পুঁথিনিবাস

  • Home
  • পুঁথিনিবাস

পুঁথিনিবাস পুঁথিনিবাস অনলাইন বুকশপে আপনাকে স্বাগতম। আমাদের কাছে পাচ্ছেন সুলভ মূল্যে বিভিন্ন ধরনের বই।

জামেয়ার শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতার বই হলেও সবাই বইটি সংগ্রহ করে রাখতে পারেন।
17/08/2025

জামেয়ার শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতার বই হলেও সবাই বইটি সংগ্রহ করে রাখতে পারেন।

ড. শমসের আলী স্যারের বই 🔥
17/08/2025

ড. শমসের আলী স্যারের বই 🔥

জিনিসগুলো দারুণ লেগেছে। আনব নাকি আপনাদের জন্য?
16/08/2025

জিনিসগুলো দারুণ লেগেছে। আনব নাকি আপনাদের জন্য?

ইশক হচ্ছে একটি হিজাব। আর আশেক ও মাশুক হচ্ছে হাকিকতের চেহেরার নেকাব। এছাড়া ইশক ক্বলবের মধ্যে এমন একটি আগুনের নাম, যা মাহব...
14/08/2025

ইশক হচ্ছে একটি হিজাব। আর আশেক ও মাশুক হচ্ছে হাকিকতের চেহেরার নেকাব। এছাড়া ইশক ক্বলবের মধ্যে এমন একটি আগুনের নাম, যা মাহবুবকে ছাড়া সবকিছু জ্বালিয়ে দেয়।

—আনফাসুল আরেফীন।

ফিতনা ফাসাদের মুকাবেলায় আমাদের সঠিক আকিদালেখক: মাওলানা মুফতি মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুরবিষয়: আহলে সুন্নাত ওয়াল জামাতের ...
14/08/2025

ফিতনা ফাসাদের মুকাবেলায় আমাদের সঠিক আকিদা
লেখক: মাওলানা মুফতি মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর
বিষয়: আহলে সুন্নাত ওয়াল জামাতের শুরু থেকে সব আক্বিদা।
পৃষ্ঠা সংখ্যা ৬১৬,
শুভেচ্ছা হাদিয়া ৩০০ টাকা।

সারাদেশে কুরিয়ার ও হোম ডেলিভারির সুযোগ রয়েছে। বইটির সূচিপত্র দেখুন—
https://drive.google.com/file/d/1P-UQcbRzE1jFK8F-doi0IL2_9gHXHEZU/view?usp=drivesdk

বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন- 01791793494 WhatsApp.

বাংলা ভাষায় এমন অসংখ্য কবির আগমন ঘটেছে যারা কবিতায়- ছন্দে, চিত্রকলায়, রূপক উপমায় ও প্রতীকি ব্যবহারে ফুটিয়ে তুলেছেন প্রিয়...
14/08/2025

বাংলা ভাষায় এমন অসংখ্য কবির আগমন ঘটেছে যারা কবিতায়- ছন্দে, চিত্রকলায়, রূপক উপমায় ও প্রতীকি ব্যবহারে ফুটিয়ে তুলেছেন প্রিয়নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।

নবিজীবনের বাঁকে বাঁকে ঘটে যাওয়া আখ্যান কবিতার মোহন ভাষায় বর্ণনা করেছেন। অভিনব ছন্দের ঝংকারে লিখে গেছেন পৃথিবীর শ্রেষ্ঠতম সুন্দরের অনুপম সৌন্দর্যের কথা। রচনা করেছেন নবিপ্রেমের কালজয়ী কবিতা, যা আপন শিল্পশক্তিতে সূর্যের ঔজ্জ্বল্য নিয়ে মিনারের মতো দাঁড়িয়ে আছে বাংলা সাহিত্যে।

বাংলা কবিতার রূপ ও আঙ্গিক সতত একটি বিবর্তনের ভেতর দিয়ে পাড়ি দিয়েছে। প্রতিজন মৌলিক কবি নিত্যনতুন সুর ও প্যাটার্ন নিয়ে হাজির হয়েছেন কবিতায়। সেইসাথে রয়েছে দশকের বিচারে কবিতা ও ভাষার গুণগত পরিবর্তন। এ বইটির কবিতাগুলো পড়তে পড়তে পাঠক কবিতার সে বাঁকবদলের টের পাবেন। সেই পরম আশ্চর্য নজরুল থেকে সদ্য তিরোহিত আল মাহমুদ এবং এখনও কবিতার নদীতে সাঁতার কাটা আল মুজাহিদী, আবদুল হাই শিকদার- বাংলা কবিতার ঠিক একশ’ বছরের ইতিহাস ও রূপবদল পরোক্ষভাবে পরিদৃষ্ট হবে বইটিতে।

