Active Shamim

  • Home
  • Active Shamim

Active Shamim Active �
(3)

সপ্ন যাবে বাড়ি। ঈদের ছুটিতে অনেক কষ্টে বাড়িতে আসা একমাত্র পরিবারের সাথে এক সাথে ঈদ করার জন‍্য
05/06/2025

সপ্ন যাবে বাড়ি। ঈদের ছুটিতে অনেক কষ্টে বাড়িতে আসা একমাত্র পরিবারের সাথে এক সাথে ঈদ করার জন‍্য

এই রোদ এই বৃষ্টির কারনে গ্রামের খর ভেজার দৃশ্য। বৃষ্টির মধ্যে তারাহুরা করে খর জরো করার মজা আছে কিন্তু 😆
29/05/2025

এই রোদ এই বৃষ্টির কারনে গ্রামের খর ভেজার দৃশ্য। বৃষ্টির মধ্যে তারাহুরা করে খর জরো করার মজা আছে কিন্তু 😆

বন‍্যার পানিতে যখন চাষকৃত মাছ ছুটে যায়, তখন নদীতে মাছের উৎপাত তৈরি হয়। সবাই মাছ ধরার জন‍্য নদীতে চলে আসে। এই মজা শুধু গ্...
24/05/2025

বন‍্যার পানিতে যখন চাষকৃত মাছ ছুটে যায়, তখন নদীতে মাছের উৎপাত তৈরি হয়। সবাই মাছ ধরার জন‍্য নদীতে চলে আসে। এই মজা শুধু গ্রামে পাওয়া যায়

এখন কৃষকরা অনেক কঠিন সময় পার করতেছে। প্রচুর পরিমান বৃষ্টি সাথে বন‍্যার পানিতে ধান গুলো প্রায় ডুবে যাওয়ার অবস্থা । অনেক প...
20/05/2025

এখন কৃষকরা অনেক কঠিন সময় পার করতেছে। প্রচুর পরিমান বৃষ্টি সাথে বন‍্যার পানিতে ধান গুলো প্রায় ডুবে যাওয়ার অবস্থা । অনেক পরিশ্রম ও অর্থের মাধ্যমে চাষ করা এই ধান,যখন কিছু দিন বাকি আছে পাকার, এমন সময় অতিবৃষ্টি ও বন‍্যার পানি আসার কারনে চোখের সামনে ধান গুলো ডুবে যেতে দেখতে হয়। তখন আধাপাকা ধান গুলোই তারাহুরা করে কাটতে হয়। আমাদের গ্রামের পরিস্থিতির কথা জানালাম 💔

বর্জপাত (Lightning) হলো একটি প্রাকৃতিক বৈদ্যুতিক স্খলন যা সাধারণত বজ্রপাতের সময় মেঘের মধ্যে বা মেঘ ও মাটির মধ্যে ঘটে থাক...
17/05/2025

বর্জপাত (Lightning) হলো একটি প্রাকৃতিক বৈদ্যুতিক স্খলন যা সাধারণত বজ্রপাতের সময় মেঘের মধ্যে বা মেঘ ও মাটির মধ্যে ঘটে থাকে। এটি মূলত বিদ্যুতের এক বিশাল প্রবাহ, যা মেঘে থাকা ধনাত্মক ও ঋণাত্মক আধানের পার্থক্যের কারণে সৃষ্টি হয়।

বর্জপাতের সময় করণীয় সতর্কতা:

1. খোলা জায়গা এড়িয়ে চলুন:
খোলা মাঠ, ধানক্ষেত, নদীর পাড়, খোলা ছাদ ইত্যাদি জায়গা ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে চলে যান।

2. উঁচু গাছ বা খুঁটির নিচে দাঁড়াবেন না:
বজ্রপাত সাধারণত উঁচু স্থানে পড়ে, তাই গাছ, বৈদ্যুতিক খুঁটি বা টাওয়ারের নিচে দাঁড়ানো বিপজ্জনক।

3. ইলেকট্রনিক যন্ত্রপাতি বন্ধ রাখুন:
টিভি, কম্পিউটার, মোবাইল চার্জার ইত্যাদি বন্ধ রাখুন এবং দেয়াল থেকে খুলে ফেলুন। এগুলো বজ্রপাতের সময় শক দিতে পারে।

4. ভেজা মেঝেতে দাঁড়াবেন না:
বিদ্যুৎ সহজে জলীয় পরিবেশে চলাচল করে, তাই ভেজা মেঝে বা পানি জমে আছে এমন জায়গা থেকে দূরে থাকুন।

5. ধাতব বস্তু থেকে দূরে থাকুন:
রড, সাইকেল, ছাতা বা অন্যান্য ধাতব বস্তু বজ্রপাতের আকর্ষণ করতে পারে।

6. যদি বাইরের কোথাও থাকেন:
নিচু হয়ে মাটিতে বসে পড়ুন (পায়ের আঙুলের ভর দিয়ে), কিন্তু শুয়ে পড়বেন না। এতে মাটির সাথে শরীরের সংযোগ কম থাকবে।

বাংলাদেশে জনপ্রিয় আলেমদের মধ্যে তারা তিন জন অন‍্যতম। তাদের আলোচনা গুলা ভালো লাগে
11/05/2025

বাংলাদেশে জনপ্রিয় আলেমদের মধ্যে তারা তিন জন অন‍্যতম। তাদের আলোচনা গুলা ভালো লাগে

আসেন আমরা একে অপর কে সহযোগিতা করি
05/05/2025

আসেন আমরা একে অপর কে সহযোগিতা করি

মাথা নষ্ট ইমোশন 🔥 বর্তমানে অখাদ্য -কুখাদ‍্য ফালতু নাটকের মাঝে, এই নাটক টি বাস্তব জীবনের অবলম্বনে নির্মিত একটি সামাজিক ইম...
02/05/2025

মাথা নষ্ট ইমোশন 🔥 বর্তমানে অখাদ্য -কুখাদ‍্য ফালতু নাটকের মাঝে, এই নাটক টি বাস্তব জীবনের অবলম্বনে নির্মিত একটি সামাজিক ইমোশনাল নাটক। বর্তমান আমার দেখা সেই একটি নাটক ছিন এটি। নাটক টি দেখে আপনি কাদতে বাদ‍্য হবেন। নাটক নাম : দেনা পাওনা (ধারাবাহিক )

30/04/2025
Shinha is always cheerful and happy.
27/04/2025

Shinha is always cheerful and happy.

ছোট বেলার কথা মনে পরে কি? যখন ঝড় আসলেই আম গাছের নিচে ছুটে যেতাম। গাছের নিচে দারিয়ে থাকতা, আর ঠপ ঠপ শব্দে আম পরতো। আহ! কি...
25/04/2025

ছোট বেলার কথা মনে পরে কি? যখন ঝড় আসলেই আম গাছের নিচে ছুটে যেতাম। গাছের নিচে দারিয়ে থাকতা, আর ঠপ ঠপ শব্দে আম পরতো। আহ! কি যে ভালো লাগতো। বন্ধুদের সাথে পাল্লা দিতাম, কে কয় টা আম কুরাইতে পারে

Address

Jamalpur Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when Active Shamim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Active Shamim:

  • Want your business to be the top-listed Media Company?

Share