Jubo Tv Live

Jubo Tv Live যুব সমাজের উন্নয়নের চিত্র তুলে ধরে মাদক, নেশা, ইভটিজিং থেকে বিরত রেখে কর্মমুখি শিক্ষায় উৎসাহ প্রদান

09/09/2025

২০নং আন্ডার চর ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

নেপালে চার মন্ত্রীর পদত্যাগ, টালমাটাল ক্ষমতাসীন জোটনেপালে উপ-প্রধানমন্ত্রী এবং অন্য আরও তিন মন্ত্রীর পদত্যাগে টালমাটাল ক...
08/09/2025

নেপালে চার মন্ত্রীর পদত্যাগ, টালমাটাল ক্ষমতাসীন জোট

নেপালে উপ-প্রধানমন্ত্রী এবং অন্য আরও তিন মন্ত্রীর পদত্যাগে টালমাটাল ক্ষমতাসীন জোট সরকার। শনিবার নেপালের প্রধানমন্ত্রী পুস্প কমল দহল ওরফে প্রচণ্ড আগামী মাসের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদল থেকে একজন প্রার্থীকে সমর্থন দেওয়ার পরিকল্পনা জানান। প্রচণ্ডের এই সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করেন উপপ্রধানমন্ত্রী রাজেন্দ্র লিংডেন। তার সঙ্গে পদত্যাগ করেন নগর উন্নয়ন মন্ত্রী, আইন বিষয়ক মন্ত্রী এবং একজন উপমন্ত্রীও।
প্রধানমন্ত্রী প্রচণ্ডর কার্যালয় চার মন্ত্রীর পদত্যাগের সিদ্ধান্ত নিশ্চিত করেছে। তবে তাদের পদত্যাগপত্র গৃহীত হয়েছে কিনা সে সম্পর্কে কিছু বলেনি।
শুক্রবার প্রচণ্ড বলেন, তিনি বিরোধীদল নেপালি কংগ্রেস পার্টি (এনসিপি) থেকে রাম চন্দ্র পৌদেলকে প্রেসিডেন্ট নির্বাচনে সমর্থন দেবেন। জোট সরকারের শরিক দল ‘দ্য কমিউনিস্ট ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্ট’ (ইউএমএল)-এর প্রার্থীর পরিবর্তে রাম চন্দ্রকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত জানান তিনি।
এই সিদ্ধান্তের কোনও কারণ প্রচণ্ড জানাননি। যদিও নেপালি কংগ্রেস পার্টি এর আগে প্রচণ্ডর মাওবাদী সেন্টার পার্টিরই মিত্রদল ছিল। বার্তা সংস্থা রয়টার্সকে রাজেন্দ্র বলেন, “যে জোটের অধীনে আমরা সরকারে যোগ দিয়েছিলাম তা আর অখন্ড নেই।”
তবে, রাজনীতি বিশ্লেষকরা বলছেন, মন্ত্রীদের পদত্যাগে তাৎক্ষণিকভাবে সমস্যায় পড়বে না প্রধানমন্ত্রী পুষ্প কমল দহলের সরকার। কারণ, এখনও পার্লামেন্টে তার সরকারের সংখ্যাগরিষ্ঠতা আছে। তবে যে টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে নতুন একটি জোট গঠিত হতে পারে।

আগামী ৯ মার্চে তৃতীয় প্রেসিডেন্ট নির্বাচন করতে চলেছে নেপাল। এই পদটি অলঙ্কারিক। পরোক্ষভাবে এই নির্বাচন করা হয়ে থাকে। পার্লামেন্টের উভয় কক্ষের সদস্য এবং সাতটি প্রদেশের বিধানসভা সদস্যদের নিয়ে তৈরি ইলেক্টোরাল কলেজ প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেয়।
নেপালে ২০০৮ সালে ২৩৯ বছর পুরোনো রাজতন্ত্র অবসানের পর থেকে ১১ বার সরকার বদল হয়েছে।

বেগমগঞ্জ  টেকনিকাল ইনস্টিটিউটের মেসন  লেবেল -২এর শিক্ষার্থীদের   পাশের হার ৮০%, উক্ত পরীক্ষার এসোসর  হিসাবে মাননীয় প্রধ...
31/08/2025

বেগমগঞ্জ টেকনিকাল ইনস্টিটিউটের মেসন লেবেল -২এর শিক্ষার্থীদের পাশের হার ৮০%, উক্ত পরীক্ষার এসোসর হিসাবে মাননীয় প্রধান উপদেষ্টা মহদয়ের দপ্তরের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

30/08/2025

চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের ৫ম তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখছেন : মোঃ শাহাবুদ্দিন - ম্যানেজিং ডিরেক্টর, সানিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ

30/08/2025

চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী প্রোগ্রাম থেকে সরাসরি

28/08/2025

বেগমগঞ্জ টেকনিক্যাল ইনস্টিটিউট এর মেশন level -2 শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি চলছে আগামী শনিবার দিনব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উক্ত পরীক্ষা নেওয়ার সময় উপস্থিত থাকবেন মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর NSDA ও নোয়াখালী জেলা প্রশাসকের প্রতিনিধি।

24/08/2025

ইত্তেহাদুল উম্মা ফাউন্ডেশন এর উদ্যোগে জনচলাচলের রাস্তা মেরামত।

22/08/2025

My father re**rd army with my elder brother going to masjid l

20/08/2025

স্কিল পলিটেকনিক ইনস্টিটিউট এর আয়োজনে , শিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৫ কৃতিকার্য প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা শেষে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।

নোয়াখালীর গর্ব, আমাদের বেগমগঞ্জের কৃতি সন্তান, চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন মেধাবী ছাত্র,  ড.মোহাম্মদ আবু ইউ...
18/08/2025

নোয়াখালীর গর্ব, আমাদের বেগমগঞ্জের কৃতি সন্তান, চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন মেধাবী ছাত্র, ড.মোহাম্মদ আবু ইউছুপ সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সচিব হিসেবে পদোন্নতি ও পদায়ন ।

16/08/2025

স্কিল পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে এসএসসি কৃতকার্য, বেগমগঞ্জের বিশটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ।

14/08/2025

বক্তব্য রাখছেন, বেগমগঞ্জ স্কিল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক - গিয়াস উদ্দিন মিঠু

Address

Ha Noi
Yen Nguu
60

Alerts

Be the first to know and let us send you an email when Jubo Tv Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jubo Tv Live:

Share

Category