
24/05/2025
ভদ্র মেয়ে দের সাথে কখনো প্রেম করতে যাবেন না। এরা বউ হিসেবে পারফেক্ট হলেও প্রেমিকা হিসেবে ভীষণ রকম ইমপারফেক্ট হয়।
কেন বললাম ; চলুন ব্যাখ্যা দেয়া যাক-
- এই মেয়েগুলো কখনো প্রেমিকের চাহিদা মতো ডেইটে যেতে পারে না। নিজেরাও ব্যক্তিগত ভাবে বারবার প্রিয়মানুষ টার সাথে দেখা করার চাইতে অনুভব করতে বেশি ভালোবাসে।
- এই মেয়েগুলোকে নিয়ে দূরদূরান্তে ট্যূরে যাওয়ার স্বপ্ন আপনার স্বপ্ন ই থেকে যাবে।এরা কখনো এমন কোনো কাজে সীমা অতিক্রম করবে না যার জন্য তার পরিবারের মাথা নত পারে!
- এই মেয়ে গুলো কখনোই সন্ধ্যার পর আপনার সাথে ঘুরতে যেতে চাইবে না।
-এরা কখনো আপনাকে খুশি করতে আপনার তালে তাল মেলাবে না। ভালোবাসবে ঠিকই কিন্তু নিজের ব্যক্তিত্ব ধরে রেখে।
- আপনাকে খুশি করতে কখনোই মিথ্যা প্রতিশ্রুতি দিবে না। তবে ভেতর ভেতর আপনার চাওয়া পাওয়া মনে রেখে সাধ্যমতো পূরণের চেষ্টা করবে।
- রাত জেগে চ্যাটিং, যখন তখন ফোন কলে কথা বলতে পারবেন না। ভদ্র মেয়ে রা কিছু টা লাজুক প্রকৃতির হয় আর পরিবারের অবাধ্য হয়ে কিংবা পরিবারের মানুষের চাইতে বেশি প্রায়োরিটি দিবে না আপনাকে।।
- এরা অনেক আবেগী হয়।তবে ভালোবাসার চাইতে প্রকাশ টা খুবই কম। এরা তার প্রিয় মানুষের জন্য প্রয়োজনে সারাজীবন অপেক্ষা করতে পারে তবুও পরিবারের কথা ভেবে প্রিয় মানুষ টার হাত ধরে চলে যেতে পারে না। এই মেয়ে গুলো আসলে কাউকেই দুঃখ দিতে পারে না যারজন্য নিজেই সবথেকে বেশি কষ্ট পায়।।
- এই মেয়ে গুলো কখনো বাবার পকেট খালি করে আপনাকে দামী দামী গিফট করবে না। নিজে টাকা জমিয়ে যতটুকু সাধ্য উপহার দিবে। আপনার প্রয়োজন অপ্রয়োজনে সাধ্যমতো পাশে থাকবে।।
- এই মেয়ে গুলোর রাগ-জিদ অনেক টা বেশি থাকে। প্রিয় মানুষের উপর অধিকার খাটাতে ভালোবাসে।আহ্লাদী আবদার করতে ভালোবাসে। কিন্তু তথাকথিত প্রেমিকাদের মতো ডেডিকেটেড না হওয়ায় তাদের ভালোবাসার গভীরতা অনেক প্রেমিক বুঝতে পারে না।।
ভদ্র মেয়ে রা সত্যিই প্রেমিকা হিসেবে ইম্পারফেক্ট। আজকাল কার বয়ফ্রেন্ড দের চাহিদা অনুযায়ী তারা চলতে পারে না।
তারা সহজে কারো প্রেমে পড়ে না তবে যাকে একবার ভালোবাসে তাকে নিজের সবটা উজাড় করেই ভালোবাসে।কোনো পরিস্থিতিতেই তাকে ছেড়ে যায় না। কিন্তু যোগ্য প্রেমিকা না হতে পারায় তাদের কেই ছেড়ে যাওয়া হয়। কিন্তু যদি একবার ভাবা হয় যে মেয়ে টা তার পরিবার কে এতটা প্রায়োরিটি দিচ্ছে সে তার শ্বশুর বাড়ি কেউ আপন করে রাখতে পারবে তবে তাকে যোগ্য বউ হিসেবে ভাবতে দুবার ভাবতে হবে না।।
ভদ্র মেয়ে দের প্রেমিকা বানাতে যাবেন না। এদের প্রেমিকা বানালে সারাদিন আপনাকে ওই গান টাই শুনতে হবে-" কারো দেখাব মনের দুঃখ গো আমি বুক চিরিয়া..."
ভদ্র মেয়ে খুঁজে পেলে প্রেমিকা বানানো উচিত না। ধরে বেঁধে বিয়ে করে ফেলতে হয়। এদের বাহ্যিক রাগ না দেখে যদি তাদের অনুভব করতে জানেন তবে তাকে আপনি কখনোই ছেড়ে যেতে পারবেন না।
আপনার ফোনে তখন ওই যে ওই গান টা বাজবে-" তোমারি পরশে জীবন আমার ওগো ধন্য হলো...." লা লা লা...."
©