Prio Bangladesh - প্রিয় বাংলাদেশ

  • Home
  • Prio Bangladesh - প্রিয় বাংলাদেশ

Prio Bangladesh - প্রিয় বাংলাদেশ This page for All in One

02/01/2024

" শুভ নববর্ষ "

সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।
2024

পৃথিবীতে মোট ২২৮ টি দেশ নিয়ে পৃথিবী। পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়। ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কো...
04/12/2023

পৃথিবীতে মোট ২২৮ টি দেশ নিয়ে পৃথিবী।
পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়।
ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। আল্লাহু আকবর।
প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই,ব্যাটেল জুইস এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি।
আল্লাহ তায়ালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন।
পৃথিবীর সবচেয়ে দ্রতগামী যান Apollo 11.
সেকেন্ডে চলে ১১ কিঃমিঃ বেগে।
মিনিটে চলে ৬৬০ কিঃ মিঃ বেগে
ঘন্টায় চলে ৩৯ হাজার কিঃমিঃ বেগে।
যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই Apollo 11 তে চড়ে যেতে চায়, সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর। যাহা কোন ক্রমেই সম্ভব নহে।
গ্যালাক্সি, সুপার নোভা,ব্লাক হোল এগুলো ১ম আকাশ নয়,
১ম আকাশের মহাশুন্য।
তারপর ১ম আকাশ।
তারপর ২য় আকাশের মহাশুন্য,
তারপর ২য় আকাশ।
তারপর ৩য় আকাশের মহাশুন্য,
তারপর ৩য় আকাশ।
তারপর ৪র্থ আকাশের মহাশুন্য,
তারপর ৪র্থ আকাশ।
তারপর ৫ম আকাশের মহাশুন্য,
তারপর ৫ম আকাশ।
৬ষ্ঠ আসমানে একটা গাছ আছে।
গাছটির নাম সিদরাতুলমুনতাহা।
বিশ্ব নবী( সাঃ) বলেছেন,তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়,বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর ২য় আসমানের তুলনায় ১ম আসমান ততো ছোট। আল্লাহু আকবর।
৭ম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ।
আরশের ভিতর আছে আল্লাহর কুরশি, আল্লাহর সিংহাসন।
আল্লাহর সিংহাসন কত বড় ?
আল্লাহর সিংহাসনের উপর যদি সাত আসমান, সাত জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে, সাত আসমান, সাত জমিনও তদ্রূপ হারিয়ে যাবে।
আল্লাহু আকবর।
মালিক তোমার সৃষ্টি সম্পর্কে জানা ও বোঝার তাওফিক নসিব করো।

( সংগৃহীত )

শেখ হাসিনার গুনধর পুত্রের দেড় হাজার কোটি টাকা ঘুষ গ্রহণের চাঞ্চল্যকর তথ্য দিয়ে আরেকটি রিপোর্ট ছেড়েছেন ভারতীয় সাংবাদিক ...
08/09/2023

শেখ হাসিনার গুনধর পুত্রের দেড় হাজার কোটি টাকা ঘুষ গ্রহণের চাঞ্চল্যকর তথ্য দিয়ে আরেকটি রিপোর্ট ছেড়েছেন ভারতীয় সাংবাদিক চন্দন নন্দী!

ক্রিড়া প্রেমিক শিল্পী আসিফ আকবর ভাইয়ের চমৎকার লিখনীয় !!👉 গত এক যুগে বগুড়ার মুশফিক, নড়াইলের মাশরাফি, ময়মনসিংহের মাহমুদউ...
05/09/2023

ক্রিড়া প্রেমিক শিল্পী আসিফ আকবর ভাইয়ের চমৎকার লিখনীয় !!

👉 গত এক যুগে বগুড়ার মুশফিক, নড়াইলের মাশরাফি, ময়মনসিংহের মাহমুদউল্লাহ রিয়াদ, মাগুরার সাকিব আর চট্টগ্রামের তামিম ইকবাল দেশের পতাকা বহির্বিশ্বে উঁচিয়ে রেখেছেন। এই মহারথীদের সাথে যুক্ত হয়েছে সাতক্ষীরার মুস্তাফিজও। দেশের বিভিন্ন জেলা থেকে প্লেয়াররা ফুটবল ক্রিকেটসহ অন্যান্য খেলায় জাতীয় দলে সুযোগ পায়। নিজেদের ছেলে জাতীয় দলে খেলা মানে ঐ জেলার মানুষজনের কাছে বিশাল গর্বের বিষয়।

