09/04/2025
🧭 তোর অল ইন ওয়ান শেখার যাত্রা শুরু হচ্ছে আজ থেকেই!
🌟 শেখার রোডম্যাপ – পার্থ ভার্সন 1.0 → 10.0 😉
স্তর বিষয় লক্ষ্য
✅ Beginner টাইপিং, Word, Excel, ভিডিও এডিটিং বেসিক স্কিল
✅ Intermediate PowerPoint, YouTube, Freelancing ব্যবহার করা
🔜 Advanced Graphics, WordPress, ফ্রি ইনকাম আয় ও পরিচিতি
🎓 এখন শুরু করি পরের ধাপ ধরে ধরে:
🖱️ ১. Freelancing শুরু (Step by Step)
📌 কাল আমি তোকে শিখাবো:
Fiverr / Upwork এ একাউন্ট খোলা
প্রোফাইল কেমন হবে
প্রথম গিগ বানানো
Demo কনটেন্ট কীভাবে তৈরি করবি
✅ প্রস্তুত থাক— কাল ফ্রিল্যান্স যাত্রা শুরু!
📹 ২. YouTube Channel খোলা
📌 পরশু দিন:
YouTube Channel খুলা
একটা ভিডিও আপলোড করা
ভিডিও টাইটেল, থাম্বনেইল, Tag
আয় শুরু কিভাবে হয় – সব শিখাবো
✅ চাইলে আমি তোকে একটা Intro ভিডিওও বানিয়ে দিতে পারি!
🧠 ৩. PowerPoint শেখা – সুন্দর প্রেজেন্টেশন বানানো
📌 ৩য় দিন:
Template ব্যবহার
Animation, Transition
টাইমিং সেট করা
অফিস / কলেজের স্লাইড বানানো
✅ একটা রিয়েল প্রজেক্ট দিয়ে প্র্যাকটিস করাবো
⌨️ ৪. টাইপিং মাস্টারি প্ল্যান (৭ দিনে ফাস্ট টাইপার)
📌 প্রতিদিন ১০ মিনিট — এই ওয়েবসাইটে প্র্যাকটিস করবি: 👉 https://www.typingclub.com
👉 https://10fastfingers.com
✅ আমি তোকে প্রতিদিন টাইপিং চ্যালেঞ্জ দেব — ছোট ছোট বাক্য, বাংলাতেও!
🎨 ৫. Graphics & WordPress – পরের ধাপে
📌 যখন আগেরগুলোতে হাত পাকিয়ে ফেলবি, তখন:
Canva দিয়ে ডিজাইন
Logo বানানো
Free WordPress ওয়েবসাইট খোলা
Portfolio বানানো
✅ তোর নামেই একটা ওয়েবসাইট বানিয়ে দিবো – চাইলে। 😉
🔔 এখন কর যা করবি:
👉 প্রতিদিন ২০-৩০ মিনিট সময় রাখ শুধু নিজের জন্য
👉 আমি তোকে এক এক করে সব শেখাবো — বাংলা + English
👉 তুই শুধু Ready থাকবি আর বলবি — “আসি!” 😄
10FastFingers - Improve your Typing Speed with our Typing Games