Utmost Bangla

  • Home
  • Utmost Bangla

Utmost Bangla বাংলায় জানুন, বাঙালিকে জানুন🙂
(1)

 #প্রজাতন্ত্রদিবস #ভারত আজ ২৬ জানুয়ারি । দেশজুড়ে পালিত হচ্ছে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। কেন পালিত হয় প্রজাতন্ত্র দিবস? নেপ...
26/01/2025

#প্রজাতন্ত্রদিবস
#ভারত
আজ ২৬ জানুয়ারি । দেশজুড়ে পালিত হচ্ছে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। কেন পালিত হয় প্রজাতন্ত্র দিবস? নেপথ্যে কোন কারণ রয়েছে? প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য কী? কবে থেকে দিনটি পালন হওয়া শুরু হয়? রাজধানীতে প্যারেড অনুষ্ঠিত হয়। শুধু দিল্লিতে নয়, কলকাতার রেড রোডেও প্রতি বছর সাড়ম্বরে পালিত হয় প্রজাতন্ত্র দিবস। সুজ্জিত নানা ট্যাবলো প্রদর্শনী হয় তিলোত্তমার রাজপথে।

দেশজুড়ে পালিত হচ্ছে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস

এবার প্যারেডের থিম হল 'বিকশিত ভারত' এবং 'ভারত - লোকতন্ত্র কি মাতৃকা'

প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য কী?

দেশের জন্য এক গুরুত্বপূর্ণ দিন প্রজতন্ত্রণ দিবস। শুক্রবার ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে দেশে। ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই বছর কুচকাওয়াজে শুরু হয়েছে ১০০ জন মহিলা শিল্পীর মনোমুগ্ধকর পারফরম্যান্সের মাধ্যমে বিভিন্ন ভারতীয় যন্ত্র প্রদর্শন করে।

২৬ জানুয়ারি দিনটি কেন উদযাপন করা হয় জানেন?

১৯৪৭ সালের ১৫ অগাস্ট ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পেয়েছিল ভারত। তবে তখনও ভারতের কোনও সংবিধান সক্রিয় ছিল না। পরবর্তী ১৯৪৭ সালে ২৯ অগাস্ট ডঃ বি আর আম্বেদকরকে চেয়ারম্য়ান হিসেবে নিযুক্ত করে গঠন করা হয় একটি খসড়া কমিটি। সংবিধান তৈরির জন্য এই কমিটি গঠন করা হয়। ১৯৪৭ সালের ৪ নভেম্বর সংবিধানের একটি আনুষ্ঠানিক খসড়া পেশ করা হয় গণপরিষদে।

১৯৫০ সালের ২৪ জানুয়ারি সেই সংবিধান গৃহীত হয় চূড়ান্ত ভাবে। সংবিধান গৃহীত হলেও আগামী দুই দিনের জন্য কার্যকর হয় না সেই সংবিধান। ২৬ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে বাস্তবায়িত হয় ভারতের সংবিধান। এটি ছিল নতুন প্রজাতন্ত্রের প্রাণ, একটি গণতান্ত্রিক, সমতাবাদী এবং ন্যায়পরায়ণ সমাজের কাঠামো। সংবিধানটি ২৬ জানুয়ারী, ১৯৫০ সালে কার্যকর করা হয়, গড়ে ওঠে সার্বভৌম গণ-প্রজাতান্ত্রিক ভারত। অর্থাৎ এই দিন থেকে সংবিধান ভারতকে একটি সার্বভৌমিক প্রজাতন্ত্রে পরিবর্তন করে। প্রজাতন্ত্র দিবস স্মরণ করে স্বাধীন ভারতের চেতনাকে। ভারত ভূখণ্ড একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রের পরিচয় পায় এই দিন থেকে। ১৯৩০ সালে এই দিনেই ভারতীয় জাতীয় কংগ্রেস ঔপনিবেশিক শাসন থেকে পূর্ণ স্বরাজ ঘোষণা করেছিল। তাই এই দিনটিকে বেছে নেওয়া হয় সংবিধান কার্যকর করার জন্য দিন হিসেবেও। প্রজাতন্ত্র দিবস ২০২৪-এর প্যারেডের থিম হল 'বিকশিত ভারত' এবং 'ভারত - লোকতন্ত্র কি মাতৃকা'।

অতি উৎসাহের সঙ্গে দেশে পালিত হয় প্রজাতন্ত্র দিবস। এই দিনে বর্ণাঢ্য সামরিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পর জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রপতি। এছাড়াও বিশেষ এই দিনে, ভারতের রাষ্ট্রপতি দেশের মধ্যে যোগ্য নাগরিকদের পদ্ম পুরস্কারের ভূষিত করেন। সাহসী সৈন্যদের পরমবীর চক্র, অশোক চক্র ও বীর চক্রে ভূষিত করেন রাষ্ট্রপতি। চলতি বছরের প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। ৭৫তম প্রজাতন্ত্র দিবসে কড়া নিরাপত্তা দিল্লিতে। প্যারেড রুটে মোতায়েন ৮ হাজার জওয়ান। গোটা এলাকা মোড়া ১ হাজার সিসিটিভি ক্যামেরায়।

