
27/07/2023
ইলিশ ঘাস খায় না, খড় খায় না,
খৈল, ভুষি বা ফিডও খায় না!
ইলিশের জন্য চিকিৎসা খরচও নাই, ইলিশ পালতে দিনমজুরও রাখা লাগে না! ইলিশ ইউক্রেন-রাশিয়া থেকেও আসে না কিংবা ইলিশ পুকুরেও চাষাবাদ করা হয় না!
নদী বা সমুদ্র থেকে জাল টেনে ধরে আনা ইলিশের দাম
গরু, ছাগলের মাংস থেকেও অনেক বেশী।
এর জন্য সরকার কে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
ইলিশ আমাদের জাতীয় মাছ!
সাধারণ মানুষ যদি সিজনের সময়ও ছয় মাসে একবার ইলিশ মাছ খেতে না পারে তাহলে এমন জাতীয় মাছ দিয়ে আমরা কি করবো?