মুসলিম দিগন্ত - Muslim Diganta

  • Home
  • মুসলিম দিগন্ত - Muslim Diganta

মুসলিম দিগন্ত - Muslim Diganta আল্লাহ যা তাকবীরে ধরে রাখছে তাই হবে

15/08/2025

বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া ট্রেনে ভিতর থেকে লক করায় বাহিরে ঝুলে আছেন বৃদ্ধ।

13/08/2025

বাবা মারা গেছে তাতে কি সম্পত্তি তো বুঝে নিতে হবে, সাবাস গর্বিত বাবার সন্তানেরা এসি বন্ধ তাই টেনশন করতেছে বাবার গরম লাগবে...!!!!😭

12/08/2025

ইন্না-লিল্লাহ
মারাত্মক সড়ক দুর্ঘটনা,
আল্লাহ সকলকে হেফাজত করুন আমিন 🤲

11/08/2025

হাসপাতালে ও শান্তি নাই

09/08/2025

মানুষের জীবন দিন দিন কতই সস্তা হয়ে যাচ্ছে।
একজন ছাড়া বাকীরা সবাই মানুষরুপী দর্শক।

07/08/2025

বড়াইগ্রামের রাজ্জাকমোর-জোনাইল সড়কের গোসাই বটতলা এলাকায় পি'স্ত'ল ঠেকিয়ে মোটরসাইকেল ছি'ন'তা'ই করতে গিয়ে জনতার হাতে আ'ট'ক

07/08/2025

ইন্নাহ-লিল্লাহ
ট্রাকটি সামান্য ভুলের জন্য উলটে গেলো

06/08/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
চন্দ্রগঞ্জ পূর্ব বাজার বড় মসজিদের সামনে,
ওমান ফেরত একজন প্রবাসীকে আনতে একই পরিবারের ১০ জন এয়ারপোর্ট থেকে ফেরার পথে ড্রাইভারের ঘুমের কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়, গাড়িতে থাকা ৪ জন পুরুষ (প্রবাসী সহ) বের হতে পারলেও অনেক বেশি পানি থাকায় বাচ্চা এবং মহিলাদের কে উঠানো সম্ভব হয়নি,
পরে ফায়ার সার্ভিস এসে প্রায় এক থেকে দেড় ঘন্টা পর উদ্ধার করে একে একে ৭টা ম'রদে'হ। যার মধ্যে ছিল ৩ জন মহিলা ৪জন শিশু।
সকলকেই মৃ'ত বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের লোকজন।

জাজিরা (পদ্মা সেতু) এইমাত্র এক্সি*ডেন্ট হয়েছে যদি গাড়ির নাম্বার চিনে থাকেন পদ্মা সেতু থানায় যোগাযোগ করেন দুইজন মা*রা ...
03/08/2025

জাজিরা (পদ্মা সেতু) এইমাত্র এক্সি*ডেন্ট হয়েছে যদি গাড়ির নাম্বার চিনে থাকেন পদ্মা সেতু থানায় যোগাযোগ করেন দুইজন মা*রা গেছেন। 😭😔💔

01/08/2025

ফ্লাইট 6E 138। বিমানে এক মুসলিম যাত্রীকে ঠান্ড্র, যাত্রীরা প্রতিবাদে ফেটে পড়েন

মুম্বাই থেকে কলকাতাগামী ইন্ডিগোর ফ্লাইট 6E 138-এ এক দুঃখজনক ও অপ্রত্যাশিত ঘটনা ঘটে। ভিডিও ফুটেজে দেখা যায়, একজন মুসলিম টুপি পরা যাত্রী—যার শরীর সন্দেহভাজনভাবে অন্য কারো গায়ে লেগে যায়—তাকে অপর এক সহযাত্রী প্রকাশ্যে চর মারেন।

ঘটনার পরপরই কেবিন ক্রুরা এ ঘটনাকে কঠোরভাবে গুরুত্ব দেন এবং তাৎক্ষণিকভাবে অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন। বিমানে থাকা অন্যান্য যাত্রীরাও একজোট হয়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং ভিকটিম যাত্রীর পাশে দাঁড়ান।
প্রথমে ইন্ডিগো জানিয়েছিল, “একজন অসুস্থ যাত্রীর জন্য ফ্লাইট কিছুটা বিলম্বিত হয়েছিল,” কিন্তু ভিডিওতে স্পষ্ট দেখা যায়, অশান্তি সৃষ্টিকারী যাত্রী নিজেই একজন আক্রমণকারী এবং আক্রান্ত যাত্রী কোনো উত্তেজনাকর আচরণ করেননি।

👍 এ ঘটনায় আবারও স্পষ্ট হলো, সব ধর্ম-বর্ণের যাত্রীদের সমান সম্মান নিশ্চিত করা শুধু একটি কোম্পানির দায় নয়, বরং সমাজের প্রতিটি সচেতন মানুষেও দায়িত্ব

📌 প্রতক্ষদর্শী যাত্রীদের প্রতিবাদ এবং কেবিন ক্রুর সাহসী অবস্থান সত্যিই প্রশংসনীয়।

28/07/2025

গার্ডিয়ানদের আরো সাবধান হতে হবে সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ১২ তলা থেকে গ্রিল ছাড়া জানালা দিয়ে প* ড়ে গেল মেয়ে !

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when মুসলিম দিগন্ত - Muslim Diganta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share