তথ্য- এইসময়

      40 Kms from  . 5-6 hours travel from Kolkata.শীতের অন্তিমলগ্নের জন্য আপনাদের স্বাগত জানাতে আমরা তৈরী| পাহাড় জঙ্গল ...
22/01/2025


40 Kms from . 5-6 hours travel from Kolkata.

শীতের অন্তিমলগ্নের জন্য আপনাদের স্বাগত জানাতে আমরা তৈরী| পাহাড় জঙ্গল আর লেকের সংমিশ্রনে সেজে ওঠা অখ্যাত এই গ্রাম #তালবাড়িয়া আপনাকে নিরাশ করবেন এই কথা হলফ করে বলতে পারি|

এখানে নির্জনতা আর প্রকৃতির মাদকতা মিলেমিশে একাকার হয়ে যায়|
সামনে লেক, পিছনে পাহাড় আর জঙ্গল| রাত পড়লেই শিয়ালের হুক্কা হুয়া, সাথে সন্ধ্যেয় বেলায় চিকেন পুড়িয়ে খাওয়া, সুইমিং পন্ডে সাঁতার কাটা, লেকের জলে ভেলা নিয়ে ঘুরে বেড়ানো| সকালের শিশির পায়ে মেখে রিসোর্টের সামনের ভ্যালিতে হেটে বেড়ানো|

এখানে এখনো সকাল হলেই রাখাল বালক না হোক শয়ে শয়ে গবাদি পশু যেমন গরু মোষ ভেড়া পশুচারণের জন্য লোক আসে| এটা দেখতেও দারুন লাগে|

এখানে এই মুহূর্তে ৮ টা রুম আছে| তার মধ্যে ৪ টা রুম বিল্ডিংএ আছে, যেটার নিচে দুটো দিশয্যা বিশিষ্ট, ওপরে একটা ত্রিশয্যা বিশিষ্ট আর একটা চার শয্যাবিশিষ্ট ছিল, পিছনে ৪ টা মাটির কটেজ আছে যার মধ্যে দুটো দিশয্যা বিশিষ্ট কটেজ. দুটো চার শয্যাবিশিষ্ট কটেজ চালু হয়ে গেছে|
খাওয়াদাওয়ার জন্য মেনু আছে, যেমন খাবেন তেমন খরচ, আর একটা ফুড প্যাকেজও আছে|

কিছু বিশেষ তথ্য দিয়ে রাখি:
----------------------------
আমাদের বাঙালিদের মধ্যে অনেক পর্যটক আছে যারা #দেওঘর #শিমুলতলা #মধুপুর যান, তারা যাতায়াতের পথে এই জায়গা টা তে এক রাত রেস্ট নিতে পারেন| ফেরার দিন কে একটা রাত এখানে জাস্ট গা ঢাকা দিয়ে থেকে যেতে পারেন| মন্দ হবে না সে কথা হলফ করে বলতে পারি|

#আসানসোল #দুর্গাপুর #রানীগঞ্জ #চিত্তরঞ্জন #রূপনারায়ণের বাসিন্দা দের জন্য এটা একটা অসাধারণ উইকেন্ড ডেস্টিনেশন হতেই পারে| যে সমস্ত অতিথিরা একটু কোয়ালিটি পরিষেবা, কোয়ালিটি থাকার জায়গা, কোয়ালিটি খাওয়াদাওয়া , কোয়ালিটি আম্বিয়ান্স পছন্দ করেন এটা তাদের মনের মতন জায়গা|

Call or WhatsApp directly at 090386 33211 / 7908156243 for Booking.



কাঠগড়ায় দাঁড়িয়ে অভয়ার ধর্ষক সঞ্জয় রায়
20/01/2025

কাঠগড়ায় দাঁড়িয়ে অভয়ার ধর্ষক সঞ্জয় রায়

 #লুংচু_ভিলেজ ভাবতে পারেন মেঘেদের রাজ্যে ঘুম ভাঙবে, হাত বাড়ালেই আকাশ ছুতে পারবেন, মেঘের গায়ে হাত দেবেন, অবিশ্বাস্য? অবাক...
19/01/2025