*
রাসুলকে নিবেদিত বাংলা সাহিত্যের কালজয়ী কবিতা
ভূমিকা ও গ্রন্থনা : জুবায়ের রশীদ
মূল্য: ৩২০ টাকা।

ইমাম শাফেয়ি রহিমাহুল্লাহু৷ মুসলিম ইতিহাসের দিকপাল আলিম৷ প্রধান চার ইমামের একজন।মিসরের বিগত শতাব্দীর প্রখ্যাত স্কলার শাইখ...
14/08/2025

ইমাম শাফেয়ি রহিমাহুল্লাহু৷ মুসলিম ইতিহাসের দিকপাল আলিম৷ প্রধান চার ইমামের একজন।

মিসরের বিগত শতাব্দীর প্রখ্যাত স্কলার শাইখ মুহাম্মাদ আবু জাহরা এই গ্রন্থে ফুটিয়ে তুলেছেন ইমাম শাফেয়ির বর্ণাঢ্য জীবন। যেখানে ইমাম শাফেয়ির জীবন এবং ইসলামি ফিকহ তথা আইনশাস্ত্র মিলেমিশে একাকার হয়ে গেছে৷ পাশাপাশি আলোচনা করেছেন তার সময়কাল, বেড়ে উঠার পরিবেশ এবং সে সময়কার ভ্রান্ত ফিরকাগুলো নিয়ে৷

এই গ্রন্থ পাঠের মধ্য দিয়ে আপনি ইমাম শাফেয়ির জন্ম, বেড়ে উঠা, জ্ঞানার্জন ও কর্মজীবনসহ জানতে পারবেন তার পুরো জীবনবৃত্তান্ত৷ বাড়তি হিসেবে পাবেন ইসলামি ফিকহ এবং উসুলে ফিকহের উৎপত্তি ও সূচনার ইতিহাস৷

ইমাম শাফেয়ি রাহিমাহুল্লাহ : জীবন ও সময়কাল
মূল: শাইখ মুহাম্মদ আবু জাহরা
অনুবাদক : মাহদি হাসান
মূল্য : ৩৩০ টাকা।

আসতেছে ইনশাআল্লাহ
14/08/2025

আসতেছে ইনশাআল্লাহ

দাতা গঞ্জেবখশ লাহোরি রহ রচিত এই 'কাশফুল মাহজুব' আপনাকে ফিতনার মাঝে ইমান ও আমল রক্ষাকারীর ভূমিকা পালন করবে। এই বই একটা গা...
13/08/2025

দাতা গঞ্জেবখশ লাহোরি রহ রচিত এই 'কাশফুল মাহজুব' আপনাকে ফিতনার মাঝে ইমান ও আমল রক্ষাকারীর ভূমিকা পালন করবে। এই বই একটা গাইডবুকের মতো, প্রতিটা পদক্ষেপে আপনাকে সিরাতে মুস্তাকিমের পথ বাতলে দিবে। সবাই সংগ্রহ করে পড়ে ফেলুন। স্বল্পে মূল্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

ইমামের কাব্যগ্রন্থ 🔥🔥নবিপ্রেমের মূল শিক্ষা, ইমানকে তাজা করা ও আকিদার প্রতিটি পাঠ পড়ানো এই কালামগুলো সংগ্রহ করে পড়া সবার ...
12/08/2025

ইমামের কাব্যগ্রন্থ 🔥🔥

নবিপ্রেমের মূল শিক্ষা, ইমানকে তাজা করা ও আকিদার প্রতিটি পাঠ পড়ানো এই কালামগুলো সংগ্রহ করে পড়া সবার উচিত। বাংলা কাব্যানুবাদ করেছেন উস্তাযুল উলামা আল্লামা হাফেজ আনিসুজ্জামান হুযুর।

মাওলানা জালালুদ্দিন রুমি রহ: নিয়ে রহস্যের অন্ত নেই। প্রভুর প্রতি প্রেমের যে শিক্ষা তিনি জগৎ জুড়ে ছড়িয়েছেন তা অতুলনীয়। বি...
11/08/2025

