Cuit boy

Cuit boy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cuit boy, Digital creator, .

10/09/2024

-কারো প্রোফাইল চেক করলে যদি Notification যেতো....
-তাহলে অভিমানের আড়ালে ধ"রা পড়তো শত শত অ"প্রকাশিত ভালবাসা..!!💔🙂

31/01/2024

🤣— হাজারটা রিলেশন করার পরও,,,
নিজেকে 𝒔𝒊𝒏𝒈𝒍𝒆 দাবি করার.!!!
নাম-ই হচ্ছে... 😌
—"বেডি মানুষ..🫰🤣😎

চিল্লাইয়া বলেন ঠিক কি না 🥴🙆

অপরূপ সুন্দর হামার রংপুর!! কেউ বলতে পারবেন জায়গাটি রংপুরের কোথায় ???
29/01/2024

অপরূপ সুন্দর হামার রংপুর!!
কেউ বলতে পারবেন জায়গাটি রংপুরের কোথায় ???

29/01/2024
গ্রামের সুন্দরজো,,,,,সত্যি অনেক সুন্দর হয়🥰🥰🥰
29/01/2024

গ্রামের সুন্দরজো,,,,,সত্যি অনেক সুন্দর হয়🥰🥰🥰

27/01/2024

.

নতুন পেজ সবাই ফলো দিবেন

27/01/2024

🌿🦋★__জানো বাবা__★🥀🍁
-"তুমি আকাশের সবচেয়ে সুন্দর তারা.🌨️

ლ༎__কারণ তুমি ছাড়া আমি পথ হারা.!!
যার যার বাবা আছে
তারা একবার বলি আলহামদুলিল্লাহ 🥰🥰

27/01/2024

--এতো রাতে অনলাইনে কেন ?
যাও ঘুমাও!
রাত দুইটার সময় বড় ভাইয়ার বন্ধু দিয়াজের এরকম মেসেজ পেয়ে খুশিতে চোখে পানি চলে আসলো।

মেসেজটায় সে ধমকের স্বরে বলেছে ঠিকই কিন্তু তার এরকম আদেশে মনে হয়েছে আমি তার আপন কেউ! আমি তো চাই তার আপন কেউ হতে। কারণ দিয়াজকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। ভাইয়ার বন্ধু হওয়ায় প্রায় আসতো আমাদের বাসায়‌! কেমন আছো? পড়াশোনা কেমন চলছে এর চেয়ে বেশি কোনদিন কিছু বলেনি । কিন্তু আজ কি হলো তার? এই মেসেজটা কিসের ইঙ্গিত? সে কি আমাকে....?
আমি রিপ্লাই করলাম, আসলে ভাইয়া আমি তো গল্প লিখি। পাঠকদের কমেন্ট গুলো পড়ছিলাম।
মেসেজ সেন্ড হওয়ার সাথে সাথে সিন করে লিখলো, যাইহোক আর কোনদিন যেন এতো রাতে অনলাইনে না দেখি।
কথাটার মধ্যে তীব্র রাগ আছে বুঝতে পারলাম। এতো রাতে সে আমাকে অনলাইনে সহ্য করতে পারছে না এটাও বুঝতে পারলাম। অন্য কেউ এরকমটা বললে আমি অনেক কথা শুনিয়ে দিতাম। আমার ভালোবাসা আমাকে কথাটা বলায় পুলকিত গেল আমার মন!
আমি শুধু বললাম,আচ্ছা ভাইয়া এরকমটা আর হবে না।
এতোদিন নিজেকে সংযত রাখলেও তার আস্কারা পেয়ে আমি কেমন জানি চঞ্চল হয়ে উঠলাম। সেদিনের পর থেকে আমি নিজে থেকেই তাকে মেসেজ দেওয়া শুরু করলাম। কিন্তু তার উত্তরগুলো ছিল বড়ই সাদামাটা। মন ভরছিলো না আমার। সেদিনের কথাগুলোর মতো প্রাণ ছিল না। আমি যেই প্রশ্ন করতাম তার উত্তরটাই দিতো খুব ছোট করে। সেদিনের কথাগুলোর সাথে কোন মিল পাচ্ছি না। মনের ভিতরে তীব্র ব্যাথা অনুভূত হতে লাগলো। মনে মনে তাকে বললাম, কি হয়েছিল সেদিন তোমার আর আজ কি হলো? কেনই বা আমাকে চঞ্চল করে দিয়ে নিজেকে গুটিয়ে নিলে? ভালোই তো ছিলাম এতোদিন!এখন যে আর শান্তি পাচ্ছি না!"
তারপর থেকে তাকে মেসেজ আর দিলাম না । কিন্তু সারাদিন ফেসবুকে থাকা শুরু করলাম তার দৃষ্টি আকর্ষনের জন্য। দুইদিন গেল তিনদিন গেল তার মেসেজ পেলাম না। সেও অনলাইনে আসতো আর যেতো। চারদিনের দিন পর তার মেসেজ পাওয়া গেল। আমি যে কতটা শান্তি পেয়েছিলাম বলে বুঝানো যাবে না। কথাটা প্রায় প্রথম দিনের মতো।
দিয়াজ লিখেছে ,সারাদিন এতো অনলাইনে কি করো তুমি?
আমি:একজনের মেসেজের অপেক্ষা করি।
সিন করে আর রিপ্লাই দিলো না। সে কি মাইন্ড করলো? নিজের কপালে করাঘাত করলাম!
আর না পেরে আমি মেসেজ দিয়ে বললাম, আচ্ছা ভাইয়া আপনি কি ফেসবুকে থাকা পছন্দ করেন না?
দিয়াজ:করি তবে সীমার বাইরে যাওয়া পছন্দ করি না।
আমি বললাম, আচ্ছা আমি যদি কোনদিন সীমার বাইরে যাই আমাকে