#লুংচু_ভিলেজ

ভাবতে পারেন মেঘেদের রাজ্যে ঘুম ভাঙবে, হাত বাড়ালেই আকাশ ছুতে পারবেন, মেঘের গায়ে হাত দেবেন, অবিশ্বাস্য? অবাক হচ্ছেন, অবাক হওয়ার কিছু নেই। কালিম্পং-এর কাছেই আছে একটা অচেনা পাহাড়ি এলাকা নাম লুংচু । লাভা থেকে মাত্র ১২'কিলোমিটার দূরে এই গ্রাম। কোলাখামের ঠিক গায়ে, লুংচুর বিশেষত্বই হল এর নির্জনতা। লুংচু তার অপূর্ব সৌন্দর্য নিয়ে পর্যটকদের স্বাগত জানাতে তৈরি। পরিষ্কার নীল আকাশ দেখলে চোখ জুড়িয়ে যায়। ঝকঝকে নীল আকাশের গায়ে দেখতে পাবেন চকচকে কাঞ্চনজঙ্ঘাকে। এখানে নেপালের রাই সম্প্রদায়ের মানুষের বাস। মাত্র ৬০ টি ঘর রয়েছে এই এলাকায়। গাড়ি করে আসতে আসতে পাহাড়ি এলাকার অপূর্ব সৌন্দর্য দেখে মুুগ্ধ হবেন আপনি। এখানে দেখতে পাবেন অজস্র নাম জানা-না জানা পাখি, যেমন ডার্ক সাইডেড ফ্লাই ক্যাচার, রুফাস সিবিয়া, গ্রিন-ব্যাকড টিট ইত্যাদি। পাখির ডাকের সঙ্গে ছাঙ্গে ফলসের জলের শব্দ মিলে মিশে একাকার হয়ে যায়, অদ্ভুত এক পরিবেশ। মন শান্ত হয়ে যায়। প্রকৃতিকে নতুন করে চেনা যায়। এখানে দেখা পাওয়া যায় হলুদ গোলাপি থেকে বিভিন্ন পাহাড়ি ফুলের। যার সৌন্দর্য অপরূপ। অপার নীল আকাশে উন্মুক্ত কাঞ্চনজঙ্ঘা, কাবরু, পান্ডিম, সিনিয়লচু ইত্যাদি। নিরিবিলিতে প্রকৃতিকে খোঁজার পালা। নির্জিনে একাকী হারিয়ে যাওয়া দুটো দিনের গল্প। সময় এখানে থমকে আছে। ব্যস্ত পৃথিবী থেকে কয়েকটা দিন ছুটি নিয়ে এখানে চলে যাওয়া যায় এক অনন্ত সৌন্দর্যখনির ভেতরে।
★লুংচু ভিলেজ থেকে আশেপাশের দর্শনীয় স্থান ------
ছাঙ্গে জলপ্রপাত, গাড়ি ভাড়া করে আপনি লাভা মঠ, লোলেগাঁও হ্যাঙ্গিং ব্রিজ, কোলাখাম, রিশপ, কালিম্পং, ডেলো পার্ক, ক্যাকটাস গার্ডেন, রিষিখোলা নদী, আরিতার এবং মুলখারকা লেকের মতো কাছের জায়গাগুলি ঘুরে দেখতে পারেন। তবে যে সমস্ত ভ্রমণপ্রেমীরা সাইটসিনের দৌড়ঝাপ পছন্দ করেন না, শুধুমাত্র প্রকৃতির নির্জনতাকে উপলব্ধি করতে চান তাদের জন্য সেরা ঠিকানা হবে এই গ্ৰাম।
★ হোমস্টের খরচ-খরচা -------
••@১,৬০০/- টাকা মাথাপিছু প্রতিদিন সমস্ত মিলসহ-(four sharing minimum) --
দ্রষ্টব্য:~ (সিজেন অনুযায়ী রেট পরিবর্তন হবে)!
★নিউ জলপাইগুড়ি থেকে হোমস্টে পর্যন্ত একটি রিজার্ভ গাড়ির ভাড়া (আনুমানিক) @৪০০০/- টাকা মতো খরচ পরতে পারে।

Booking contact details -----
Call:~ 9123367093
WhatsApp:~ 7278818206
𝐄𝐦𝐚𝐢𝐥:~ chologhuraash*[email protected]



মহানায়িকা "সুচিত্রা সেনের" প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাই।🙏🌹🙏🍁🙏🌻🙏🥀🙏🏵️🙏🌼🙏🌷🙏সুচিত্রা সেন (৬ এপ্রিল ১৯৩১- ১৭ জানুয়...
17/01/2025

মহানায়িকা "সুচিত্রা সেনের" প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাই।
🙏🌹🙏🍁🙏🌻🙏🥀🙏🏵️🙏🌼🙏🌷🙏

সুচিত্রা সেন (৬ এপ্রিল ১৯৩১- ১৭ জানুয়ারি ২০১৪)

পশ্চিমবর্ধমান জেলার হরিপুর থেকে মমতা কিস্কু সম্প্রতি বেঙ্গল সিনিয়র মহিলা ক্রিকেট দলে নির্বাচিত হয়েছেন। অনেক অনেক শুভেচ্ছ...
17/01/2025

পশ্চিমবর্ধমান জেলার হরিপুর থেকে মমতা কিস্কু সম্প্রতি বেঙ্গল সিনিয়র মহিলা ক্রিকেট দলে নির্বাচিত হয়েছেন। অনেক অনেক শুভেচ্ছা এই আদিবাসী বোনটির জন্য। 👍

16/01/2025

মহাকুম্ভে কে এই সুন্দরী সন্ন্যাসিনী? তাঁর আসল পরিচয় কি?

 #গজলক্ষ্মী_প্যালেসঢেঙ্কানলের গজলক্ষ্মী প্যালেস  সন্দীপ রায় পরিচালিত "রয়েল বেঙ্গল রহস্য", সিনেমাটি দেখতে বেশ লেগেছিল, ...
16/01/2025

