
04/01/2025
খুব শীগ্রই খেলা কিন্তু শুরু হয়ে যাবে। আপনারা রেডি তো! Kawasaki Ninja ZX 25R.
২৪৯ সিসি, ৪ টা সিলিন্ডার ১৬ ভ্যালভ, DOHC ইঞ্জিন।
৫০ হর্স পাওয়ার যেটা এক্সট্রা এয়ারবক্সের সাহায্যে ৫১ হর্স পাওয়ার পর্যন্ত উৎপাদন করতে পারে ১৫৫০০ rpm-এ এবং সর্বোচ্চ rpm ১৭০০০। টর্ক একটু কম ২২.৯ নিউটন মিটার। স্পিড ওঠে স্লো কিন্তু এই বাইকের সাউন্ড বাংলাদেশের সকল বাইকের চেয়ে ব্যাতিক্রমি ও বাইকারদের পাগল করে দেওয়ার মতো। বিশ্বাস না হলে ইউটিউবে গিয়ে ZX 25R sound লিখে সার্স করে একটা ভিডিও দেখে আসেন, তারপর একটা কমেন্ট করেন।