Gobindaganj 24 News

  • Home
  • Gobindaganj 24 News

Gobindaganj 24 News News Portal of Gobindaganj

07/04/2025


গোবিন্দগঞ্জ, ৭ এপ্রিল

পারগয়ড়া বাজার : ফুটবলের বাঁশিতে জেগে ওঠা এক বাজারের গল্পগোবিন্দগঞ্জ উপজেলার একটি প্রাণবন্ত গ্রাম পারগয়ড়া। প্রায় ৪০০ বছরে...
24/03/2025

পারগয়ড়া বাজার : ফুটবলের বাঁশিতে জেগে ওঠা এক বাজারের গল্প

গোবিন্দগঞ্জ উপজেলার একটি প্রাণবন্ত গ্রাম পারগয়ড়া। প্রায় ৪০০ বছরের প্রাচীন এই গ্রামটিকে অনেকেই মজার ছলে গুমানীগঞ্জ ইউনিয়নের "রাজধানী" বলে ডাকেন। তবে এই গ্রাম শুধু নামেই নয়, ইতিহাস-ঐতিহ্যের দিক থেকেও বেশ সমৃদ্ধ। বিশেষ করে ১৯৯০-এর দশকে গড়ে ওঠা পারগয়ড়া বাজারের জন্মকাহিনি যেন এক রূপকথার গল্পের মতো।

বৃটিশ আমল থেকেই এই গ্রামের বেশ নাম ডাক রয়েছে। তবে এই গ্রামের একমাত্র বাজারটির জন্ম কিন্তু অনেক পরে। ১৯৯০ এর দশকের আগে বৃটিশ আমলে প্রতিষ্ঠিত পারগয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত ইউনিয়ন পরিষদ ভবন (বর্তমানে আলোর ভুবন পাঠাগার), ডাকঘর (পোস্ট অফিস), গুমানীগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্র ও এর সংলগ্ন কোয়াটার, একটি নাট্যমঞ্চ (এটি মূলত একটি অডিটোরিয়াম। যা বিডি হল নামে পরিচিত হলেও এটি ছিল মূলত নাট্যমঞ্চ। এটিকে কেন্দ্র করেই পরিচালিত হতো পারগয়ড়া সমাজ উন্নয়ন সংস্থা। বর্তমানে ভবনটি পরিত্যক্ত), এরশাদ আমলে প্রতিষ্ঠিত কৃষি অফিস (বর্তমানে নেই) ছিল করতোয়া নদীর তীরে গোবিন্দগঞ্জ-দাড়িদহ সড়কের পাশে বর্তমান বাজার এলাকায়। সাথে কিছু ভাসমান দোকান দিনের বেলায় বসত রাস্তার পাশে। তবে স্থায়ী বাজার তখনও ছিল না।

১৯৯০-এর দশকের শুরু। সারা দেশ তখন বদলের হাওয়ায় দুলছে। আর সেই পরিবর্তনের ছোঁয়া এসে লাগল এক ছোট্ট গ্রাম — পারগয়ড়া। বাজার বলতে তখন দু-একটি ভাসমান দোকান আর ধানের মাঠের পাশে চায়ের টং ঘর।

১৯৯০-এর দশকের শুরুর সেই সময়টা যেন আজও জীবন্ত হয়ে আছে পারগয়ড়ার মাটিতে। গ্রামের নিভৃত কোণ থেকে জন্ম নিয়েছিল এক অনন্য ইতিহাস — "শাহ আব্দুল হামিদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট"। এটি শুধু একটি ফুটবল প্রতিযোগিতা ছিল না; এটি ছিল পারগয়ড়ার আত্মপরিচয়ের এক নতুন সূচনা।

বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার প্রয়াত এডভোকেট শাহ আব্দুল হামিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পারগয়ড়া সমাজ উন্নয়ন সংস্থা (পাসউস) উদ্যোগ নেয় এই টুর্নামেন্ট আয়োজনের। তখনকার দিনে এমন আয়োজন এক অকল্পনীয় বিস্ময় হিসেবে ধরা দিয়েছিল। টুর্নামেন্টের মাঠে পা রেখেছিলেন সেসময়ের জাতীয় লীগের তারকা ফুটবলাররা, আর তাদের খেলায় মুগ্ধ হয়ে দূর-দূরান্ত থেকে ছুটে আসা মানুষের ঢল নেমেছিল।

