Ashik hossain Islamic Tv

  • Home
  • Ashik hossain Islamic Tv

Ashik hossain Islamic Tv Assalamualaikum Orahmatullahi, dear friend, welcome to this channel. I upload my Islamic video colle

মাস্টার্সে তার সিজিপিএ ৩.৯৭!
22/04/2025

মাস্টার্সে তার সিজিপিএ ৩.৯৭!

৩টি "চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল" এর মধ্যে ১টি রংপুর বিভাগে করার সিদ্ধান্ত গ্রহণের জন্য মাননীয় প্রধান উ...
15/04/2025

৩টি "চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল" এর মধ্যে ১টি রংপুর বিভাগে করার সিদ্ধান্ত গ্রহণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি রংপুর বিভাগের গণমানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছি।

এই বিভাগের প্রত্যন্ত অঞ্চলের মানুষ প্রয়োজনীয় চিকিৎসাটুকু পেতে কিভাবে বছরের পর বছর দুর্বিষহ জীবনযাপন করেছে, ভোগান্তির মধ্য দিয়ে গিয়েছে; সেগুলো বলার চেষ্টা করেছি। পাশাপাশি জেলাভেদে এই বিভাগের স্বাস্থ্যসেবার অবস্থা এবং মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রয়োজনীয়তা ব্যক্ত করেছি।

রংপুর বিভাগকে স্বাস্থ্যসেবার একটি হাব হিসেবে গড়ে তুললে যেভাবে এটি পার্শ্ববর্তী কয়েকটি দেশের সুচিকিৎসার নির্ভরযোগ্য ঠিকানা হতে পারে সেগুলো তুলে ধরেছি।

বৈষম্যের প্রতীক নয়, জনগণের সেবক হোক পুলিশের পরিচয়।(এডমিন)
11/04/2025

বৈষম্যের প্রতীক নয়, জনগণের সেবক হোক পুলিশের পরিচয়।
(এডমিন)

বাংলাদেশে স্বাস্থ্য খাতে বৈশ্বিক বিনিয়োগের বড় নজির—২৬ হাজার কোটি টাকায় হাসপাতাল নির্মাণে যুক্ত হলো মার্কিন কোম্পানি ইউএস...
11/04/2025

বাংলাদেশে স্বাস্থ্য খাতে বৈশ্বিক বিনিয়োগের বড় নজির—২৬ হাজার কোটি টাকায় হাসপাতাল নির্মাণে যুক্ত হলো মার্কিন কোম্পানি ইউএস এলএলসি।

10/04/2025

National Stadium Dhaka

10/04/2025

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা।

ফি আমানিল্লাহ।

09/04/2025

ট্যালেন্টেড যারা তাদের একচুয়ালি অভিজ্ঞতার প্র‍য়োজন হয় না, তাদের জন্য দরকার সুযোগ, নিজেকে প্রমান করার।

আমরা যারা, ক্লাইন্ট, প্রোডাক্ট আর সার্ভিস নিয়ে কাজ করি, তারা জানি প্রোডাক্ট বা সার্ভিস সেলস করার জন্য প্রেজেন্টেশনের গুরুত্ব কেমন।

একটা দেশে ইনভেস্টর বা ইনভেস্টমেন্ট আনার জন্য কি ধরনের কী-পয়েন্ট প্রেজেন্টেশনে তোলে ধরা প্রয়োজন, তেমনিই এক প্রেজেন্টেশন দেখলাম। দেশের অর্থনীতি নিয়ে ভিশন ২০৩৫ এর কথা বলা হয়েছে, যা প্রেজেন্টেশনে এক্সটা ভেল্যু অ্যাড করেছে।

উনার নতুন একটি পদবী হতে পারে CMO of Bangladesh (Chief marketing Officer Of Bangladesh) 🇧🇩

09/04/2025

জেনারেল শিক্ষিত এই ভাইয়ের মুখে কোরআনের আয়াত ও ইংরেজি মিশ্রিত কঠিন বক্তব্য!
আমাদের এমন একজন জেনারেল শিক্ষিত ভাই তাদের ১০০ জনের সমান।
وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ
তোমরা দুর্বল হয়ো না এবং দুঃখিত হয়ো না; তোমরাই বিজয়ী, যদি তোমরা মুমিন হও।
– সূরা আল ইমরান, আয়াত: ১৩৯

বিশ্বের শক্তিশালী ৫০ দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইউএস নিউজের করা তালিকায় দ...
08/04/2025