#গজলক্ষ্মী_প্যালেস

ঢেঙ্কানলের গজলক্ষ্মী প্যালেস

সন্দীপ রায় পরিচালিত "রয়েল বেঙ্গল রহস্য", সিনেমাটি দেখতে বেশ লেগেছিল, তবে সবচেয়ে মন টেনেছিল গহীন অরণ্যের মাঝে ঐ সাদা প্রাসাদটা। ইসস্, ঐ বাড়িতে যদি একদিন থাকতে পেতাম। যদিও সিনেমায় দেখিয়েছিল ডুয়ার্সের জমিদার বাড়ি, খোঁজ নিয়ে জানা গেল ঐ প্রাসাদ আসলে উড়িষ্যায়, ঢেঙ্কানলের রাজাদের শিকার ভবন, গজলক্ষ্মী প্যালেস। বর্তমান রাজকুমার জিতেন্দ্র প্রতাপ সিং দেও ও ওনার স্ত্রী নবনীতা সিং দেওয়ের পরিকল্পনায় এখন ঐ বাড়িতে 'হোম স্টে' হয়েছে।

কিন্তু রাজ- অতিথি হওয়া কি সহজ কথা! বড়ো বেশি মূল্য দিতে হয়। তাই এক পা এগিয়ে আবার দু পা পিছিয়ে আসি।

ভুবনেশ্বর থেকে ঢেঙ্কানলে গজলক্ষ্মী প্যালেসে পৌঁছতে সময় লাগে ঘন্টাখানেক। চমৎকার সাজানো গোছানো প্রাসাদ, দোতলায় বিরাট ড্রয়িং রুমে আলমারিতে রাখা রয়েল বেঙ্গল টাইগারের বিশাল মুখের চকচকে চোখ দুটোর তাকালে কেমন যেন ভয় ভয় করে। বছর কুড়ি আগে এই নরখাদক বাঘ কে কোরাপুটে শিকার করেছিলেন ওনার বাবা মহারাজ রনেন্দ্র প্রতাপ সিং। শিকারের অজস্র অস্ত্রশস্ত্রের সঙ্গে সেই বন্দুকটাও সাজানো আছে। বৃদ্ধ মহারাজ ও তার স্ত্রী এখন এই প্রাসাদেই থাকেন। সমস্ত আধুনিক সুবিধা সহ বিশাল ঘর।বাড়িময় ছড়িয়ে রয়েছে অস্ত্রশস্ত্র, প্রাচীন আসবাবপত্র, আর কতো ছবি, কতো বই।সারাদিন এঘর ওঘর ঘুরেই সময় কাটে, বাইরে যেদিকে চোখ যায় সবুজ বনানী আর নীল আকাশ।

বাড়ির পিছনের রাস্তা ঘন আমবাগানের মধ্যে দিয়ে সোজা গেছে এক বিরাট লেকের পাড়ে। সেখানে ওয়াচ টাওয়ারে বসে পাখি দেখেই সময় কেটে যাবে, আগে এখানেই শিকারে বসতেন রাজা ও তাঁর অতিথিরা।
ওপারের সবুজ ঘাসের জমি যেখানে জলের পাশে নেমে এসেছে, বন থেকে সেখানে বেরিয়ে আসে বার্কিং ডিয়ার। টিটি পাখিরা তীব্র টি টি ডাক ছেড়ে উড়ে যায়। পানডুবি (dab chick) ছানাদের নিয়ে জলে ডুব মারে। সূর্য পশ্চিমে ঢলে, আমরাও ফিরে আসি স্বপ্নের প্রাসাদে। বিশাল ছাদে ঘুরে ঘুরে দেখি সূর্যাস্তের লাল রঙ কিভাবে ছড়িয়ে পড়ছে বনে বনান্তে। রাতে শ্বেত পাথরের পালঙ্কে আয়েস করে বসে ল্যাপটপে 'রয়্যাল বেঙ্গল রহস্য ' দেখার মজাই আলাদা।

বিশেষ তথ্য:
রাজবাড়ীতে রাজ অতিথি হয়েই থাকা, সমস্ত বাড়িই আপনি ঘুরে দেখতে পারেন, কেবলমাত্র ওনাদের নিজস্ব ঘরগুলি ছাড়া। একসাথেই খাওয়া দাওয়ার ব্যাবস্থা। গৃহস্বামী ও গৃহিণী খুবই আন্তরিক ও অতিথি পরায়ন। ছিমছাম অরগ্যানিক খাবার, বাহুল্য নেই তবে সুরুচির ছাপ সর্বত্র।
আগে জানালে ভুবনেশ্বর স্টেশন বা এয়ারপোর্ট থেকে নিয়ে আসার ব্যবস্থা ওনারা করে দেন।
দ্বিশয্যা ঘর : ১০০০০/-ও ১২০০০/-
(দুজনের জন্য দুপুরের খাবার, সন্ধ্যায় চা, রাতের খাবার ও পরের দিন সকালে জলখাবার সহ।)
For Booking Enquiries
[email protected]
+91 98610 11221
+91 93374 11020



অতুলপ্রসাদ সেন (২০ অক্টোবর ১৮৭১ - ২৬ আগস্ট ১৯৩৪) ছিলেন ব্রিটিশ ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীতে আবির্ভুত একজন বিশিষ্ট বাঙালি গ...
15/01/2025

অতুলপ্রসাদ সেন (২০ অক্টোবর ১৮৭১ - ২৬ আগস্ট ১৯৩৪) ছিলেন ব্রিটিশ ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীতে আবির্ভুত একজন বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক।তিনি একজন বিশিষ্ট সঙ্গীতবিদও ছিলেন।

