27/09/2025
আদালত সমূহের গুরুত্বপূর্ন কিছু পরিবর্তন:
জেলা ও দায়রা আদালত পৃথককরণ-
পূর্বে ছিলো: “জেলা ও দায়রা আদালত, (জেলার নাম)”। কিন্তু, ১৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে-
দেওয়ানি ও দায়রা আদালতকে পৃথক করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তাই, প্রতিটি জেলায় এখন ২টি বিভাগ থাকবে। যথা:
✅দেওয়ানি বিষয়ের ক্ষেত্রে-
জেলা জজশীপ, (জেলার নাম); এবং
✅ফৌজদারি বিষয়ের ক্ষেত্রে-
দায়রা বিভাগ, (জেলার নাম)।
এখন থেকে প্রতিটি জেলায় ৩ ধরণের আদালত থাকবে, যথা:
▶️জেলা জজশীপ’ যার অধীনে থাকবে:
সহকারী জজ আদালত,
সিনিয়র সহকারী জজ আদালত,
যুগ্ম জেলা জজ আদালত,
অতিরিক্ত জেলা জজ আদালত,
জেলা জজ আদালত।
▶️দায়রা বিভাগ’ যার অধীনে থাকবে-
যুগ্ম দায়রা আদালত,
অতিরিক্ত দায়রা আদালত,
দায়রা আদালত।
▶️ম্যাজিস্ট্রেট আদালত' যার অধীনে থাকবে -
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,
অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।