মাঠের চারপাশে বাঁশের তৈরি সাময়িক গ্যালারি, হাতে বানানো পতাকা, আর গ্রামের ছেলেদের ঢাক-ঢোলের শব্দ — মুখরিত থাকত পুরো পারগয়ড়া । গুরুত্বপূর্ণ ম্যাচগুলোয় হাজার হাজার দর্শকের গগনবিদারী চিৎকারে বাতাস কেঁপে উঠত। বিকেলের রোদের আভায় বাঁশের গোলবারের সামনে গোল করার সেই মুহূর্তগুলো আজও বহু মানুষের মনে গেঁথে আছে।

টুর্নামেন্ট চলেছিল প্রায় তিন মাস ধরে। প্রতিটি দিন ছিল উৎসবের মতো। খেলা শেষ হতেই বাজারে জমে উঠত আড্ডা। ভাসমান চা দোকানের বেঞ্চিতে বসে খেলার বিশ্লেষণ চলত রাত অবধি।

পারগয়ড়ার ইতিহাসে এক অদ্ভুত পরিবর্তন আসে এই এক ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে, যা শুধু খেলার আনন্দই দেয়নি, বরং একতা ও সমবায়ের শক্তি প্রদর্শন করেছে। টুর্নামেন্টটি পারগয়ড়ার সামাজিক ও অর্থনৈতিক চেহারা পাল্টে দিয়েছে।

খেলা হতো বিকেলে, আর সেসময় রাস্তার পাশে ভাসমান দোকানীরা তাদের পসরা সাজিয়ে বসে যেত। চায়ের দোকান, মিষ্টির দোকান - একে একে দোকানগুলো খুলতে থাকে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে দর্শকদের ভিড় জমত। মানুষজন সন্ধ্যার পরও ভাসমান দোকানের বেঞ্চিতে চায়ের আড্ডায় মত্ত থাকত, আর দোকানগুলো গভীর রাত পর্যন্ত খোলা থাকত।

তবে, তখন গ্রামে বিদ্যুৎ ছিল না, তাই দোকানগুলো আলোকিত হত হারিকেন, কুপি বাতি, আর ল্যাম্পোর আলোয়। দীর্ঘদিন ধরে চলা টুর্নামেন্টের কারণে পারগয়ড়ায় ভাসমান দোকানের সংখ্যা বাড়তে থাকে। টুর্নামেন্ট শেষ হলেও অনেক দোকানিই স্থায়ীভাবে ব্যবসা চালিয়ে যেতে শুরু করে। । এরই ধারাবাহিকতায় অনেকেই স্থায়ী দোকান খুলে বসেন, আর সেখান থেকেই গড়ে ওঠে পারগয়ড়া বাজার।

সে সময়ের নিস্তব্ধ গ্রাম হঠাৎই জীবন্ত হয়ে ওঠে, যেন ফুটবল খেলা শুধু আনন্দ নয়, একটি নতুন যুগের সূচনা করেছে। এই পরিবর্তন শুধু পারগয়ড়ার চেহারা বদলায়নি, এটি প্রমাণ করেছে যে, খেলা মানুষকে একত্রিত করতে পারে এবং অর্থনৈতিক জীবনে নতুন প্রাণ সঞ্চার করতে পারে।

আজকের পারগয়ড়া বাজার শুধু পণ্য কেনাবেচার জায়গা নয়, এটি এক ইতিহাসের সাক্ষী। মাঠের প্রতিটি ঘাসের ডগায় লেগে আছে সেই সোনালি দিনের স্মৃতি, যখন ফুটবলের বাঁসিতে জেগে উঠেছিল পুরো গ্রাম। সেই টুর্নামেন্টের দর্শকদের করতালির শব্দ, রাতের অন্ধকারে ঝলমল করা হারিকেনের আলো, আর দোকানিদের হাসিমুখ যেন এখনও বাজারের বাতাসে ভাসে। পারগয়ড়ার গল্পটা তাই শুধু একটা গ্রামের গল্প নয়। গল্পটা ইতিহাসের, ঐতিহ্যের।

