Jannat's mom

Jannat's mom Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jannat's mom, Chittagong.

Good morning 🥰
04/11/2025

Good morning 🥰

কার কার এরকম গুলুগুলু বাবু পছন্দ কমেন্ট করে বলে যাও।
31/10/2025

কার কার এরকম গুলুগুলু বাবু পছন্দ কমেন্ট করে বলে যাও।

প্রবাস থেকে এসে পেপে বাগান করে, ভাইয়ের সফলতা দেখে অনেকের কাছে বিষয়টা ভালো লাগলো না, পেপে বাগান কে টে দিলো রাতের আধারে।🥲
31/10/2025

প্রবাস থেকে এসে পেপে বাগান করে, ভাইয়ের সফলতা দেখে অনেকের কাছে বিষয়টা ভালো লাগলো না, পেপে বাগান কে টে দিলো রাতের আধারে।🥲

আমরা মানুষ হবো কবে। ছেলেটাকে দেখে অনেক খারাপ লাগলো ,দৃ*শ্য—দুই হাত-পা বাঁ*ধা ছোট্ট শিশু তাছিন, নিজের শ*রীরেই নিজের আ*ঘা*...
31/10/2025

আমরা মানুষ হবো কবে। ছেলেটাকে দেখে অনেক খারাপ লাগলো ,
দৃ*শ্য—দুই হাত-পা বাঁ*ধা ছোট্ট শিশু তাছিন, নিজের শ*রীরেই নিজের আ*ঘা*তের চিহ্ন, ক্ষ-ত আর নীল দাগে ভরা পুরো দে"হ,জন্মের পর থেকেই মা*ন*সিক ভার*সাম্য*হীনতার বোঝা বয়ে বেড়াচ্ছে!!

সন্তানকে ভালোবাসা সত্ত্বেও বাবা-মা তাকে শি"কলে বেঁ*ধে রাখেন—নিজের শরী"রটা"কে নিজের হাত থেকে বাঁ"*চাতে। ভাবা যায়? প্রতিদিন একজন মা সন্তানের হাত-পা বেঁ"ধে রাখে, শুধু তাকে জী"বি"ত রাখার আশায়।

রিকশা চালক বাবা সুজন মিয়া আর গা*র্মেন্টস কর্মী মা তাসলিমা—কত পরি*শ্র"ম করেও জোটাতে পারেন না সন্তানের চি"কিৎ"সার টাকা। ছোট্ট তাছিন ব্য*থা*য় কাঁ*দে, কখনো আবার নিজেকেই আ"ঘা"ত করে। অথচ এই বয়সে তার তো আনন্দে দৌড়ানোর কথা ছিল, খেলাধুলায় মেতে থাকার কথা ছিল।।

সমাজ, একটি দেশ যদি এই শি"শুটির দায়িত্ব নেয়—তাহলেই মা হয়তো আবার সন্তানের শিকল খুলে বুকভরা ভালোবাসায় জড়িয়ে ধরতে পারবে!!!!

(C)

26/10/2025

অনেক ভালোবাসি প্রিয় 🥰

ছেলেরা গুণবতী থেকে ও রূপবতীকে বেশি ভালোবাসে।অনেক মেয়ে এইসব রূপবতীর কাছে নিজের ভালোবাসাকে হারিয়ে পেলে।
21/10/2025

ছেলেরা গুণবতী থেকে ও রূপবতীকে বেশি ভালোবাসে।অনেক মেয়ে এইসব রূপবতীর কাছে নিজের ভালোবাসাকে হারিয়ে পেলে।

এদের কেউ চিনতে পারছো।আসল ছবি কমেন্ট বক্সে
20/10/2025

এদের কেউ চিনতে পারছো।
আসল ছবি কমেন্ট বক্সে

আপা কিন্তু নাটকের জন্য সেরা রে🤣আসল ছবি কমেন্ট বক্সে
20/10/2025

আপা কিন্তু নাটকের জন্য সেরা রে🤣
আসল ছবি কমেন্ট বক্সে

অরজিনাল মেকাপ সুন্দরী 🤣এদের কেউ চিনতে পারছেন😃আসল ছবি কমেন্টে 🤫
20/10/2025

অরজিনাল মেকাপ সুন্দরী 🤣
এদের কেউ চিনতে পারছেন😃
আসল ছবি কমেন্টে 🤫

জন্ডিসে আক্রান্ত যে বাচ্চাটিকে নিয়ে লিখেছিলাম তার বাবা মা তাকে চিকিৎসা  না করিয়ে বাড়িতে ফেরত নিয়ে গিয়েছে।গতকাল  ডক্টর মো...
19/10/2025