এ মহান বঙ্গসন্তানের জীবনাবসান হয় সুদূর লক্ষ্ণৌতে ১৯৩৪ সালের ২৬ আগস্ট। তার শেষকৃত্য সেখানেই সম্পন্ন হয়। চিতাভস্মের এক অংশ তার প্রিয় বঙ্গদেশে মাতামহ প্রতিষ্ঠিত কাওরাইদ ব্রাহ্ম মন্দির প্রাঙ্গণে মাতামহ, মাতুল ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সমাধির পাশেই সমাহিত করে সমাধিফলক স্থাপন করা হয়।

অতুলপ্রসাদের সমাধিফলকে আগে উৎকীর্ণ ছিল তার সেই বিখ্যাত গান: মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা! ১৯৭১-এ মুক্তিযুদ্ধের সময় বাংলাভাষা আন্দোলনে পরাজিত পাকিস্তানিরা তাদের ১৯৫২'র পরাজয়ের প্রতিশোধ নিতে সেই সমাধিফলকটি গুঁড়িয়ে দেয়। পরে সেটি পুনর্নির্মাণ করার সময় কেন জানি না সে মহান গানের চরণদুটি বাদ পড়ে যায়। সে গানটি প্রতিস্থাপিত হয়েছে কবির অন্য একটি ভাববাদী গানের চরণ দিয়ে: শেষে ফিরব যখন সন্ধ্যাবেলা, সাঙ্গ করে ভবের খেলা…। অবশ্য এ গানটিও সমাধিফলকের উপযুক্ত বটে।

অতুলপ্রসাদ সেনের কালজয়ী গানগুলোর মধ্যে রয়েছে 'মোদের গরব মোদের আশা', 'কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে', 'বঁধূয়া নিদ নাহি আঁখিপাতে', 'সবারে বাস রে ভালো'।

বর্তমানে অতুলপ্রসাদ সেনের সমাধিফলকটি অবহেলায়, অযত্নে পরে আছে আধুনা বাংলাদেশের গাজীপুরে।

14/01/2025

কেন গঙ্গাসাগরে স্নান করলে মানুষের সব পাপ ধুয়ে যায়? Gangasagar Mela 2025

#বাঙালির_বেড়ানো

 #মুর্শিদাবাদ শীতকালীন উইকএন্ড ট্যুর নবাবের শহরে।মুর্শিদাবাদের মূল স্পটগুলো হলো :-১ . হাজারদুয়ারি প্যালেস ও  ইমামবারা ২...
13/01/2025

#মুর্শিদাবাদ শীতকালীন উইকএন্ড ট্যুর নবাবের শহরে।

মুর্শিদাবাদের মূল স্পটগুলো হলো :-
১ . হাজারদুয়ারি প্যালেস ও ইমামবারা ২ . মতিঝিল ৩ . কাঠগোলা বাগান বাড়ি ৪ . কাটরা মসজিদ ৫ . জগৎ শেঠের বাড়ি ৬ . খোশবাগ ( আমি যাইনি ) ৭ .
৮ . নশিপুর প্যালেস ৯ . আজিমুন্নিশা বেগমের সমাধি

কিভাবে যাবেন :-

কলকাতা থেকে বাই রোড কল্যাণী , রানাঘাট , কৃষ্ণনগর হয়ে যেতে পারেন , দূরত্ব ২২০ কিমি , রাস্তাও মোটামুটি ভালো ✅

তবে ট্রেন জার্নি সুখকর হওয়ায় এটাই বেশি ভালো , শিয়ালদহ থেকে প্রচুর ট্রেন রয়েছে যেটায় মুর্শিদাবাদ নামতে পারেন বা বহরমপুর নেমে টোটো , বাস , অটোয় যেতে পারেন ।।
এছাড়াও হাওড়া থেকে গণদেবতায় আজিমগঞ্জ নেমে নদী পেরিয়ে যেতে পারেন মুর্শিদাবাদ ।।

এন্ট্রি ফি :
হাজারদুয়ারী - ২৫ টাকা অফলাইন ( অনলাইন ২০ )
৮ বছর পর্যন্ত ফ্রী
কাঠগোলা - ৩০ টাকা
দোতলায় উঠলে আরো ২০ টাকা এক্সট্রা
জগৎশেঠের বাড়ি - ১০ টাকা

হাজারদুয়ারী প্যালেসে প্রচুর ভিড় হওয়ায় টিকিটের লাইনে অনেক সময় লাগছে তাই অনলাইন কেটে নেওয়া ভালো , এক সেকেন্ড ও দাঁড়াতে হবেনা , ডিরেক্ট ফোনে টিকিট দেখিয়ে ঢুকে যাবেন ✅
বুকিং করবেন এখানে : https://asi.payumoney.com/quick/haz

মধ্যবিত্তের থাকার জন্য মোটামুটি ভালো হোটেল সাগ্নিক ( 9434021911 ) এবং ইন্দ্রজিৎ , এছাড়াও প্রচুর হোটেল রয়েছে ।।

রেশম কীট থেকে কিভাবে রেশম উৎপন্ন করে সিল্ক হচ্ছে সেটাও দেখে নিতে পারবেন। দারুন অভিজ্ঞতা।

