এই কাজটা করতে আমার তখন টাইম লেগেছিল প্রায় ১ ঘন্টা ৪০ মিনিটের মত.... কিন্তু আজকে টাইম লেগেছে ১ ঘন্টার মত🐸... যেখানে এই কাজটা করতে আমার সময় লাগে ৪০/৪৫ মিনিটের মত..... আজকে প্রায় দুই সপ্তাহের কাছাকাছি সময় পর কোন ধরলাম প্র্যাকটিস করার জন্য😴 বাইদা রাস্তা কেমন হয়েছে জানাবেন আপুরা🥹💞
24/11/2025
আমি মাঝে মাঝে এমন সব কাজ করি যে নিজেকে নিজেরই থাপড়াইতে মন চায়🙎🏼♀️🤸🏼♀️
19/11/2025
New design👀🌿
18/11/2025
‼️ Contest winner announcement....
The winner is Ummul Masakin Kona 😘
Apu details jante kindly inbox krben🫶🏼
18/11/2025
🥹🫶🏼kih pretty watermark thanks Ummul Masakin Kona bondhu😘
Btw paper workonk din pr practice
Ib: (indial artist)
আজকে একজনের বাড়িতে গেছি। কনেকে মেহেদী পড়াতে। আব্বু বারণও করেছিল। কিন্তু ওদের জোরাজোরিতে রাজি হলো পরে। বিশ্বাস করেন আছরের পর গেছিলাম আর এখন এশার আজান দিচ্ছে। প্রথমে গিয়ে দুই তিনজন সিম্পল করে দুই হাতে দিয়ে দিল। এরপর কনে দুই হাত ব্রাইডাল মেহেদী তাও দুই সাইডে। ব্রাইডাল মেহেদী কত গর্জিয়াস এটাতো সবার জানা। তাই না.?
বুঝতে পারছেন আমার অবস্থাটা.? এতো সময় ধরে আছি কেউ এক গ্লাস পানিও দিলো না।মাগরিবের পর আমি নিজ থেকে খুঁজলাম এক গ্লাস পানি আনতেছি বলে সেই যে গেল আর এলো না। তিনজনকে টানা বলেছি। সবাই একই অবস্থা।আনতেছি বলে গেলে আর আসেনা। তাছাড়া মেহেদীতে ছিল প্রবলেম-এ ভরপুর। মোটেও মেহেদী পড়ছিলনা। কত কষ্ট করে দিয়েছি আমি জানি।
টানা বসে পুরো এক হাত দেওয়ার পর কোমরে টান লাগছিলো বেশি তাই একটু হাটছিলাম।
দুইবার এরকম করার পর কনে আমাকে বলতেছে "এতো দেরী করতেছো কেন.?সময় নষ্ট করছো কেন.?আমার পার্লারে যেতে হবে।মেহেদী পড়ানো শেষ হলে ইচ্ছে মতো হাটতে পারবা।"
কথাটা শুনে কি পরিমাণে খারাপ লাগছিলো বলার মতো না। আমার বলতে ইচ্ছে হয়েছিল "পার্লারে দেরী হলে আগে ডাকতে যাননি কেন.? ব্রাইডাল মেহেদী দিতে কত সময় লাগে জানা নেই.?"
তবে বলতে পারিনি। চুপ হয়ে ছিলাম। যখন মেহেদী পড়ানো শেষ তখন চারদিকে ঘুটঘুটে অন্ধকার। ওদের এখানে কয়েকজনকে বললাম আমাকে একটু দিয়ে আসতে। কিন্তু তাও দিলো না। সবাই ব্যাস্ততা দেখালো।এদিকে আমার মোবাইলটাও নিয়ে যাইনি।
রাগে আমার ওই বাড়িতে আর একটা মিনিটও থাকতে ইচ্ছে করেনি তাই সোজা অন্ধকারে বাড়িতে চলে আসছি।
ভাই আপনাদের বাড়িতে কোনো মেহেদী আর্টিষ্ট গেলে তাকে অন্তত এক গ্লাস পানি হলেও দিয়েন।আর মাঝে মধ্যে নিজ থেকে ওনাদের একটু হাটাহাটির জন্য সময় দিয়েন। এতে আহামরি সময় নষ্ট হয়না।
আমি আমাদের এখানে কম বেশি সবাইকে মেহেদী পড়াই।
প্রায় বিয়ের কনেকে আমি মেহেদী পড়াই। টাকা দিয়ে না। এমনিতে ওরা ডাকতে আসলে যাই। নাহলে আমাদের বাড়িতে এসে দিয়ে যায় এরকম। ঈদের সময় এলাকার প্রায় মেয়েদের হাতে মেহেদী পড়িয়ে দিয়েও কোনো দিন টাকা নিই নি। অথচ আমি চাইলে টাকা দিয়ে এসব করতে পারতাম।কারণ মেহেদী দিতে কত কষ্ট সেটা যারা মেহেদী পড়ায় তারা জানে।
(আমার হাত দেখলে বুঝবেন বৃদ্ধাঙ্গুলের এদিকে কীভাবে ফুলে গেছে। মেহেদীটা ছিল বর্তমান সময়ে গ্রামের ছোট ছোট দোকানে বিক্রি করা ওই কাশ্মীরী মেহেদী গুলো। একদম বের হতে চায় না। অনেক শক্ত করে ধরতে হয়)
সংগৃহীত পোস্ট
(একটি গ্রুপ থেকে পোস্ট টি আমি সংগ্রহ করেছি)
Be the first to know and let us send you an email when Henna Creation by Maisha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.