বিশ্বের শক্তিশালী ৫০ দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইউএস নিউজের করা তালিকায় দেখা যায়, বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় ৪৭ তম স্থানে রয়েছে বাংলাদেশ। এক্ষেত্রে বাংলাদেশ পেছনে ফেলেছে আয়ারল্যান্ডের মতো ইউরোপীয় দেশকেও।

এই যে, আপনাকেই বলছি আমার বাবুকে দেখলে আপনার আদর করতে ইচ্ছা করবে এটাই স্বাভাবিক কিন্তু তাঁকে চুমু খেয়ে আদর দেখাতে হবে না...
08/04/2025

এই যে, আপনাকেই বলছি আমার বাবুকে দেখলে আপনার আদর করতে ইচ্ছা করবে এটাই স্বাভাবিক কিন্তু তাঁকে চুমু খেয়ে আদর দেখাতে হবে না । মা অথবা বাবা হিসাবে এটা আমার নিষেধ বা অনুরোধ ।

আপনি কি জানেন, কিছু ভাইরাস শিশুর জন্য মারাত্মক হতে পারে, এমনকি প্রাণঘাতীও হতে পারে? সম্প্রতি (ছবিতে দেখানো )ছোট্ট রিভার্স নামে শিশুর জীবনে ঘটেছে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা, যা আমাদের সবাইকে সচেতন হওয়ার বার্তা দেয়।

গত সপ্তাহে রিভার্সকে তার চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল একজিমা ও ঠোঁটে একটি ছোট লাল দাগের জন্য। প্রথমে চিকিৎসক এটি হ্যান্ড-ফুট-মাউথ ডিজিজ (HFMD) বলে মনে করেছিলেন। কিন্তু কিছু ঘণ্টার মধ্যেই তার শরীরে দাগগুলো দ্রুত ছড়িয়ে পড়ে।

পরবর্তী কয়েকদিন রিভার্স প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে, অসহ্য যন্ত্রণায় কাঁদতে থাকে। অবশেষে, তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানালেন, এটি HFMD নয়, বরং এক বিরল এবং ভয়ানক ভাইরাস “একজিমা হারপেটিকাম (Eczema Herpeticum)”।

⚠️ এই ভাইরাস মূলত চুমুর মাধ্যমে ছড়ায়। একজন প্রাপ্তবয়স্ক মানুষ, যিনি নিজেও হয়তো জানেন না যে তার শরীরে হারপেস ভাইরাস রয়েছে, তার চুমু থেকেই শিশুর মধ্যে এ ভয়ংকর সংক্রমণ ছড়াতে পারে।

🔴 একজিমা হারপেটিকাম কেন ভয়ানক?
✅ এটি শিশুর মস্তিষ্ক, চোখ, গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি করতে পারে।
✅ যদি দ্রুত চিকিৎসা না করা হয়, এটি প্রাণঘাতীও হতে পারে।
✅ শিশুকে বাঁচাতে তাকে IV অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিভাইরাল চিকিৎসা দিতে হয়।

শিশুদের দেখলে আদর করতে ইচ্ছা করবে এটা স্বাভাবিক, কিন্তু অনুরোধ রইলো— অন্যের শিশুকে চুমু দেবেন না! কারণ আপনার শরীরে লুকিয়ে থাকা ভাইরাস তার জীবনের জন্য হুমকি হতে পারে।

শিশুর সুস্থতার জন্য আমাদের সবাইকে আরও সতর্ক হতে হবে। ছবিতে দেয়া শিশুটির মতো যেন আর কোনো শিশু এই ভয়াবহ অভিজ্ঞতার শিকার না হয়। সবাই সচেতন হোন, শিশুদের নিরাপদ রাখুন!

শেয়ার করুন, যেন সবাই এই গুরুত্বপূর্ণ বার্তাটি জানতে পারে!

07/04/2025

Free Free palestine 🇪🇭

06/04/2025

❝আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সমস্ত ঘৃ/ণা দিয়ে ধি'ক্কা'র জানাই পৃথিবীর ঐ সমস্ত মুসলিম শাসকদের যারা মুসলমানদের মা/র দেখে চুপ করে বসে আছে।❞

শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী
[রাহিমাহুল্লাহু রহমাতান ওয়াসি’আহ]

Address

Rangpur City

Alerts

Be the first to know and let us send you an email when Ashik hossain Islamic Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashik hossain Islamic Tv:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share