
03/09/2025
মানুষ সবচেয়ে বেশি প্রেমে পড়ে কিসের জানেন ?
কথার!
শব্দ চয়ন, অভিব্যক্তি, গলার স্বর, মননশীলতা ইত্যাদি।
এই আকর্ষণ এক অদ্ভূত চুম্বক, শুনতে না চাইলেও শুনতে বাধ্য। নিশির ডাকের মতো। মানুষ চলে যাবে, সংযোগ শেষ হয়ে যাবে কিন্তু সে কথাগুলো কানে বেজেই চলবে সারাজীবন।
শব্দ! শব্দচয়ন!!
শুধু শব্দ দিয়ে কাউকে মেরে ফেলা যায়, শব্দ দিয়ে স্বপ্ন দেখানো যায়, শব্দ দিয়ে একটা যুদ্ধ বাধিয়ে ফেলা যায়।
🖊️ দেবাশীষ গুহ