21/07/2025
উত্তরার বিমান দুর্ঘটনা নিয়ে যারা রাজনৈতিক ফায়দা নিচ্ছেন, যারা ভাইরাল হওয়ার লোভে নৃশংস ছবি ছড়াচ্ছেন, ফুটেজের জন্য হাসপাতালে গিয়ে জড়ো হচ্ছেন, যারা এর ভেতরেও অপতথ্য ছড়াচ্ছেন, ঘটনাস্থলে এমন ভীড় করছেন যেন অ্যাম্বুলেন্স না ঢুকতে পারে, বাবা-মা না যেতে পারে, আল্লাহর দোহাই লাগে, প্লিজ থামেন।
এই রাষ্ট্র বছরের পর বছর শিশুদের উপর জুলুম করে গেছে। নিজেকেও সেই জুলুমকারীর কাতারে ফেলবেন না। অযথাই একের পর এক মৃত্যুর দায় আর এড়িয়ে যাওয়া সম্ভব না।