আমি বাংলাদেশের গায়ক হলেও কুমিল্লারই ছেলে। পাশের জেলা ফেনী থেকে সাইফউদ্দীন, চাঁদপুর থেকে শামীম পাটোয়ারী জাতীয় ক্রিকেট দলে খেলছে, আছে উত্তরের ছোট্ট জেলা পঞ্চগড়ের শরীফুল, আছে লক্ষ্মীপুরের হাসানও। অথচ দীর্ঘদিন ঢাকার নিকটতম জেলা কুমিল্লার কোন খেলোয়াড় নেই জাতীয় দলে। আগের দিনে জমিদারদের লর্ড বা খান বাহাদূর বলা হতো। এখন আর সেই দিন নেই, অর্থ্যাৎ কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নেই। তেমনি আমরা এখন পথিকৃৎ কুমিল্লা মেডাল গায়ে লাগিয়ে ঘুরছি, কাজের বেলায় ঠনঠন। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থায় চলে সামন্তবাদী শাসন। শ্রদ্ধেয় ইউসুফ জামিল বাবু ভাই জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী থাকাকালীন সময় কিছু খেলাধুলা হতো, প্লেয়ার তৈরী হতো। উনার মৃত্যূর পর ধান্দাবাজদের কব্জায় চলে যায় জেলা ক্রীড়া সংস্থা। কুমিল্লার ছেলেমেয়েরা এখন খেলেনা, সুন্দর স্টেডিয়ামটিতে বাইরের দলগুলো খেলে আর তারা সেই খেলা দেখে।

আমার কাছে প্রশ্ন আসবে- আপনি কি করেছেন ! উত্তর- আমার একটা চ্যাম্পিয়ন ক্লাব ছিল, নাম বাংলা স্পোর্টিং ক্লাব। বর্তমান কর্মকর্তারা সেই ক্লাবটিকে খেয়ে ফেলেছেন ২০০৭ সালে, আমার কিচ্ছু করার ক্ষমতা নাই। এখানে চাইলেও কেউ নতুন ক্লাব কিনতে বা গঠন করতে পারবেনা। সিস্টেমবাজদের নীল নকশায় নতুন ক্লাব কিংবা সংগঠক তৈরীর কোন সুযোগই নেই। জ্বী হুজুর গ্রুপ ছাড়া কিশোর তরুনরা স্টেডিয়ামে প্র্যাকটিস করার অধিকারও রাখেনা, খেলাতো অনেক দূরের আলাপ, শয়তানও এদেরকে ভয় পায়। একটা সাম্রাজ্য কিভাবে ধ্বংস হয়- এটা জানার জন্য মেডালধারী লর্ড পথিকৃৎ কুমিল্লা জেলার গত একযুগের ইতিহাসই যথেষ্ট।
ভালবাসা অবিরাম…

মরহুম ইউসুফ জামিল বাবু ভাইয়ের সাথে একটি ফাইল ছবি।

এশিয়া কাপে নিজেদের বাঁচা মরার লড়াই ও কঠিন সমীকরণ পার করলো আফগানাদেরকে ৮৯ রানের ব্যবধানে উড়িয়ে দিয়ে। অভিনন্দন ও শুভ কামনা...
03/09/2023

এশিয়া কাপে নিজেদের বাঁচা মরার লড়াই ও কঠিন সমীকরণ পার করলো আফগানাদেরকে ৮৯ রানের ব্যবধানে উড়িয়ে দিয়ে।
অভিনন্দন ও শুভ কামনা রহিল টিম বাংলাদেশের জন্য।

গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সাহসী ভূমিকা এবং দেশের জন্য দীর্ঘ দিন কারাগারে জীবন যাপনের কারনে বাংলাদেশের সাবেক প্রধানমন্...
03/09/2023

গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সাহসী ভূমিকা এবং দেশের জন্য দীর্ঘ দিন কারাগারে জীবন যাপনের কারনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নোবেল পাওয়ার জন্য যোগ্য।

আমি তারেককে ভালবাসি-এমাজউদ্দীন আহমদতারেক রহমানকে আমি দেখি একজন শিক্ষকের দৃষ্টি দিয়ে। ভাল ছেলে। বিনয়ী, সদাশয়, মৃদুভাষী। ন...
03/09/2023

আমি তারেককে ভালবাসি
-এমাজউদ্দীন আহমদ

তারেক রহমানকে আমি দেখি একজন শিক্ষকের দৃষ্টি দিয়ে। ভাল ছেলে। বিনয়ী, সদাশয়, মৃদুভাষী। নন্দিত জাতীয় নেতা বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। নেতা-নেত্রীর কাতারে বুদ্ধিদীপ্ত অগ্রগামী তারুণ্যের প্রতীক। দীর্ঘজীবী হোক এই কামনা প্রতি মুহূর্তের।

