Babus53

Babus53 যদি মনে করেন যে সুস্বাস্থ্য অর্জন করা অনেক সময় ও পরিশ্রম সাপেক্ষ।তাহলে একবার অসুস্থতাকে আপন করে নিন😶

07/05/2025

#

06/05/2025

মনের মধ্যে দু:খ বেদনা রেখেও আমি হাসি 🤗

24/04/2025

নিজের অধিনে নজেকে রাখো পরের অধিনে নয়😶

24/04/2025

আমার জীবন আমি নিজেই বদলাতে হবে!

ভারতের মিজোরাম রাজ্যে—বাংলাদেশ সীমান্তের খুব কাছেই—একটি আধুনিক মিলিটারি বেস গড়ে তোলা হয়েছে, যার মূল লক্ষ্য 'ইস্টার্ন কমা...
15/04/2025

ভারতের মিজোরাম রাজ্যে—বাংলাদেশ সীমান্তের খুব কাছেই—একটি আধুনিক মিলিটারি বেস গড়ে তোলা হয়েছে, যার মূল লক্ষ্য 'ইস্টার্ন কমান্ড'-এর সক্ষমতা বাড়ানো।নামমাত্র মিয়ানমারের অজুহাত দেখিয়ে যে সামরিক ঘাঁটি বানানো হয়েছে, তার যুদ্ধ সক্ষমতা মূলত নিশানা করছে বাংলাদেশকে!

মিজোরামে ভারত 'Su-30MKI' যুদ্ধবিমান মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে।এই যুদ্ধবিমানগুলো এখন নতুন 'গৌরব' গ্লাইড বোমা দিয়ে সজ্জিত, যা ১০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম । একই সঙ্গে বসানো হচ্ছে অত্যাধুনিক রাডার, নজরদারি ড্রোন, এবং মাল্টিপল রকেট লঞ্চার। এখন প্রশ্ন হলো—এত বিপুল সামরিক শক্তি কেন গড়ে তোলা হচ্ছে এমন এক সীমান্তে, যেখানে "বন্ধুত্বপূর্ণ সম্পর্ক" বলে চিৎকার করে বাংলাদেশ?
কৌতূহল আরও বাড়বে যদি জানেন—এই বেস থেকে মাত্র ৩০ মিনিটে ভারতের ফাইটার জেট বাংলাদেশে ঢুকে ঢাকায় পৌঁছে যেতে পারে, আর কোনো বাধা নেই।
এদিকে আমরা এখনো সোনার গয়না রপ্তানি নিয়ে ভাবি, তারা ভাবে মিসাইল টার্গেটিং নিয়ে।
ভারতীয় গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, তারা বাংলাদেশের ভেতরে ভৌগোলিক ও ধর্মীয় বিভাজন পর্যবেক্ষণ করে 'ভবিষ্যৎ কনফ্লিক্ট জোন' হিসেবে চিহ্নিত করছে। অথচ বাংলাদেশে এটা নিয়ে কোনো সংবাদ নেই, আলোচনা নেই—যেমনটা ২০০১ সালের আগেও ছিল না, যখন তারা সীমান্তে ‘অপারেশন বাজর’ চালিয়ে ১৬ জন বিডিআর সদস্য হত্যা করেছিল।

আমরা যখন নববর্ষ উদযাপনে ব্যস্ত, ভারত তখন ঘরে বসে আমাদের চুপচাপ ঘিরে ফেলছে। এটা যুদ্ধ ঘোষণা নয়, এটা কৌশলী ঘেরাও—যেখানে আমরা চোখ বন্ধ করে হাসি, আর তারা চোখ খুলে টার্গেট ঠিক করে।
সুএ: আমার দেশ।

05/10/2024

আর্থিকভাবে পিছিয়ে পড়লে বুঝতে পারবেন আপনার অবস্থান কোথায় ? আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এমনকি নিজ পরিবারের কাছেও নিগৃহীত হবেন।

29/09/2024

আমার নিজের বলতে শুধু আমার আল্লাহ

29/09/2024

মানুষকে ঠকানো সহজ!
কিন্তু ঠকিয়ে যা পাবেন তা হজম করা কিন্তু কঠিন!

28/09/2024

সময় চলে যাবে। কষ্টের অবসান ঘটবে। সবকিছুই ঠিক হবে। শুধু থেকে যাবে আপনার প্রতি কিছু লোকের নির্দয় ও নিষ্ঠুর ব্যবহার।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Babus53 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Babus53:

  • Want your business to be the top-listed Media Company?

Share