11/12/2025
স্কুল জীবনে ডিসেম্বর মাসে ফাইনাল পরীক্ষা হতো। শীতকালে ভোররাতে লেপের ভিতর থেকে উঠে বই পড়তে চাই এত কষ্ট লাগতো।,,,,মনে হতো যে কবে বড় হয়ে যাবো এভাবে ভোর রাতে উঠে আর পড়া লাগবে না। বাবা ডেকে তুলত-বলতো এই সময় পড়লে নাকি ভালো মনে থাকে,,এখন সেই জীবনটাকে খুব মিস করি মনে হয় যদি আবার সেই জীবনটা ফিরে পেতাম 🙁