Ridoy The Sailor

Ridoy The Sailor Welcome to my page . Follow My Youtube Channel " Ridoy The Sailor " for more
(15)

আমি মোহাম্মদ রেদওয়ান সরকার হৃদয় । হাসিখুশি থাকতে বেশি ভালোবাসি । আল্লাহকে ভালোবাসি এবং ভয় পাই ।
সহজ সরল মনের মানুষ । সাদামাটা ভাবেই সবসময় থাকি

11/08/2025

জাহাজে কতজন লোক থাকে

11/08/2025

জাহাজ নিয়ে আমেরিকায়

10/08/2025

পাহাড়ের মধ্য দিয়ে সাগর

নিউইয়র্ক , আমেরিকা 🇱🇷
10/08/2025

নিউইয়র্ক , আমেরিকা 🇱🇷

08/08/2025

সমুদ্রের যেখানে ডলফিন থাকে

07/08/2025

টাইটানিকের থেকেও বড় আমার নতুন জাহাজ

06/08/2025

পানামা থেকে এবার নতুন জাহাজে উঠছি

06/08/2025

একুশ ঘন্টা একটানা যাএার পরে ব্রাজিলে পৌঁছালাম

05/08/2025

পানি জমে বরফ আর তুষার পড়ছে| Sailor's vlog | Marine Engineer | Ridoy The Sailor

03/08/2025

আমেরিকার মায়ামি বন্দরের কাছে

বাংলাদেশ থেকে ৪১২১ কিলোমিটার দূরের কাতারে এসেও মনে হচ্ছে এখনও বাড়ির কাছেই। ৪ ঘন্টা ফ্লাইটে ঢাকা থেকে এখানে এসেও মনে হচ্ছ...
01/08/2025

বাংলাদেশ থেকে ৪১২১ কিলোমিটার দূরের কাতারে এসেও মনে হচ্ছে এখনও বাড়ির কাছেই।

৪ ঘন্টা ফ্লাইটে ঢাকা থেকে এখানে এসেও মনে হচ্ছে এটা কেবল ওয়ার্ম আপ।

টোটাল ৩৫ ঘন্টা ফ্লাইট টাইমের মাত্র ৪ ঘন্টা শেষ ভাবলেই কেমন লাগছে।

পরের গন্তব্য ব্রাজিল , সেখান থেকে পানামা।

⚠️ আজকে পরিচয় করিয়ে দিচ্ছি কিছু মেরিটাইম বি-শ্বা-সঘাত-কের সাথে —যারা নিজের ব্যক্তিস্বার্থে দেশের ভাবমূর্তি বিকিয়ে দিতে এ...
29/07/2025

⚠️ আজকে পরিচয় করিয়ে দিচ্ছি কিছু মেরিটাইম বি-শ্বা-সঘাত-কের সাথে —

যারা নিজের ব্যক্তিস্বার্থে দেশের ভাবমূর্তি বিকিয়ে দিতে একটুও দ্বিধা করেনি!

এই মানুষগুলোর অপকর্মের কারণে আজ:

🔴 অনেক শিপিং কোম্পানি বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে
🔴 অনেক দেশ বাংলাদেশি নাবিকদের জন্য ভিসা রেস্ট্রিকশন আরোপ করেছে
🔴 কেড়ে নিয়েছে আমাদের শোর লিভের সুযোগ
🔴 অন্য দেশের নাবিকদের সামনে বারবার আমাদের অপমানিত হতে হয় —
তারা শোর লিভে যায়, সাইন-অফ করে, আর আমরা বন্দরে দাঁড়িয়ে শুধুই দেখি!

🔻 এই বি-শ্বা-সঘাত-ক নাবিকদের কারণেই বাংলাদেশের পাসপোর্ট র‍্যাংকিং ক্রমাগত নিচে নামছে।
🔻 এই অপরাধীরা দেশের ভাবমূর্তি ধ্বংস করছে, মেরিটাইম সেক্টরের ভবিষ্যৎকে বিপন্ন করছে।

❗ প্রশ্ন হচ্ছে — এই বি-শ্বা-সঘাত-কদের দেখার কেউ নেই?

আইনের দুর্বল প্রয়োগ, প্রশাসনিক সদিচ্ছার অভাব এবং নৈতিকতার অভ্যন্তরীণ সংকট — সব মিলে এরা বারবার একই অপরাধ করে যাচ্ছে।

📢 আমরা এই অপকর্মের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি!

আমরা চাই, এইসব প্রতারকদের মুখোশ উন্মোচন হোক!
তাদের ছবি এবং পরিচয় আমরা সবাই মিলে সামাজিক মাধ্যমে শেয়ার করবো —
হয়তো এই সামাজিক লজ্জাই কিছু মানুষকে আবার পথের ফেরাবে।

🗣️ আপনার ভূমিকা কী হতে পারে?

✅ নিজ নিজ প্রোফাইল থেকে এই বার্তাটি শেয়ার করুন
✅ সচেতনতা বাড়ান
✅ দেশদ্রোহী কাজের বিরুদ্ধে অবস্থান নিন
✅ ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাও

📣 প্রচারে: বাংলাদেশ মার্চেন্ট মেরিনার্স কমিউনিটি

Address

Rangpur
5600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ridoy The Sailor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ridoy The Sailor:

Share