেন,গত শনিবার মাম্পিসহ প্রায় ৪০জনের একটি দল নৌকা যোগে নাটোরের চলন বিল ও পাটুল এলাকায় পিকনিকে যায়। এর পর রোববার দুপুরে পিকনিক শেষে আবারো নৌকা যোগে বাড়ী ফিরছিল। এসময় বেলা আড়াইটা নাগাদ রাণীনগরের ছোট যমুনা নদীর কৃষ্ণপুর সরদারপাড়া বেরিবাঁধ এলাকায় পৌছলে নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন মাম্পি। পরে তাকে খোঁজা খুজি করে সন্ধান মিলাতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। এর পর রাজশাহী ডুবুরি দলের সহায়তা নিয়ে রোববার সন্ধা ৭টা পর্যন্ত নদীতে খোঁজেও মাম্পির সন্ধান মেলাতে পারেনি। পরে সোমবার সকালে আবারও সন্ধানে নেমে বেলা সাড়ে ১১টা নাগাদ মরদেহ উদ্ধার করা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, এঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।