Sheikh's Info

  • Home
  • Sheikh's Info

Sheikh's Info Stay With Sheikh's Info.

যারা দেশের জন্য নিজেকে আত্মত্যাগ করে দিয়েছিল তাদের জানাই শ্রদ্ধা! ❤️
15/12/2025

যারা দেশের জন্য নিজেকে আত্মত্যাগ করে দিয়েছিল তাদের জানাই শ্রদ্ধা! ❤️

12/12/2025
সফর সঙ্গি যদি বন্ধুর মত না হয়,আপনার বিপদে যদি পাশে না দাঁড়ায় তাহলে এমন মানুষের থেকে নিজেকে বিরত রাখাই ভালো। আজকে একটা...
30/11/2025

সফর সঙ্গি যদি বন্ধুর মত না হয়,
আপনার বিপদে যদি পাশে না দাঁড়ায় তাহলে এমন মানুষের থেকে নিজেকে বিরত রাখাই ভালো।

আজকে একটা ভিডিওতে দেখলাম লোকটা কে একটা বাঘ হামলা করছে,
পাশে থাকা সফরসঙ্গী গুলো হা করে তাকিয়ে আছে, বিন্দুমাত্র থাকে সাহায্য করার মত কোনো অঙ্গভঙ্গি দেখলাম না,,,।

লোকটা অসহায়ের মতো তাদের দিকে তাকিয়ে আছে হয়তো তারা তার জন্য কিছুটা একটা করবে,মুহূর্তের মধ্যে বাঘটি তাকে মুখে করে নিয়ে গেল, যাওয়ার সময় ও বেশ কিছু সময় লেগেছে, ওখানে উপস্থিত পাঁচ থেকে ছয় জন লোক দেখা যাচ্ছে,,।
সাথে একজন ক্যামেরা নিয়ে ভিডিও করছে,,লোকটা হয়তো ভায়ের চিল্লানোর শব্দ মুখ থেকে বের হচ্ছে না ,,।

আসলে আমরা এমন একটা দেশে মানুষ হয়েছি, যে দেশে নিজের স্বার্থ ছাড়া আর কিছুই শেখানো হয় না,,। লোকটা হয়তো শেষ মুহূর্তে এটা ভেবেছিল সফর সঙ্গীরা তাকে বাঁচিয়ে নেবে,,।
অনেক আশা নিয়েই তাদের দিকে তাকিয়ে ছিল, লোকটির মুখের দিকে তাকালে অনায়াসে চোখ দিয়ে পানি পড়বে কি,

সপরসঙ্গিরাই একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে কি করবে ভাবছে ততক্ষণে ওকে নিয়ে চলে গেল,,,, 🥲🥲
তাই আমার মনে হয় জিবন কোথাও চলাফেরার সময় পাশে কেমন মানুষ আছে,আপনাকে সাহায্য কতটুকু করতে পারবে যাচাই বাছাই করে তার সাথে চলা উচিত,।
ছবিগুলো ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়া,,,


  Down ⚠️বিশ্বজুড়ে বড় আউটেজ চলছে।আমার নিজের ২টা সাইট, ক্লায়েন্টদের সাইট, এমনকি ChatGPT–Grok সহ অনেক ওয়েবসাইটই এখন ডাউন।এ...
18/11/2025

Down ⚠️
বিশ্বজুড়ে বড় আউটেজ চলছে।
আমার নিজের ২টা সাইট, ক্লায়েন্টদের সাইট, এমনকি ChatGPT–Grok সহ অনেক ওয়েবসাইটই এখন ডাউন।

এটা গ্লোবাল সমস্যা — আপনার বা আমার সার্ভারের কোনো ইস্যু না।
Cloudflare ঠিক করলেই সব আবার ঠিক হয়ে যাবে।

শনিবার থেকে নতুন পোশাকে মাঠে নামতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। আপাতত সীমিত পরিসরে সরবরাহ করা হচ্ছে নতুন পোশাক। ঢাকার পলওয়...
16/11/2025