মাওলানা জালালুদ্দিন রুমি রহ: নিয়ে রহস্যের অন্ত নেই। প্রভুর প্রতি প্রেমের যে শিক্ষা তিনি জগৎ জুড়ে ছড়িয়েছেন তা অতুলনীয়। বিভিন্ন সাহিত্যিকের বিভিন্ন দৃষ্টিভঙ্গি। তেমনই একজন আব্দুল করিম। যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফারসি ও সাহিত্য বিভাগ থেকে পড়াশোনা শেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। আসুন তাঁর কথায় শুনি জালালুদ্দিন রুমি রহ: এর 'অধ্যাত্মবাদ'

মূল্য: ২৩০ টাকা

লেখকের কথাপ্রাক-ব্রিটিশ আমল এবং ব্রিটিশ আমলে বাংলার মুসলমানদের ইতিহাস পরস্পর বিপরীতমুখী। সুলতানী ও মুঘল আমলে মুসলমান সমা...
11/08/2025

লেখকের কথা

প্রাক-ব্রিটিশ আমল এবং ব্রিটিশ আমলে বাংলার মুসলমানদের ইতিহাস পরস্পর বিপরীতমুখী। সুলতানী ও মুঘল আমলে মুসলমান সমাজ যতটা অগ্রগতি সাধন করতে পেরেছিলো, ব্রিটিশ আমলে তা থমকে যায়। ব্রিটিশ শাসনের প্রথমার্ধে ব্রিটিশ শাসকদের শাসননীতি সম্পূর্ণভাবে হিন্দু জনগোষ্ঠীর পক্ষে গিয়েছিলো এবং তারা এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের অবস্থান পোক্ত করেছিলো। এর ফলে অটোমেটিক বাংলার মুসলমান সমাজের অবস্থান রাষ্ট্রীয় জায়গায় তো বটেই, সামাজিকভাবেও ম্রিয়মাণ হয়ে পড়েছিলো।

রাষ্ট্রে নিজেদের হিস্যা বুঝে নিতে এবং সামাজিকভাবে নিজেদের পুনর্গঠন করতে বাংলার মুসলমানের জন্য জাগরণ / পুনর্জাগরণ ছিল একপ্রকার অনিবার্য। এই অনিবার্য জাগরণের সূচনা হয় ১৮৫৭ সালের ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের প্রথম সশস্ত্র সংগ্রাম সিপাহী বিদ্রোহের পর। সশস্ত্র সংগ্রাম সাময়িকভাবে ব্যর্থ হবার পর মুসলমানদের প্রায় সকল পক্ষ একমত হয় যে, সামাজিকভাবে নিজেদের পুনর্গঠন করে রাষ্ট্রীয় হিস্যা নিশ্চিত না করতে পারলে মুসলমানদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নেই। ভাষা, সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, সংগঠন— সর্বোপরি সকল উপায়েই চেষ্টা শুরু হলো। স্যার সৈয়দ আহমদ লিখে, বক্তৃতা দিয়ে মুসলমানদের বোঝানোর চেষ্টা করলেন, ইংরেজদের ভাষা, রাষ্ট্রনীতি কবুল করে নিয়েই মুসলমানদের এগিয়ে যেতে হবে। মুসলমান সমাজে যতজন‌ই ইংরেজি শিক্ষায় শিক্ষিত ছিলেন ও সরকারের সাথে যুক্ত ছিলেন প্রায় সবাই এই নীতি কবুল করে নিয়েছিলেন। বাংলায় এই নীতির বাস্তবায়নে সিরিয়াসলি কাজ শুরু করেছিলেন নবাব আবদুল লতিফ।

এভাবেই বাংলার মুসলমানদের সামাজিক পুনর্গঠন ও রাষ্ট্রে নিজেদের হিস্যা বুঝে নেয়ার কার্যক্রম শুরু হয়, উনিশ শতকের শেষদিকে। ঠিক তখনই হিন্দু সমাজের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয় গো-রক্ষিণী সভা, গো-রক্ষা আন্দোলন— গরু রক্ষার কর্মসূচি। হিন্দু সমাজের যে কাস্ট সিস্টেম তাতে তাদের যে কোনো দাবি-দাওয়া সাধারণত উচ্চবর্ণের বাবুদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। গরু রক্ষা কর্মসূচিতেও এর কোনো ব্যতিক্রম ঘটেনি। এই কর্মসূচি প্রায় পুরোটাই কুক্ষিগত ছিল জমিদারদের মধ্যে, উচ্চবর্ণের বাবুদের সহায়তায়। গরু রক্ষা আন্দোলন মূলত হিন্দুদের ধর্মরক্ষার অংশ হিসেবেই শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে ধর্মরক্ষার চেয়ে জমিদারদের স্বার্থরক্ষা ও ব্রাহ্মণ্য আধিপত্যবাদের ঢাল হিসেবেই ব্যবহৃত হয়েছে।