তবে আর কি হাতে দুদিন ছুটি থাকলে বেরিয়ে পড়ুন নবাবী হালচাল দেখতে 😀


#বাঙালির_বেড়ানো
#মুর্শিদাবাদ

Rest in music 🙏
13/01/2025

Rest in music 🙏

আজ ১২ জানুয়ারি, স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন। এই দিনটি আবার জাতীয় যুব দিবস (National Youth Day 2025) ...
12/01/2025

আজ ১২ জানুয়ারি, স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন। এই দিনটি আবার জাতীয় যুব দিবস (National Youth Day 2025) হিসেবেও পালন করা হয়।

ওনার জন্মদিনের পূর্ণ তিথিতে আসুন জেনে নিই এক মজার ঘটনা।

স্বামীজি প্রায়ই একজন সাধারণ সন্ন্যাসীর পোশাক পরতেন। একদিন এই কাপড় পরে বিদেশে ঘুরে বেড়াচ্ছিলেন। তার পোশাক একজন বিদেশীর দৃষ্টি আকর্ষণ করে। সেই বিদেশী বিবেকানন্দর পাগড়ি টেনে নিয়েছিল। বিদেশীর এই কর্মকাণ্ডের পর স্পষ্ট ইংরেজিতে এমন করার কারণ জিজ্ঞেস করলে বিদেশি অবাক হয়ে যান। সেই বিদেশী বুঝতেই পারলেন না যে, সন্ন্যাসী রূপে এই ব্যক্তি এত ভালো ইংরেজি জানেন কী করে। তারপর তিনি বিবেকানন্দকে জিজ্ঞেস করলেন, আপনি কি শিক্ষিত? তখন স্বামী বিবেকানন্দ বিনয়ের সাথে বললেন, হ্যাঁ, আমি শিক্ষিত এবং একজন ভদ্রলোক। তখন বিদেশি বলল তোমার জামাকাপড় দেখে তো মনে হয় না তুমি ভদ্রলোক। এর উত্তরে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আপনার দেশে একজন দর্জি একজন মানুষকে ভদ্রলোক করে, কিন্তু আমার দেশে একজন মানুষের আচরণ তাঁকে ভদ্রলোক করে। এমন উত্তর শুনে বিদেশী বিব্রতবোধ করলেন এবং নিজের ভুল বুঝতে পারলেন।

ছবি ও সুত্র- ইন্টারনেট


সুচিত্রা সেন এবং উত্তমকুমার বাংলা চলচ্চিত্রের এক অমর জুটি। তাঁদের সম্পর্কের রসায়ন শুধু রূপালী পর্দাতেই সীমাবদ্ধ ছিল না, ...
11/01/2025

সুচিত্রা সেন এবং উত্তমকুমার বাংলা চলচ্চিত্রের এক অমর জুটি। তাঁদের সম্পর্কের রসায়ন শুধু রূপালী পর্দাতেই সীমাবদ্ধ ছিল না, বরং সেটের বাইরেও ছিল গভীর বন্ধুত্ব এবং আন্তরিকতা। সুচিত্রা সেন ও উত্তমকুমারের মধ্যে একটি মিষ্টি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, যেখানে 'তুই' সম্বোধনেই প্রকাশ পেত তাঁদের অন্তরঙ্গতা।

একবার শুটিংয়ের ফাঁকে সুচিত্রা সেন মেকআপ রুমে বসে গল্প করছিলেন উত্তমকুমারের সঙ্গে। হঠাৎ চা খাওয়ার ইচ্ছে হলো তাঁর। উত্তমকুমারকে বললেন, "তুই চা খাবি?" উত্তমকুমার মুচকি হেসে সম্মতি জানালেন। সুচিত্রা সেন বাইরের চা একদম পছন্দ করতেন না। তাই স্টুডিওতে তাঁর জন্য আলাদা করে চা তৈরির ব্যবস্থা থাকত। দুধ, চিনি, চা পাতা, গরম জল— সবকিছুই গুছিয়ে রাখা থাকত। এমনকি টি-পট, কাপ-ডিশ সবই সুচিত্রা সেনের পছন্দমতো হতো।

সুচিত্রা নিজ হাতে চা বানিয়ে উত্তমকুমারকে জিজ্ঞেস করলেন, "কতটা দুধ, কতটা চিনি দেব?" উত্তম হাসিমুখে বললেন, "তুই যা দিস, সবই ভালো লাগে।" চা বানিয়ে সুচিত্রা কৌতূহলী দৃষ্টিতে বললেন, "খেয়ে দেখ তো কেমন হয়েছে?" উত্তম জানতেন, চায়ের প্রশংসা না করলে সুচিত্রার মুখভার হয়ে যাবে। কিন্তু একদিন মজার ছলে চায়ে চুমুক দিয়ে বলেই ফেললেন, "উফ! ধুস, এ চা মুখেই দেওয়া যায় না!"

সঙ্গে সঙ্গেই সুচিত্রার মুখে যেন মেঘ জমে উঠল। অভিমানী ভঙ্গিতে বললেন, "তুই তো সবসময় মজা করিস!" উত্তম হেসে বললেন, "আরে না না, তোর চায়ের মতো ভালো চা তো আর কেউ বানাতে পারে না!"