তাকে চিনি দীর্ঘদিন ধরে। কোন আলোচনা সভা বা সেমিনারে নয় বরং ঘরোয়া পরিবেশে। সুশীল তরুণ হিসাবে। তার বক্তব্য ঋজু। চিন্তা-ভাবনা সুস্পষ্ট। কৃত্রিমতা এখনো তাকে স্পর্শ করেনি। স্পর্শ করেনি দুর্বুদ্ধিপ্রসূত কোন জটিলতা। সম্ভবত এ কারণে তারেকের বন্ধু যতজন, শত্রু ও প্রায় ততজন। অমিত সম্ভাবনাময় জীবনের অধিকারী এই তরুণের প্রতি তাই আমার উপদেশে অত্যন্ত সতর্কতার সাথে পথ চলতে হবে। যিনি সবকিছু বিসর্জন দিয়ে অন্যের কথা ভাবেন, অন্যের জন্যে কাজ করেন, অন্যেরা হয়ে পড়েন তারই অতি আপন। তার ঘনিষ্ঠ আত্মীয়। তার খুব কাছের মানুষ। লর্ড এ্যাক্টন ভাবুকদের মহলে খুব পরিচিত একটা নাম। তিনি খুব বেশি লেখালেখি করেননি, কিন্তু যে ক’টা লেখা লিখেছেন তা খুব জনপ্রিয় হয়েছিল। একটি লেখায় তার বক্তব্য ছিল: ‘ক্ষমতার একটি বিষক্রিয়া রয়েছে এবং নিরঙ্কুশ ক্ষমতার বিষক্রিয়া সর্বব্যাপক।’ কিন্তু যে যোগ্য ব্যক্তি ক্ষমতা অথবা অর্থবিত্তের উপেক্ষা করে চলেন, ক্ষমতা অথবা অর্থবিত্ত তার পেছনেই ছোটে। তারেক রহমানকে একথা বলছি এ জন্যে যে, তার পিতা রাষ্ট্রক্ষমতা সম্পর্কে নিরাসক্ত ছিলেন বলেই তারই অজ্ঞাতে এবং অনিচ্ছায়, ১৯৭৫ সালের ৭ নবেম্বরে ক্ষমতার শূন্যতা পূরণে তাঁকেই দায়িত্ব গ্রহণ করতে হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের। বেগম খালেদা জিয়া প্রচুর অনুনয়-বিনয়ের পরেই রাজি হন বিএনপির হাল ধরতে, কিন্তু তিনিই তো সবচেয়ে দীর্ঘকাল প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের সেবা করেছেন।

এদেশের লাখো কোটি মানুষ চায় তারেক রহমানের জীবন সফল হোক। আমিও তাদের একজন। তার পথের দু পাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অসংখ্য কণ্টক। এসবকে এড়িয়ে চলতে হবে তাকে, আর খুঁজে পেতে হবে সৎ, সাহসী, সৃজনশীল বান্ধবদের। জাগ্রত রাখতে হবে সর্বক্ষণ তার বিবেককে। বুদ্ধির পরিবর্তে প্রজ্ঞার নির্দেশ মেনে চলতে হবে। মস্তিষ্কের চেয়ে অন্তকরণের নির্দেশনাই এদেশে অধিক কার্যকর হয়েছে, সবসময়। তারও পথনির্দেশনা দিক তার বিবেক, তার অন্তঃকরণ।

লেখক : প্রফেসর, রাষ্ট্রবিজ্ঞানী, সাবেক ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয়।

৯০/৯২% মুসলিম দেশে এমন নীতি কিসের ইঙ্গিত ??প্রিয় বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে 😭😭😭বিস্তারিত কমেন্টস বক্সে !!
02/09/2023

৯০/৯২% মুসলিম দেশে এমন নীতি কিসের ইঙ্গিত ??
প্রিয় বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে 😭😭😭

বিস্তারিত কমেন্টস বক্সে !!

এশিয়া কাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় দেখতে গিয়ে চমৎকার বাস্তবতা লিখেছেন প্রিয় শিল্পী, কলামিস্ট বলা যায় আসিফ আকবর ভাই !!হলফ ক...
01/09/2023

এশিয়া কাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় দেখতে গিয়ে চমৎকার বাস্তবতা লিখেছেন প্রিয় শিল্পী, কলামিস্ট বলা যায় আসিফ আকবর ভাই !!