জন্ডিসে আক্রান্ত যে বাচ্চাটিকে নিয়ে লিখেছিলাম তার বাবা মা তাকে চিকিৎসা না করিয়ে বাড়িতে ফেরত নিয়ে গিয়েছে।

গতকাল ডক্টর মো: গিয়াসউদ্দিন টীপু বাচ্চাটির বাসায় গিয়েছেন। ডক্টর নিজে এবং গুড লাইফ ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে বাচ্চাটির সকল চিকিঠসার দায়িত্ব নিয়েছেন। আল্লাহ ওনাদের এই প্রচেষ্টা সফল করুন।

কিন্তু গতকাল এই বাচ্চার বাড়ি দেখার পর কিছু কিছু মানুষ বাচ্চাটির বাবা-মায়ের পক্ষ নিয়েছেন। কারণ তারা দরিদ্র সীমার নিচে বসবাস করে। তা

তারা নিতান্তই হত দরিদ্র, তারা পাহাড়ে থাকে। তাই বলে তারা বাচ্চার চিকিৎসার চেষ্টা করবে না? অসুস্থ অবস্থায় ফেলে রেখদ তাকে ম*রার জন্য অপেক্ষা করবে?

মানুষ ভিক্ষা করে সন্তানের চিকিৎসার চেষ্টা চালায় না? সরকারি হাসপাতাল আছে না দেশে? আমি মানছি সরকারি হাসপাতালে অনেক অনিয়ম।

কিন্তু এই বাবা মায়েরা তো হাসপাতাল পর্যন্ত ই যায়নি। উনারা হাস্পাতালে গিয়ে যদি চিকিৎসা না পেত তখন হাস্পাতালের বিরুদ্ধে কথা বলা যেত।

হাসপাতালে অনিয়ম আর উনাদের গাফিলতি দুইটা তো এক বিষয় না।

ভাল মন্দ মিলিয়েই চিকিৎসা ব্যবস্থা। যেমন: যেই প্রাইভেট ক্লিনিক কে আপনারা গালাগালি করেন, আবার তেমন একটি প্রাইভেট ক্লিনিক ই বাচ্চা টার দায়িত্ব নিয়েছে।

কিন্তু বাবা মায়ের গাফিলতি কি দিয়ে ঢাকা যাবে? আপনারা কোন যুক্তিতে এই তাগড়া জোয়ান বাপ যে কি না টাকা না থাকার অযুহাতে বাচ্চা টা কে বাড়িতে ফেলে ম*রার জন্য অপেক্ষা করছে তার পক্ষ নিয়ে কথা বলেন?

ইভেন এরা বাচ্চা টা কে পরিষ্কার পর্যন্ত করেনি। কি নোংরা অবস্থায় ফেলে রেখেছে। ডাক্তার গিয়ে বাচ্চাকে পরিষ্কার করেছে।

মানুষ সন্তানের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে, হাত পেতে ভিক্ষা করে,জান জীবন এক করে দেয়। ওনারা কি করেছে তাদের বাচ্চার জন্য?

যাদের বাচ্চার জন্য এটুকু এফোর্ড দেয়ার ক্ষমতা বা ইচ্ছা নেই তারা লটারিরতে চান্স নেয়ার মতো বাচ্চা নিবে কেন?

"আল্লাহর মাল আল্লাহ দিসে, হায়াত থাকলে বাঁঁচবে নয়তো মারা যাবে"
এই কথার বেসিসে? আল্লাহ আপনাদের এমন অবহেলা করতে বলছে?

আসলে এই সব মানুষদের কাছে বাচ্চা যৌ*ন উত্তেজনার ফল ছাড়া কিছুই না। এদের বিয়ে করাই উচিৎ না, এদের উচিৎ রোজা রাখা। কারণ একটা সন্তান তো আর লটারি না যে বাঁচলে বাঁচল না বাঁচলে ম*রে গেল।

এরা ভাবে একটা যাবে তো কি হবে? আসছে বছর আবার হবে।

তারা দরিদ্র, সরাসরি হাসপাতালে সিন্ডিকেট এসব কখনোই এই বাচ্চাকে বাড়িতে বিনা চিকিৎসায় ফেলে রাখার জন্য এক্সকিউজ হতে পারে না। এসব কথা যারা বলবেন, তারা ও এই জানো*য়ার দের মতোই।...
💙🤲

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Jannat's mom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share