তথ্যসূত্র : জাকির হোসনে - তৎকালীন সাধারণ সম্পাদক, পাসউস

© মো. সাঈদ আল সাহাব

- ছবিটি বেশ অনেক দিন আগের

10/03/2025

সারাদেশে নারী ও শিশু ধর্ষ*ণের প্রতিবাদে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিচারের দাবীতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

গোবিন্দগঞ্জ করতোয়া নদীর চর অঞ্চল জুড়ে চোখ জুড়ানো সরিষা ক্ষেতের সকাল। ছবি তুলেছে Nature 360
15/02/2025

গোবিন্দগঞ্জ করতোয়া নদীর চর অঞ্চল জুড়ে চোখ জুড়ানো সরিষা ক্ষেতের সকাল। ছবি তুলেছে Nature 360

গোবিন্দগঞ্জের অন্যতম প্রাচীন একটি বৃক্ষের নাম  নাচুনি গাছ। (গ্রামের লোকেরা নাচুনি গাছ নামে ডাকে)মূলত এটি একটি জামের গাছ।...
10/02/2025

গোবিন্দগঞ্জের অন্যতম প্রাচীন একটি বৃক্ষের নাম নাচুনি গাছ। (গ্রামের লোকেরা নাচুনি গাছ নামে ডাকে)

মূলত এটি একটি জামের গাছ। এই গাছের বয়স আনুমানিক ৩৫০ বছর। প্রচলিত গল্প আছে, আজ থেকে ৩০০-৪০০ বছর আগে নদীর চর জেগে উঠে কয়েকটি ইউনিয়ন শিবপুর, মহিমাগঞ্জ, কোচাশহর। সেই চরের একটি অংশ নল্লি বিল (নুরুলিয়ার বিল)।

বিলের জেগে উঠা অংশে প্রথমে এই নাচুনি গাছ কালের সাক্ষী হয়ে আছে।

29/01/2025
 #গোবিন্দগঞ্জে ইপিজেড চাই
15/01/2025

#গোবিন্দগঞ্জে ইপিজেড চাই

27/09/2024

মাদক বিরোধী মানববন্ধন
শনিবার, ২৮ সেপ্টেম্বর, সকাল ১১:৩০
স্থানঃ গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ

"মাদক বিরোধী আন্দোলনের মানববন্ধন আপনিও চলে আসুন"

মাদক বিরোধী আন্দোলন গোবিন্দগঞ্জ'র মানবন্ধনে যোগ দিনস্থানঃ গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠসকাল ১১:৩০ মিনিট। ২৮ সেপ্ট...
25/09/2024

মাদক বিরোধী আন্দোলন গোবিন্দগঞ্জ'র মানবন্ধনে যোগ দিন
স্থানঃ গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ
সকাল ১১:৩০ মিনিট। ২৮ সেপ্টেম্বর।

এতদ্বারা অত্র এলাকায় সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে- আপনারা অবগত আছেন যে  ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেন...
10/09/2024

এতদ্বারা অত্র এলাকায় সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে- আপনারা অবগত আছেন যে ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চলমান আছে।

উক্ত ট্রেন এর মহিমাগঞ্জে কোনো যাত্রা বিরতি নাই। তাই উক্ত বুড়িমারী এক্সপ্রেস এর যাত্রা বিরতি আদায়ের লক্ষ্যে আগামীকাল বিকাল ৩ টায় (১১-০৯-২০২৪ রোজঃবুধবার) মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনে, অত্র এলাকার সর্বসাধারণকে উক্ত বুড়িমারী এক্সপ্রেস যাওয়ার সময় শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য, উপস্থিত থাকার আহ্বান জানানো হইলো,

আহ্বানেঃগোবিন্দগঞ্জ ও সাঘাটা উপজেলার সর্বস্তরের জনসাধারণ।

আগামীকাল ৫ই সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণ...
04/09/2024

আগামীকাল ৫ই সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে গোবিন্দগঞ্জে "শহীদি মার্চ" অনুষ্ঠিত হবে।

জমায়েতের স্থানঃ গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়।

গোবিন্দগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এর সকল ছাত্রকে সকাল ১০টায় উপস্থিত থাকার আহ্বান করা হচ্ছে।

Address

Gobindaganj Highway

Alerts

Be the first to know and let us send you an email when Gobindaganj 24 News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share