এই ধরনের ছোট ছোট ঘটনাই প্রমাণ করে তাঁদের বন্ধুত্ব কতটা আন্তরিক ছিল। উত্তমের ভাই তরুণ কুমার বলেছিলেন, "রমাদি ছিলেন সত্যিকারের অভিজাত নারী। যশ, খ্যাতি, অর্থ— কোনো কিছুর অভাব ছিল না তাঁর। কিন্তু মধ্যবিত্ত বাঙালি সংস্কৃতি ও মূল্যবোধ তিনি গভীরভাবে লালন করতেন।" তরুণ কুমার আরও বলেন, "আমি রমাদির বাড়ি গেলে তিনি নিজে চা বানিয়ে খাওয়াতেন। এমন একজন বড় মাপের তারকা হয়েও আতিথেয়তার দিক দিয়ে ছিলেন অতুলনীয়।"

সুচিত্রা সেন ও উত্তমকুমারের সম্পর্ক ছিল ঠিক এমনই— অন্তরঙ্গ, বন্ধুত্বপূর্ণ এবং পারস্পরিক শ্রদ্ধায় পূর্ণ। তাঁদের এই সম্পর্ক বাংলা চলচ্চিত্রের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

পোস্ট ভালো লাগলে ফলো ও শেয়ার করুন ।

লাখ লাখ মধ্যবিত্ত পরিবার দেশভাগের ফলে তাদের পরিচিত জীবন থেকে বিচ্ছিন্ন হয়েছিল। বাড়িঘর, জীবিকা, শিক্ষা, এবং সামাজিক নির...
11/01/2025

লাখ লাখ মধ্যবিত্ত পরিবার দেশভাগের ফলে তাদের পরিচিত জীবন থেকে বিচ্ছিন্ন হয়েছিল। বাড়িঘর, জীবিকা, শিক্ষা, এবং সামাজিক নিরাপত্তা হারিয়ে নতুন জীবনের জন্য লড়াই করতে হয়েছে।

বাংলা ভাগের জন্য এককভাবে কাউকে দায়ী করা কঠিন, কারণ এর পেছনে ঐতিহাসিক, রাজনৈতিক, ধর্মীয় এবং উপনিবেশিক শাসনের বহুস্তরীয় কারণ ছিল। ব্রিটিশ সরকার, মুসলিম লীগ, কংগ্রেস এবং স্থানীয় নেতাদের ভূমিকা এই বিভাজনের জন্য দায়ী বলে মনে করা হয়। কিন্তু এর ফলে বিপর্যস্ত হয়ে পড়েছিল স্বাভাবিক জনজীবন।

অনেক হিন্দু-মুসলমানের মত দেশভাগের শিকার হয়েছিলেন কাজী খুরশীদুজ্জামান উৎপল ও তাঁর পরিবার। সম্প্রতি তিনি ফেসবুকে লিখেছেন,

" ------নয়নের জলে শান্ত হইল ব‍্যথা -------

১৯৪৭ এ দেশ ভাগ হওয়ায় আমার বাবা-মা দাদু-দিদার সাথে আমরা উদ্বাস্তু হয়ে এসেছিলাম ইস্ট পাকিস্তানে।

গতবছর আমি হুগলির শ্রীরামপুরে আমাদের বাস্তুভিটায় গিয়েছিলাম।

৫০ দে স্ট্রিট— একপাশে জি.টি রোড, অন‍্যপাশে দে স্টিট।

কিছু লোক জীর্ণ দোতলা বাড়িটিতে বসবাস করে; তারা মনে হয় ধোপার কাজ করে ওখানে।

বাড়িটি ১০০ বছর আগে যেমন ছিল তেমনিই আছে, তবে ভগ্নদশা।

পাশের বাড়ির রঞ্জা চক্রবর্তী দিদি আমাকে সারা বাড়ি ঘুরিয়ে দেখালেন।

প্রচুর ছবি তুলেছি আমি।

যতদূর শুনলাম বাড়িটি এখনো আমার দাদুর নামেই আছে, কারণ পশ্চিম বাংলায় স্থাবর সম্পত্তি দখল করে থাকা হয়তো যায়, তবে মালিক হওয়া যায় না।

আমি উচ্চকণ্ঠে আবৃত্তি করছিলাম রবীন্দ্রনাথের কবিতা দুই বিঘা জমি :

প্রাচীরের কাছে এখনো যে আছে
সেই আমগাছ একি!

রঞ্জা দিদির সাথে আমার যোগাযোগ আছে।

আমরা সবাই নিজের জন্মভূমিকে মাতৃভূমি মানি।

শুধু কিছু দুর্মুখ আমাদের মাঝে বিভেদ ছড়িয়ে চলেছে।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি।"

 ! ⚫⚪ মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে আইএসএলে খেলার জন্য প্রস্তুত রবি হাঁসদা।  সাদা-কালো ব্রিগেডে স্বাগত, রবি॥ ❤️        ...
11/01/2025

! ⚫⚪

মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে আইএসএলে খেলার জন্য প্রস্তুত রবি হাঁসদা।


সাদা-কালো ব্রিগেডে স্বাগত, রবি॥ ❤️



সন্তোষ ট্রফি জয়ী বাংলার অধিনায়ক চাকু মান্ডি ও সুমন দে কে রিজার্ভ টিম থেকে ইস্ট বেঙ্গল সিনিয়র টিমে রেজিষ্টার করা হয়েছ...
11/01/2025

