কুড়িগ্রাম সমাচার

  • Home
  • কুড়িগ্রাম সমাচার

কুড়িগ্রাম সমাচার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কুড়িগ্রাম সমাচার, News & Media Website, .

23/05/2025

১০টি পয়েন্টে নদী ভাঙন,
তলিয়ে গেছে ৩শ হেক্টর জমির ফসল।
(বিস্তারিত কমেন্টস বক্সে)

15/03/2025
15/03/2025

ধ্বংস হলো আরো একটি ইটভাটা
এম আর বি ব্রিকস,তবকপুর,উলিপুর।

15/03/2025

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার রাবাইতারী দোল মন্দির এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করে পুড়িয়ে দিয়েছে ফুলবাড়ী থানা পুলিশ।।

21/06/2022

কুড়িগ্রামে বন্যার গ্রাসে সীমাহীন দুর্ভোগো দিন যাপন করছে কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষ জন।

04/07/2021

বদলে গেছে করোনার প্রধান লক্ষন গুলো।
জেনে নিন নতুন লক্ষনগুলো....

01/07/2021

কুড়িগ্রামে কঠোর লকডাউনের ১ম দিন, মাঠে তৎপর প্রশাসন।

মেডিক্যালে ভর্তির সুযোগ পেয়েও তামান্নার চোখে হতাশা কুড়িগ্রাম প্রতিনিধিঃদরিদ্রতার চাপে পিষ্ট এক অসহায় পরিবারের মেয়ে তামান...
08/04/2021

মেডিক্যালে ভর্তির সুযোগ পেয়েও তামান্নার চোখে হতাশা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
দরিদ্রতার চাপে পিষ্ট এক অসহায় পরিবারের মেয়ে তামান্না। দুবোনের মধ‍্যে তিনি বড়। তার পুরো নাম তারজিনা আক্তার তামান্না। চলতি শিক্ষাবর্ষে মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষায় পাস করেছেন। এতে তামান্নার মেরিট স্কোর ২৭১.৫, জাতীয় মেধাতালিকায় তার স্থান ২২৬৭তম। তিনি রংপুর মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

মেডিক্যালে ভর্তির সুযোগ পেয়েও তার চোখে-মুখে হতাশার ছাপ। ভর্তির এত টাকা আর পড়ালেখার খরচ যোগাবেন কিভাবে তার দরিদ্র বাবা? শেষ পর্যন্ত দরিদ্রতার কাছে কি হেরে যাবেন তামান্না? তামান্নার অক্লান্ত পরিশ্রম আর দীর্ঘদিনের লালিত স্বপ্নগুলো নিয়ে এখন দুশ্চিন্তা ও হতাশাগ্রস্ত তার পরিবার।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পশ্চিম বেলদহ গ্রামের দারিদ্র ফেরিওয়ালা তারা মিয়ার মেয়ে। তামান্না জয়মনিরহাট উচ্চ বিদ‍্যালয় থেকে ২০১৮ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজ থেকে ২০২০ সালে এইসএসএসসিতে জিপিএ-৫ পান।

তামান্নার বাবা তারামিয়া বলেন, ‘বাড়ির ভিটেটুকু ছাড়া চাষাবাদ করার মতো আমার কোনো জমি নেই। সংসার চালাতে ভ্যানগাড়িতে করে বিভিন্ন হাট-বাজারে কাপড় ফেরি করে বিক্রি করি। তা দিয়ে যে আয় হয় তাতে কোনোমতে সংসার চলে। সঞ্চয় বলতে কিছু নেই'।

তিনি আরো বলেন, ‘এর আগে মেয়ের লেখাপড়ার খরচ চালাতে এনজিও আরডিআরএস থেকে ঋণ নিই। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় ২ বছরের জন‍্য ২৪ হাজার টাকা বৃত্তি প্রদান করে ওই এনজিওটি। বৃত্তির টাকা খরচ না করে সেই টাকা দিয়ে মেয়েকে রেটিনা কোচিং সেন্টারে ভর্তি করি। করোনায় কোচিং বন্ধ থাকায় অনলাইনে ক্লাস করার জন‍্য মালয়েশিয়াপ্রবাসী এক পরিচিত ব‍্যক্তি একটি মোবাইল ফোন কিনে দেন। আল্লাহর রহমতে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণও হয়েছে তামান্না'।
দারিদ্রকে জয় করে অজপাড়াগাঁ থেকে তামান্না মেডিক্যালে ভর্তির সুযোগ পাওয়ায় পরিবারে পাশাপাশি গ্রামবাসীর মাঝে বইছে আনন্দের বন্যা। কিন্তু এত আনন্দের মাঝেও তামান্নার ভর্তি হওয়া নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। ভর্তির এত টাকা কিভাবে যোগাবে? আর দীর্ঘ পাঁচটি বছর পড়ালেখার খরচই বা মিটাবে কিভাবে? এ কথাগুলো বলার সময় তার ছলছল চোখ দুটি দিয়ে ঝরছিল অশ্রু।
তামান্না জানান, মেডিক্যালে ভর্তির সুযোগ পেয়ে খুব আনন্দিত হয়েছিলাম। কিন্তু সেই আনন্দের সুখানুভূতি

20/12/2020

ইউপি সদস্য পদে গণসংযোগ করছেন জামাল উদ্দিন।

23/08/2020

আমাদের কুড়িগ্রাম

কুড়িগ্রামে মায়ের কোলের শিশুর প্রাণ কেড়ে নিল ঘাতক ট্রাক্টরসোহানুর রহমান সোহাগঃ কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট...
23/08/2020

কুড়িগ্রামে মায়ের কোলের শিশুর প্রাণ কেড়ে নিল ঘাতক ট্রাক্টর

সোহানুর রহমান সোহাগঃ
কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সামিয়া আক্তার নামে এক বছরের একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার সন্ধ্যায় উপজেলার তবকপুর ইউনিয়নের সাদুল্যা সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় চালক আশরাফুল ইসলাম পালিয়ে গেলেও ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে স্থানীয় জনতা।

জানা গেছে, ওই গ্রামের সাজু মিয়ার স্ত্রী বিথী বেগম ঘটনার কিছুক্ষণ আগে তার শিশু কন্যা সামিয়াকে কোলে নিয়ে বাড়ির সামনে রাস্তায় বের হয়। এসময় দ্রুত গতিতে ইট বোঝাই ট্রাক্টরটি পাশ দিয়ে যাওয়ার সময় ট্রাক্টরের পেছনের অংশের ধাক্কায়, শিশুটি তার মায়ের কোল থেকে রাস্তায় পড়ে গেলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনা দেখে বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাক্টরটিকে ধাওয়া দিলে চালক ট্রাক্টর ফেলে পালিয়ে যায়। ট্রাক্টরটি সাদুল্ল্যা চাচিয়ারপাড় গ্রামের ইউনুস আলীর পুত্র শামীমের বলে স্থানীয়রা জানিয়েছেন।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when কুড়িগ্রাম সমাচার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share