হলফ করে বলতে পারি বাংলাদেশ কখনোই শ্রীলঙ্কা হবেনা। বন্দরনায়েকে এয়ারপোর্ট থেকে দ্রুততম সময়ে ইমিগ্রেশন শেষ করে লাগেজ নিয়ে কোন জ্যাম ছাড়াই হোটেলে পৌঁছে গেছি। সৌন্দর্যমন্ডিত মসৃন রাস্তায় পাইনি কোন খোঁড়াখুঁড়ির আলামত। নেই কোন অবৈধ অটো’র অত্যাচার, তেলচালিত বেবী ট্যাক্সিই একমাত্র ছোট বাহন, নেই মোটর সাইকেলের দৌরাত্ম্য। চৌদ্দগুষ্টির স্তুতিবাক্য নিয়ে লটকে থাকা কোন প্যানাফ্লেক্স ব্যানার সাইনবোর্ড দেখিনি। চোখে পড়েনি কোন রাজনৈতিক গার্বেজ সভাপতি সম্পাদক টাইপ উপ সহ কিংবা পাতি নেতার অখাদ্য প্রচার প্রচারনার নমুনা। বিদ্যূতের সাময়িক সঙ্কট পুরোপুরি কেটে গেছে।

কলম্বো থেকে চার ঘন্টার দূরত্বে ক্যান্ডি যাওয়ার পথও ছিল মসৃন। গাড়ীর হর্ন শোনারও সৌভাগ্য হয়নি। দ্রব্যমূল্য নিয়ে সৃষ্ট সাময়িক উষ্মাও গায়েব, দেখেছি উৎসবমুখর পরিবেশ। একটা ডাবের দাম বাংলাদেশী ষোল টাকা, পানিটা একটু বেশীই সুস্বাদু লাগলো। রাস্তার পাশে নেই কোন অপরিকল্পিত টং দোকান, পথের ধারে দেখিনি ময়লা আবর্জনা খালি বোতল পলিথিন। গ্যালারী থেকে বের হওয়ার সময় সবাই যার যার শেষ হয়ে যাওয়া খাবারের প্যাকেট, খালি পানির বোতল হাতে করে নিয়ে ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলছে।

এখানে ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে জাতি জিম্মী নয়। ৬০% বৌদ্ধ, ২০% হিন্দু, ১০% মুসলিম, ১০ % খ্রীষ্টানের দেশে নেই খুন ধর্ষণ গুম হত্যা মামলাবাজী, অথচ ৯২% মুসলমানের বাংলাদেশে এসবের সাথে রয়েছে খাদ্য ভেজালকারী, সুদখোর ঘুষখোর আর ভূমিদস্যুর রাহুগ্রাস। দেশ খোকলা করে দেয়া ঐতিহাসিক ব্যাংক লুটেরা আর চাটার দল নেই। মাঝখানে যে কয়দিন পরিবারকেন্দ্রিক রাজনৈতিক জমিদারী ছিল, তারা জনরোষে পাততাড়ি গোটাতে বাধ্য হয়েছে। জাপানের টাকায় নির্মিতব্য এক্সপ্রেস হাইওয়ের সামান্য কাজ টাকার অভাবে বন্ধ আছে, তারা ঋণ করে ঘি খাওয়া জাতি না, টাকা জমলে বাকী কাজ শেষ করবে। রাতগভীরে ক্যান্ডি থেকে আসার পথে কয়েকবার গাড়ী থেমেছে, ফাঁকা রাস্তায় বেকুবের মত রেড সিগন্যালে দাঁড়িয়ে ছিলাম।

বাংলাদেশ কখনো শ্রীলংকা হবেনা, কারন এখানে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরুতেই শেষ হয়ে গেছে। বিশ বছরের গহযুদ্ধ তাদের নিঃশেষ করতে পারেনি। তারা কথিত রাবনের অনুসারী হিসেবে রাক্ষসের জাত, আর আমরা মানুষরুপে রাক্ষসের বাপ খোক্কসে পরিণত হয়েছি। আর এই একটা কারনেই বাংলাদেশ কখনো শ্রীলংকা হবেনা।

কৈ মাছের প্রাণের মত হয়ে গেলো ভিপি নুর। আর কত মার খাবে এই মানুষটি, আজও প্রচন্ড মার খেলো ঢাকা ভার্সিটির টিএসসির রাজু ভাস্...
02/08/2023

কৈ মাছের প্রাণের মত হয়ে গেলো ভিপি নুর।
আর কত মার খাবে এই মানুষটি, আজও প্রচন্ড মার খেলো ঢাকা ভার্সিটির টিএসসির রাজু ভাস্কর্যের সামনে।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prio Bangladesh - প্রিয় বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share