10/08/2024
খুব তাড়া তাইনা?!!
আমি এতদিন ভাবতাম বাংলাদেশে যদি কেউ অসুস্থ হয় হসপিটালে যেতে যেতে অবস্থা আরো খারাপ হবে৷ বেশ কয়েকবার বিষয়টা নিয়ে কথাও বলেছি। ট্রাফিক পুলিশ মন-মত গাড়ি যেতে দিতেন। ৩/৪ বছর আগে আমারই একটা ফ্রেন্ড এক্সিডেন্ট করেছিল, ট্রাফিক পুলিশকে রিকুয়েষ্ট করা হয় এম্বুলেন্স ছেড়ে দেয়ার জন্য। উনি ছেড়ে দেয়নি। রাস্তায় কোন সিগনাল না থাকায় তার মত মত সে গাড়ি ছাড়ে। শ্যামলীতে হসপিটালে নিতে নিতে ফ্রেন্ড মারা যায়।।
এমন অনেক ঘটনা ঘটে কিন্তু কোন দিন এটার প্রতিবাদ কেউ করার সাহস পায়নি।
কিন্তু আপনি জানেন? বিদেশে এম্বুলেন্স এর জন্য আলাদা রাস্তা, তারা কোনো সিগনাল মানতে বাধ্য নয়৷
আমি কয়েকদিন ধরে দেখেছি সেই দৃশ্য আমাদের দেশে, এম্বুলেন্স কোথাও ১ সেকেন্ড দাড়াচ্ছে না।
আগে বাইক চলতে দেখেছি ফুটপাতে। ফাকা দিয়ে বাইক চলে যায়, হেলমেট পরেন না। এখন সেটা হচ্ছে না। আর এই সব কিছু ভাল লাগছে না কিছু লোকদের?!
যারা ট্রাফিক এর দায়িত্ব নিয়েছে এখন, তাদের সবার ট্রাফিক সেন্স থাকবে এটা কিভাবে আশা করেন? যারা গাড়ি চালায় তাদের কয়জনের আছে?
কিন্তু তারা সেটাই করছে যাতে আমাদের ভাল হয়, হটাৎ রুলস মানতে গিয়ে বিরক্ত হচ্ছে কিছু মানুষ, এটা তাদের ব্যর্থতা। এই ছাত্রদের বেতন দিয়ে ট্রাফিকের দায়িত্ব দেয়নি কেউ। তারা নিজেদের সময় নষ্ট করে আপনাকে আমাকে নিরাপত্তা দিচ্ছে। ওখানে আজ আপনার আমার থাকার কথা ছিল। এছাড়া যারা বেতন নিয়ে এই দায়িত্বে ছিলেন এত দিন, তাদের প্রায় সময় রিকশাওয়ালা মামাদের গায়ে হাত তুলতে দেখেছি। আরো কত কি!!!
কেউ তো প্রকাশ করল না এতদিন। আর আজ!! এই ছাত্রছাত্রীদের সাথে খারাপ ব্যবহার করতেও দুইবার ভাবছে না।
দয়া করে প্রশংসা করতে না পারেন, মনোবল ভেঙে দিয়েন না। ধন্যবাদ ❤️