
26/01/2025
#প্রজাতন্ত্রদিবস
#ভারত
আজ ২৬ জানুয়ারি । দেশজুড়ে পালিত হচ্ছে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। কেন পালিত হয় প্রজাতন্ত্র দিবস? নেপথ্যে কোন কারণ রয়েছে? প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য কী? কবে থেকে দিনটি পালন হওয়া শুরু হয়? রাজধানীতে প্যারেড অনুষ্ঠিত হয়। শুধু দিল্লিতে নয়, কলকাতার রেড রোডেও প্রতি বছর সাড়ম্বরে পালিত হয় প্রজাতন্ত্র দিবস। সুজ্জিত নানা ট্যাবলো প্রদর্শনী হয় তিলোত্তমার রাজপথে।
দেশজুড়ে পালিত হচ্ছে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস
এবার প্যারেডের থিম হল 'বিকশিত ভারত' এবং 'ভারত - লোকতন্ত্র কি মাতৃকা'
প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য কী?
দেশের জন্য এক গুরুত্বপূর্ণ দিন প্রজতন্ত্রণ দিবস। শুক্রবার ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে দেশে। ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই বছর কুচকাওয়াজে শুরু হয়েছে ১০০ জন মহিলা শিল্পীর মনোমুগ্ধকর পারফরম্যান্সের মাধ্যমে বিভিন্ন ভারতীয় যন্ত্র প্রদর্শন করে।
২৬ জানুয়ারি দিনটি কেন উদযাপন করা হয় জানেন?
১৯৪৭ সালের ১৫ অগাস্ট ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পেয়েছিল ভারত। তবে তখনও ভারতের কোনও সংবিধান সক্রিয় ছিল না। পরবর্তী ১৯৪৭ সালে ২৯ অগাস্ট ডঃ বি আর আম্বেদকরকে চেয়ারম্য়ান হিসেবে নিযুক্ত করে গঠন করা হয় একটি খসড়া কমিটি। সংবিধান তৈরির জন্য এই কমিটি গঠন করা হয়। ১৯৪৭ সালের ৪ নভেম্বর সংবিধানের একটি আনুষ্ঠানিক খসড়া পেশ করা হয় গণপরিষদে।
১৯৫০ সালের ২৪ জানুয়ারি সেই সংবিধান গৃহীত হয় চূড়ান্ত ভাবে। সংবিধান গৃহীত হলেও আগামী দুই দিনের জন্য কার্যকর হয় না সেই সংবিধান। ২৬ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে বাস্তবায়িত হয় ভারতের সংবিধান। এটি ছিল নতুন প্রজাতন্ত্রের প্রাণ, একটি গণতান্ত্রিক, সমতাবাদী এবং ন্যায়পরায়ণ সমাজের কাঠামো। সংবিধানটি ২৬ জানুয়ারী, ১৯৫০ সালে কার্যকর করা হয়, গড়ে ওঠে সার্বভৌম গণ-প্রজাতান্ত্রিক ভারত। অর্থাৎ এই দিন থেকে সংবিধান ভারতকে একটি সার্বভৌমিক প্রজাতন্ত্রে পরিবর্তন করে। প্রজাতন্ত্র দিবস স্মরণ করে স্বাধীন ভারতের চেতনাকে। ভারত ভূখণ্ড একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রের পরিচয় পায় এই দিন থেকে। ১৯৩০ সালে এই দিনেই ভারতীয় জাতীয় কংগ্রেস ঔপনিবেশিক শাসন থেকে পূর্ণ স্বরাজ ঘোষণা করেছিল। তাই এই দিনটিকে বেছে নেওয়া হয় সংবিধান কার্যকর করার জন্য দিন হিসেবেও। প্রজাতন্ত্র দিবস ২০২৪-এর প্যারেডের থিম হল 'বিকশিত ভারত' এবং 'ভারত - লোকতন্ত্র কি মাতৃকা'।
অতি উৎসাহের সঙ্গে দেশে পালিত হয় প্রজাতন্ত্র দিবস। এই দিনে বর্ণাঢ্য সামরিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পর জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রপতি। এছাড়াও বিশেষ এই দিনে, ভারতের রাষ্ট্রপতি দেশের মধ্যে যোগ্য নাগরিকদের পদ্ম পুরস্কারের ভূষিত করেন। সাহসী সৈন্যদের পরমবীর চক্র, অশোক চক্র ও বীর চক্রে ভূষিত করেন রাষ্ট্রপতি। চলতি বছরের প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। ৭৫তম প্রজাতন্ত্র দিবসে কড়া নিরাপত্তা দিল্লিতে। প্যারেড রুটে মোতায়েন ৮ হাজার জওয়ান। গোটা এলাকা মোড়া ১ হাজার সিসিটিভি ক্যামেরায়।
তথ্য- এইসময়