শনিবার থেকে নতুন পোশাকে মাঠে নামতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। আপাতত সীমিত পরিসরে সরবরাহ করা হচ্ছে নতুন পোশাক। ঢাকার পলওয়েল মার্কেটের নির্দিষ্ট কিছু দোকানেও মেলে পুলিশের পোশাক।

 #সৈনিকের গ্রেড ১৭, বেসিক বেতন ৯০০০/-প্রাইমারী শিক্ষকের গ্রেড ১৩, বেসিক ১১০০০/-শিক্ষকের ডিউটি সপ্তাহে ৫ দিন, দিনে ৭ ঘন্ট...
11/11/2025

#সৈনিকের গ্রেড ১৭, বেসিক বেতন ৯০০০/-
প্রাইমারী শিক্ষকের গ্রেড ১৩, বেসিক ১১০০০/-

শিক্ষকের ডিউটি সপ্তাহে ৫ দিন, দিনে ৭ ঘন্টা। এছাড়া বিভিন্ন সরকারি ছুটির দিনে তো বন্ধ আছেই।ঈদ, পুজা বিভিন্ন দিবস,সব সময়ই ছুটি থাকে।

সৈনিকের ডিউটি সপ্তাহে ৭দিনই, দিন রাত মিলিয়ে ৮-১২ ঘন্টা, সেই সাথে পিটি,প্যারেড,ওয়ার্কিং,গেইম তো আছেই।
আর সরকারি ছুটির দিনগুলোতে ডিউটির চাপ আরো বেশি বেড়ে যায়। এছাড়া শত্রুর বুলেটের ভয় তো সর্বক্ষন আছেই। দুই মাসের আগে ছুটিও নাই।

অথচ আগে শিক্ষক এবং সৈনিক একি গ্রেডে বেতন পেতো। এখন বলবেন সৈনিকে ঢুকতে তো ssc পাসই যথেষ্ট, কিন্তু এখন ৯০% সৈনিকই অর্নাস/ডিগ্রি কমপ্লিট করা,কেউ অধ্যয়নরত।
শিক্ষকরা ১৩তম গ্রেড পেয়েও এখন ১০ম গ্রেড চাচ্ছে! আর সৈনিকরা ১৭তম গ্রেডেই সারাজীবন সেবা দিয়ে গেলো!!

আমরা শিক্ষকদের ১০গ্রেড পাওয়ার বিপক্ষে না।
আমরা যাস্ট ইনসাফ চাই,কেউ দিন দিন উপরে উঠেও আরো উপরে উঠতে চাইবে,আর কেউ একি জায়গায় সারাজীবন সার্ভিস দিয়ে যাবে অধিক পরিশ্রম করেও,এটা হয় না।
শিক্ষক যদি হয় মানুষ গড়ার কারিগর, সৈনিক তাহলে দেশ রক্ষার কারিগর।

আমরা যখন প্রাইমারিতে ছিলাম তখন আমাদের শিক্ষকরা ১৬/১৭ গ্রেডে বেতন পেতেন, বেশিরভাগই ছিলেন HSC পাশ। অথচ তখন তাদের থেকে নেওয়...
11/11/2025