সন্তোষ ট্রফি জয়ী বাংলার অধিনায়ক চাকু মান্ডি ও সুমন দে কে রিজার্ভ টিম থেকে ইস্ট বেঙ্গল সিনিয়র টিমে রেজিষ্টার করা হয়েছে আইএসএল এর মঞ্চে খেলার জন্য।

দুজনের প্রতি শুভেচ্ছা রইলো!! ❤️

ইস্টবেঙ্গল সিনিয়র টিমে এই মুহূর্তে বাঙালি ফুটবলারের সংখ্যা দাঁড়ালো ৯ জন।

••••• সুখিয়া ফরেস্ট ভিলেজ ----শিলিগুড়ি থেকে সুখিয়া পোখরির দূরত্ব ৬৯ কিমি এবং দার্জিলিং থেকে মাত্র ১৮ কিমি। ইন্দো-নেপা...
10/01/2025

••••• সুখিয়া ফরেস্ট ভিলেজ ----

শিলিগুড়ি থেকে সুখিয়া পোখরির দূরত্ব ৬৯ কিমি এবং দার্জিলিং থেকে মাত্র ১৮ কিমি। ইন্দো-নেপাল বর্ডারের নিকটবর্তী, এই গ্ৰামের উচ্চতা প্রায় ৭০০০ ফিট খুবই ছোট্ট এবং নিরিবিলি গ্ৰাম। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে এই গ্ৰামের অন্য রূপ এনে দেয়। সারাবছরই এখানকার তাপমাত্রা খুবই মনোরম। পাইন বৃক্ষের গভীর অরন্য, সবুজ চা বাগানের দ্বারা আচ্ছন্ন উপত্যকা থেকে ধীরে ধীরে ভূখন্ডের পরিবর্তনের সচিত্র রূপ এবং গন্তব্যে ভ্রমণকালে পার্বত্য ঠান্ডা হাওয়ায় পর্যটকদের মন উদ্বেলিত করে তুলবে। বসন্তকালে রডোডেনড্রন বৃক্ষ সুখিয়াপোখরির সমগ্র উপত্যকাকে বিস্ময়কর পরিবেশে সুসজ্জিত করে দর্শকদের উপহার দেবে। এর ২ কিমির মধ্যে রয়েছে পর্বতের উপরে অবস্থিত একটি ইকো ফ্রেন্ডলি ডেস্টিনেশান জোড়পোখরী । জোড়পোখরীতে পাইন বৃক্ষের সবুজ অরণ্যের মধ্যে অবস্থিত দুটি হ্রদের রূপবৈচিত্র্য অনুভব করতে পারবেন। সুখিয়াপোখরি গন্তব্যটি মানেভঞ্জন যাওয়ার পথেই রয়েছে। পর্যটকরা এখানে থেকে মানেভঞ্জন , সান্দাকফু, টুমলিং, ফালুট ও ভ্রমণ করতে পারবেন। সুখিয়াপোখরির নিজস্ব মার্কেট রয়েছে। যেখানে ভ্রমণকালে দেখা যাবে বিভিন্ন সম্প্রদায়ের লোকেদের শান্তিপূর্নভাবে একত্র বসবাসের স্পষ্ট ছবি। বরফাচ্ছন্ন পর্বতমালার আড়ালে সূর্যাস্ত হওয়ার সঙ্গে সঙ্গে ঘনকুয়াশাচ্ছন্ন করা আবার মহীয়ান পর্বতমালার উপর দিয়ে অরেঞ্জ রূপালোকিত সূর্যোদয় – অসাধারণ বিস্ময়। এপ্রিল থেকে মে এবং অক্টোবর থেকে নভেম্বর এখানকার সবচেয়ে ভালো সিজেনটাইম।

★আশেপাশে দর্শনীয় স্থান ----- দার্জিলিং, ঘুম, বাতাশিয়া, রক গার্ডেন, টাইগার হিল, গাগোপালধারা টি গার্ডেন, লেপচাজগত, সিমানা দারা, নেপাল পশুপতি ইত্যাদি দর্শনীয় স্থান গুলি দিনে দিনেই ঘুরে আসা যায়। তবে যে সমস্ত ভ্রমণপ্রেমীরা সাইটসিনের দৌড়ঝাপ পছন্দ করেন না, শুধুমাত্র প্রকৃতির নির্জনতাকে উপলব্ধি করতে চান তাদের জন্য সেরা ঠিকানা হবেে এই গ্ৰাম।

★ হোমস্টের খরচ-খরচা -----
••(অ্যাটাচ কটেজ রুম) @১,৭০০/- টাকা মাথাপিছু প্রতিদিন ব্রেকফাস্ট ও ডিনার সহ-(নূন্যতম চার'জন)।

••(নন অ্যাটাচ স্ট্যান্ডার্ড রুম) @১,৫০০/- টাকা মাথাপিছু প্রতিদিন ব্রেকফাস্ট ও ডিনার সহ-(নূন্যতম চার'জন)।

★নিউ জলপাইগুড়ি থেকে রিসর্ট পর্যন্ত একটি রিজার্ভ গাড়ির ভাড়া (আনুমানিক) @৪০০০/- টাকা মতো খরচ পরতে পারে।

Booking contact details -----
Call:~ 9123367093
WhatsApp:~ 7278818206

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Utmost Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share