Sina & Sahil's Mammy

Sina & Sahil's Mammy [ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ ]
(13)

19/07/2025

দুস্টামির একটা সিমা আছে,,,😂😂😂😂

19/07/2025

শুভ সকাল

18/07/2025

কে বলবে ইনি একটু আগেও গভীর ঘুম এ ছিলো 😂😂😂😂😂😂😂 যেই ভেবেছি ঘুমিয়েছে যাই তাহলে আর ওমনি তার হাসি দেখে কে😁😁😁

এ জাইতে দে মোরে,,,,এ বেডা তুই সর জাইতে দে মোরে🤪🤪🤪🤪
18/07/2025

এ জাইতে দে মোরে,,,,এ বেডা তুই সর জাইতে দে মোরে🤪🤪🤪🤪

17/07/2025

সবাইকে শুভ রাত্রি
❤️❤️

এই লেখা শুধু একজন মায়ের না, এটা হাজারো মায়ের মনের কথা। 🤔আপনার মিষ্টি মিষ্টি কথা বলা বউটা এখন সারাদিন খিটখিট করে ।  সামান...
14/07/2025

এই লেখা শুধু একজন মায়ের না, এটা হাজারো মায়ের মনের কথা।

🤔আপনার মিষ্টি মিষ্টি কথা বলা বউটা এখন সারাদিন খিটখিট করে । সামান্য কিছু হলেই রেগে যায়।

👉কেন জানেন?

🥹আপনার মিষ্টি বউটা এখন মা…
একটা শব্দ, যার পেছনে লুকানো হাজারটা না বলা কষ্ট।
সবাই বলে খিটখিটে মেজাজ, রাগী স্বভাব—
কিন্তু কেউ ভাবে না, সে কতটা হতাশ তার জীবন নিয়ে

☺️সন্তান জন্মের পর একজন নারীর জীবন বদলে যায়—
এই কথাটা সবাই বলে।
😢কিন্তু সেই বদলে যাওয়া জীবনে, নিজের জন্য একটু সময়, কিছু সখ পূরণ থাকে না

🤔সে কেন আগের মতো হাসে না?
🤔কেন চুপচাপ হয়ে গেছে?
🤔কেন একটু কিছু হলেই রেগে যায়?

🙂‍↕️কিন্তু কখনো কি জিজ্ঞেস করি—
তোমার কি লাগবে । কোন কাজে তোমার সাহায্য লাগবে কিনা।

✅একজন মা,
👉যে সারারাত জেগে সন্তানের নিঃশ্বাস গোনে,
👉যে নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেয়,
👉 প্রতিদিন চলে যুদ্ধ সংসারের কাজ , বাচ্চা সামলানো সব মিলিয়ে নিজের জন্য ১ মিনিট সময় থাকে না ।
👉 তারপরও মা হাসিমুখে সব কাজ করছে কারণ তার কাছে নিজের থেকে সংসার ও তার বাচ্চা বেশি গুরুত্বপূর্ণ।

✅যে দিনের পর দিন নিজের শরীর, মন, স্বাধীনতা সব বিসর্জন দেয়—
👉তাকে আমরা শুধুই “দায়িত্বশীল” বলে পাশ কাটিয়ে যাই।

🥹আয়া, বুয়া, দারোয়ান—সবার শ্রমের দাম আছে।
শুধু একজন মায়ের শ্রমটাই “স্বাভাবিক” ধরে নেই।

😢তাকে কেউ ধন্যবাদ দেয় না,
😢কেউ বোঝে না,
শুধু বলে—
“তুমি তো সারাদিন ঘরেই থাকো, এত ক্লান্তি কিসের?”
“সব তো আছে, তাও এমন খিটখিটে কেন?”

👉এই কথাগুলো যখন তার কানে আসে,
👉সে আরো হতাশ হয়ে যায়। ডিপ্রেশনে পড়ে যায়। আরো অধৈর্য হয়ে পড়ে

🥹সে কোনো স্বীকৃতি চায় না,
🥹কোনো বেতন চায় না।
শুধু চায় কেউ একজন বলুক—
"তুমি অনেক কষ্ট করো, আমি বুঝি।"

👉আমি বুঝি এই সামান্য কথাটাই একটি মাকে হতাশা থেকে বের করতে পারে । ডিপ্রেশন থেকে মুক্তি দিতে পারে ।

👉এই লেখা শুধু একজন মায়ের না,
👉এটা হাজারো মায়ের মনের কথা —
👉যারা প্রতিদিন নিঃশব্দে একটা পৃথিবী গড়ে তোলে,

✅ আপনার মিষ্টি বউটা মিষ্টি মিষ্টি কথা বলত যদি আপনি তার যুদ্ধের একজন সঙ্গী হতেন ।

14/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

11/07/2025

শুভ রাত্রি সবাইকে ✋✋

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sina & Sahil's Mammy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share