কেবল ব্রিটিশ আমলে নয়, বরং এই ভূখণ্ডে মুসলমানরা সংগঠিত হবার শুরু থেকেই গরু জবাই নিয়ে আপত্তির মুখে পড়েছে। বাংলায় সবচেয়ে প্রভাব বিস্তারকারী সুফি হজরত শাহজালালের আগমন ও সিলেটে বসবাসের পেছনে গরু জবাইয়ের অধিকার হরণের ঘটনা জড়িত। হজরত শাহজালালের‌ও পূর্বে আসা সুফি, বাবা আদম শহীদ রাজা বল্লাল সেনের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন, গরু জবাইয়ের ইস্যুতে। এই ঐতিহাসিক সূত্রগুলো তো আগে থেকেই মুসলমানদের মাথায় ছিল, সাথে যুক্ত হয়েছে হিন্দু জনগোষ্ঠীর গরু রক্ষার সাংগঠনিক কার্যক্রম। সময়টাও খেয়াল রাখা জরুরী, যখন মুসলমানরা পুনর্জাগরণের মাধ্যমে রাষ্ট্রে নিজেদের হিস্যা নিশ্চিত করতে বদ্ধপরিকর। মুসলমানদের গরু জবাইয়ের অধিকারের বিরুদ্ধে হিন্দু সমাজের যে সাংগঠনিক কার্যক্রম তাকে মুসলমানরাও সিরিয়াসলি নিলো। বিভিন্ন জায়গায় নিজেদের সুসংগঠিত করলো গরু রক্ষা আন্দোলনের বিরুদ্ধে এক হয়ে লড়াই করতে। বিশেষত, মীর মশাররফ যখন হিন্দু সমাজের গরু রক্ষা আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে লেখা শুরু করলেন, তারপর মুসলমান সমাজের ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া ছিল ঐতিহাসিক এক ঘটনা। ব্রিটিশ আমলে বোধহয় সেই প্রথম ইভেন্ট, যেখানে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে সামাজিক ও সাংস্কৃতিক অবস্থান ব্যক্ত করতে পেরেছিলো। যার ফলশ্রুতিতে ব্রিটিশ শাসকরাও মুসলমানদের স্বতন্ত্র স্বার্থ নিয়ে ভাবতে বাধ্য হয়েছিলো।

এই ব‌ইতে আমরা সেই ঐতিহাসিক ইভেন্টের কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরার চেষ্টা করেছি। বিশেষত গরু রক্ষা আন্দোলনে জমিদারদের ভূমিকা এবং তাদের আর্থ-সামাজিক স্বার্থ কিভাবে জড়িয়ে পড়েছিলো। মুসলমানদের অধিকারবিরোধী আন্দোলনে মীর মশাররফের সংহতিকে কেন্দ্র করে মুসলমান মধ্যবিত্তের যে ঐক্যবদ্ধ লড়াই, মামলাসহ, এ বিষয়েও বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

আমরা দাবি করছি না যে, কোনো ঐতিহাসিক তথ্য আমরা আবিষ্কার করেছি কিংবা নতুন কোনো তত্ত্ব হাজির করেছি। চেষ্টা করেছি, এই ঐতিহাসিক ইভেন্ট নিয়ে যেসব লেখাপত্র পাওয়া যায় তার বিশ্লেষণধর্মী উপস্থাপন করতে। পাঠকরা যেন দলিল থেকে নিজেরাও চাইলে আরো পয়েন্ট আউট করতে পারেন সেজন্য কিছু গুরুত্বপূর্ণ দলিল সংযুক্ত করা হয়েছে। উদ্ধৃতির ক্ষেত্রে লেখকের বানান হুবহু রাখা হয়েছে; মীর মশাররফের গো-জীবন’র বানান হুবহু রেখে দিলে পাঠক ক্ষেত্রবিশেষ নাও বুঝতে পারেন এই ধারণায় কিছু বানান চলনসই করা হয়েছে।

—লেখকের কথা থেকে
মোহাম্মদ আবু সাঈদ

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when পুঁথিনিবাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পুঁথিনিবাস:

  • Want your business to be the top-listed Media Company?

Share