আমরা যখন প্রাইমারিতে ছিলাম তখন আমাদের শিক্ষকরা ১৬/১৭ গ্রেডে বেতন পেতেন, বেশিরভাগই ছিলেন HSC পাশ। অথচ তখন তাদের থেকে নেওয়া শিক্ষা থেকে আমাদের যেই বেসিক তৈরি হয়েছে তা দিয়ে আল্লাহর রহমতে রেপুটেড পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করেছি! অথচ এখনকার অনার্স-মাস্টার্স কমপ্লিট করা ১৩ গ্রেডের শিক্ষকদের নিকট পড়েও আমাদের নিজের ছোট ভাইগুলো ঠিকমতো ইংরেজিটাও পড়তে লিখতে জানছে না! তাদের জন্য আলাদাভাবে টিউটর রাখা বাধ্যতামূলক হয়ে গেছে। অথচ আমি নিজে ক্লাস-৯ এর আগে কখনো প্রাইভেট পড়িনাই। আমাদের শিক্ষকরা সবাই ভালো না পড়ালেও যে গাইডলাইন দিতেন, আমরা নিজেরাই সেই পড়াগুলো আয়ত্বে নিতে পারতাম! অথচ এখনকার কিছু শিক্ষক কথায় কথায় আন্দোলন আর আমাদের মতো পুলিশের সন্তানদের পড়াবেন না বলে হুমকি দেন!
তো মশাই, আপনারা যে এমন বেদনাদায়ক সেনসিটিভ কথা বলেন, আপনারা যে ছোট ছোট নিষ্পাপ বাচ্চাদের শিক্ষাদানের দায়িত্ব নিয়েছেন তাদের মানসিক অবস্থার উপর কেমন প্রভাব পড়তে পারে তা একটাবার চিন্তা করেছেন? ২ লক্ষাধিক পুলিশ সদস্যের ৫ লক্ষাধিক সন্তান ২০২৪-এর জুলাই-আগস্টের পর থেকে তাদের নিজ নিজ বাবা-মায়ের পরিচয় পর্যন্ত দিতে ইতস্তত বোধ করে। এরপরে আপনাদের মতো কিছু শিক্ষক ৫-১০ বছরের নিরীহ ও নিষ্পাপ শিশুদের পড়াবেন না বলে মন্তব্য করছেন। তখন তারা তাদের বাবা-মায়ের পরিচয় দিতে কতটা ট্রমা ফিল করতে পারে তা একটাবার বুঝতে চেষ্টা করুন! অথচ পুলিশ কিন্তু ন্যায়সঙ্গতভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছে।
No Disrespect to Other Primary Teachers, this Post is only valid for few who made such horrendous comments!
© এসআই মেহেদী হাসান

 #কারো বেতন বৃদ্ধি আন্দোলনে পুলিশ।  #কারো চাকরি চাই আন্দোলনে পুলিশ। #কারো হারানো চাকরি ফিরিয়ে দেওয়া আন্দোলনে পুলিশ। #স...
10/11/2025

#কারো বেতন বৃদ্ধি আন্দোলনে পুলিশ।

#কারো চাকরি চাই আন্দোলনে পুলিশ।

#কারো হারানো চাকরি ফিরিয়ে দেওয়া আন্দোলনে পুলিশ।
#সকল আন্দোলনে পুলিশ সব দায়িত্ব পুলিশের।

#শুধু নিজের বেতন/ভাতা/গ্রেড সুবিধা বৃদ্ধির জন্য কথা বলে না,মুখ বন্ধ করে রাষ্ট্র দায়িত্ব পালন করে এর নাম #বাংলাদেশ_পুলিশ।

পার্থক্যটা শুধু মেরুদণ্ড ও ব্যক্তিত্বে।কেউ খেটে বড় হয়, কেউ চেটে!!
08/11/2025

পার্থক্যটা শুধু মেরুদণ্ড ও ব্যক্তিত্বে।
কেউ খেটে বড় হয়, কেউ চেটে!!

আমাদের সবার মাঝে একজন ক্রিকেটার আছেখালি মুখের হাসিটা দেখেন
23/10/2025

আমাদের সবার মাঝে একজন ক্রিকেটার আছে

খালি মুখের হাসিটা দেখেন

22/10/2025

বিজিবি’র হাতে নতুন ড্রোন প্রযুক্তি | BGB Unveils Next-Gen Drone ! 🛰️

22/10/2025

মুক্তিযুদ্ধের অজানা কাহিনী বীর বিক্রম হেমায়েত উদ্দিন

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Sheikh's Info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share