21/05/2025
অনেকদিন পর এই পেজে ভিডিও আপলোড করছি। তাই প্রথম ভিডিওটা অনেক ভালোলাগার একটা ভিডিও আপলোড করছি।
জাবিরের বয়স আলহামদুলিল্লাহ মাত্র দুই বছর ১১ মাস। মানে তিন বছর প্রায়। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ওকে একটা ভালো প্রি স্কুলে ভর্তি করানোর । যেটাতে ওর ব্রেন ডেভেলপমেন্টে সহ অনেক পরিবর্তন আসবে ইনশাল্লাহ ও আরো সোশ্যাল হবে। খুলনা থেকে এসে, ও ঢাকায় একদমই একা হয়ে গেছে ।আর ঢাকার মতো এতো ব্যস্ত শহরে ওর আর বন্দী জীবন কাটানো লাগবে না ।ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমি আল্লাহর উপর আশাবাদী। দেখা যাক কি হয়।