Arif bahi

Arif bahi ফুটবল প্রেমী

19/05/2025
Bad luck 0-1🫠
18/05/2025

Bad luck 0-1🫠

15/04/2025

আওয়ামী লীগের রানিং যত হ্যাডমওয়ালা নেতা-খেতা ছিলো তাদের টিকিবালও ছিড়তে পারেনি জামাত-বিএনপি, সমন্বয়ক, ছাত্রজনতা, তৌহিদী জনতা বা পাকিপন্থী সেনাবাহিনী সব মিলে। উল্লেখ করার মত যেটা করেছে তার মধ্যে কেবল ধানমন্ডি ৩২ ভাঙছে, আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানকে জেলে নিছে, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস করেছে এই যা।

৫ আগস্ট ও তৎপরবর্তী সময়ে ১০ হাজারের উপর যেসব নেতাকর্মীদের হত্যা করেছে, আটক করেছে এদের ৯৮ ভাগই সাবেক কিংবা রাজনীতিতে তেমন সক্রিয় ছিলেননা। আমার মতে, আওয়ামী ফোর্স বা ভোটের সিকিভাগ ক্ষতিও এন্টি বাংলাদেশিরা এখনো করতে পারেনি। পলক, ব্যারস্টার সুমন, আরো কয়েকজন মন্ত্রী এমপি সহ যাদের আটক করেছে, এরা মুলত সরকারে ছিল; দলে না। দলে এদের প্রভাব মোটেও নাই।

তবে হ্যা, তারা সবকিছু কেমন যেন ছিন্নভিন্ন করে দিয়েছে। আওয়ামী লীগের দলীয় চেইন ভেঙে গুড়িয়ে দিয়েছে। কোনো নেতার সাথে কর্মীদের কার্যত কোনো যোগাযোগ এখন পর্যন্ত নাই। এই একটা বিষয়ে তারা পুরোপুরি সফল। এটার জন্য অবশ্য পুরো ক্রেডিট তাদের না। এর পিছে দায়ী শেখ হাসিনার হঠাৎ করে চলে যাওয়া, আওয়ামী নেতাদের দুর্নীতি, অতিরিক্ত প্রশাসন নির্ভরতা, সীমাহীন স্বেচ্ছাচারিতা, অযোগ্য নেতৃত্ব এবং ক্ষমতায় থাকতে দলীয় কর্মী সমর্থকদের সাথে দুরত্ব তৈরি।

আওয়ামী লীগের পুরো সাংগঠনিক শক্তি এখনো রিজার্ভ আছে। শুধুমাত্র ঐক্যবদ্ধতা এবং চেইন অব কমান্ডের অভাব। দলীয় চেইন যেদিন মেরামত হয়ে যাবে, নেতাকর্মীদের মধ্যে যেদিন ঐক্যবদ্ধতা তৈরি হয়ে যাবে সেদিন কিন্তু আওয়ামী লীগকে কেউ আর রুখতে পারবেনা। টাইম লাগবে আরকি।

14/04/2025

বিগত বছর গুলোতে পহেলা বৈশাখের ১৫ দিন আগে থেকেই ফেসবুক ইউটিউব বিভিন্ন মিডিয়ায় ফতোয়া দেওয়া শুরু হতো কিন্তু এবার সেটি দেখতে পাইনি।হঠাৎ করে হারায় হালাল হয়ে গেল বিষয়টি আমার বোধগম্য হলো না।

এটাই ধর্ম ব্যবসা

বিএনপির ন্যায্য হিস্যা ফেরত দিচ্ছে রাজাকার শাবকরা।তাতে আওয়ামী লীগের কিছু যায় আসে না। কিন্তু ৭১ এর মুক্তিযুদ্ধের একজন ক...
16/03/2025

বিএনপির ন্যায্য হিস্যা ফেরত দিচ্ছে রাজাকার শাবকরা।তাতে আওয়ামী লীগের কিছু যায় আসে না। কিন্তু ৭১ এর মুক্তিযুদ্ধের একজন কমান্ডার স্বাধীনতা বিরোধী অপশক্তি দ্বারা লাঞ্ছিত অপমানিত হোক, আওয়ামী লীগ তা চায় না।।
সম্প্রতি ৭১ এর স্বাধীনতা বিরোধী অপশক্তি ও উগ্ৰ মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি, আমাদের মহান মুক্তিযুদ্ধের একজন বীর সৈনিক ফজলুর রহমানকে চরমভাবে অবমাননা হেয় প্রতিপন্ন করে চলেছে। একজন বীর মুক্তিযোদ্ধার পুত্তলিকা দাহ, ছবিতে জুতা নিক্ষেপের মতো ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপনের দুঃসাহস দেখাচ্ছে আত্ত্বসীকৃত নব্য রাজাকাররা ।।কিন্তু দুঃখের বিষয় তাঁর দল বিএনপি এই ব্যাপারে নিশ্চুপ নিরব ভূমিকা পালন করছে। বিএনপির পক্ষ থেকে কোন নিন্দা বা প্রতিবাদ করা হয়নি।। অবশ্যই বিএনপি'র প্রতিবাদ জানানোর মুখ নেই। কারণ, সারাজীবন রাজাকার লালন করে আসছে বিএনপি।।
যাদের অসম্ভব ত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ একটি পতাকা পেয়েছি। তারা যে দল করুন না কেন, তাদের অপমান আওয়ামী লীগ মেনে নেবে না। আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের পাশে থাকবে।। বর্তমান সুদী ইউনুসের অবৈধ সরকারের পৃষ্ঠপোষকতায় ,স্বাধীনতা বিরোধী অপশক্তি, মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর আস্ফালন বৃদ্ধি পেয়েছে।। তাদের বিষাক্ত ছোবলে আক্রান্ত হয়েছে দেশ এবং ৭১ এর সূর্য সন্তানরা।। কাজেই ওদের বিষাক্ত দাঁত উপড়ে ফেলতে, অবৈধ সরকার উৎখাতের বিকল্প নেই।।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।।

14/03/2025

রমাদান মাস আবার শুক্রবার 💝
শ্রেষ্ঠ মাস আর শ্রেষ্ঠ বার একসাথে 💙
আলহামদুলিল্লাহ 🌺

খুবই চিন্তায় আছি
24/01/2025

খুবই চিন্তায় আছি

24/01/2025

জুম্মা মোবারক ❤️

Address

Than Uyên

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arif bahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share