27/01/2024

ক্যাপশন ছবিতে🥺💔
ছবি যখন বাস্তবতা বুঝতে শেখায়💔💔

নতুন পেজ সাপোর্ট দিবেন সবাই,
সুন্দর সব গল্প পেতে পেজটি ফলো দিয়ে রাখবেন।

ছবি সংগ্রহীত 🥀

27/01/2024

--ছিইই বউমা। মাছের মাথাটা হাসিবকে না দিয়ে তুমি নিলে।

--মা আপনার সন্তান মাছের মাথা খায়না।

--২৩টি বছর ধরে আমি ওরে মাছের মাথা খাওয়াইয়ে বর করলাম। আর তুমি বলো পছন্দ করেনা।

--শাশুড়ি মায়ের কথাটি শুনা মাত্রই ফারিয়া নিজের প্লেট থেকে মাথাটি হাসিবের প্লেটে তুলে দেয়।

হাসিব : আরে তুমি খাও।

ফারিয়া : না আজকে তুমি খাও । অন‍্যদিন আমি খাবো।

"তো খাওয়া দাওয়া শেষে ঘুমানোর সময় ফারিয়া হাসিবকে প্রশ্ন করে "

ফারিয়া : তোমার একটি প্রশ্ন করি।

হাসিব : একটি কেনো হাজারটি করতে পারো বউ আমার।

ফারিয়া : তুমি কি সত্যি মাছের মাথা পছন্দ করো। নাকি করোনা সেইটা বলো।

--এই প্রশ্ন শুনে হাসিব নিশ্চুপ?

ফারিয়া : কি হলো উত্তর দাও।

হাসিব : হুমমম আমি ও অনেক পছন্দ করি মাছের মাথা।

ফারিয়া : তাহলে আমাকে কেনো বলছো তুমি মাছের মাথা পছন্দ করোনা।

হাসিব : আসলে আমার লক্ষি বউটা যে আমার থেকে বেশি পছন্দ করে মাছের মাথাটি। এই জন্যে মিথ্যা বলছি।

ফারিয়া : আমি তোমার বউ হয়ে আজ পযর্ন্ত তোমার পছন্দের জিনিসটা কি জানতে পারলাম না।

হাসিব : এইই বাদ দাওনা প্লিজজ।

ফারিয়া : এতোটা ভালোবাসো আমাকে।

হাসিব : হুমমম তোমাকে ভালোবাসবোনা তবে কাকে ভালোবাসবো বলো।

ফারিয়া : I love you.

হাসিব : I love you to💖

"আসলেই পুরুষের ভালোবাসা বুঝা বরই দায়। যেই নারী পুরুষে ভালোবাসা বুজে সে কখনো দুঃখি হতে পারেনা।

অনু_গল্প : #স্বামির_ভালোবাসা

কাহিনী ও লেখনীতে : #মি_রাকিব

এমন সুন্দর সুন্দর গল্প পরতে চাইলে অবশ্যই পেজটি ফলো করুন : মি. রাকিব - Mr Rakib

Address

Rangpur City

Telephone

+8801873597963

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cuit boy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share