₱ɄⱤɆ ⱠØVɆ

  • Home
  • ₱ɄⱤɆ ⱠØVɆ

₱ɄⱤɆ ⱠØVɆ Where There Is Love �,There Is Life � Bangladesh

-ভাল বন্ধু,ভাল বই এবং একটি শান্ত বিবেক;এটি আদর্শ জীবন।"🌺🥀
11/06/2022

-ভাল বন্ধু,ভাল বই এবং একটি শান্ত বিবেক;
এটি আদর্শ জীবন।"🌺🥀

-মানুষ টা চাইলেই তোমাকে হাজারটা প্রশ্ন করতে পারে যার উওর দিতে তোমার কন্ঠ সুর কেপেঁ উঠবে। কিন্তু মানুষটা তোমাকে ভালোবাসে ...
05/11/2021

-মানুষ টা চাইলেই তোমাকে হাজারটা প্রশ্ন করতে পারে যার উওর দিতে তোমার কন্ঠ সুর কেপেঁ উঠবে। কিন্তু মানুষটা তোমাকে ভালোবাসে তাই হয়তো সব এড়িয়ে চলে।

মানুষ টা চাইলেই তো তোমাকে সারাদিন অনেক মানসিক যন্ত্রণা দিতে পারে কিন্তু সে তা করে না কারন তোমাকে ভালো রাখতেই সে তোমার জীবনে এসেছে। তাই হয়ত সব মানিয়ে নেয়।

মানুষটা চাইলেও তোমার অবহেলা গুলো মেনে নিয়ে ছেড়ে চলে যেতে পারে কিন্তু যায় না কারন একটা সময় যে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল।

প্রতিটা পদক্ষেপ এ মানুষ তার প্রিয় মানুষকে ঘিরে থাকতে চায়। যারা ভালোবাসে তারা সব সময় চায় নিজের মানুষটার সাথে থাকতে।🥀

12/10/2021

কি অবাক হচ্ছেন দেখে 😯, যেতে ইচ্ছে করছে অনেক , চিন্তা করবেন না , যেতে পারবেন এটা আমাদের সবার কক্সবাজার 🖤

09/10/2021

-Shera Boyfriend.., 🙂🥀

05/10/2021

-ওই দেখা যায় সুবলং ঝর্ণা। অনেক টা নাপিত্তছড়ার মত দেখতে লেগেছে! কাপ্তাই লেক, রাঙ্গামাটি🥀❣️

05/10/2021

Our Rangamati city

02/10/2021

-একটি সুন্দর সকাল❤️🖤
বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত,🖤

28/09/2021

-নিলগীরি বান্দারবান🥀🥀

28/09/2021

-সাজেক ভ্যালী কংলক পাহাড় ❤️🥀

The Best book in the world Holy Quran ❣️❣️
26/09/2021

The Best book in the world Holy Quran ❣️❣️

একেই বলে সম্প্রীতি ----🥀গ্রামটিতে একজন মুসলমানও নেই। আশেপাশের ১০/১৫ কিলোমিটার এলাকাতেও একজন মুসলমানের খোঁজ মিলবে না । অথ...
19/09/2021

একেই বলে সম্প্রীতি ----🥀

গ্রামটিতে একজন মুসলমানও নেই। আশেপাশের ১০/১৫ কিলোমিটার এলাকাতেও একজন মুসলমানের খোঁজ মিলবে না । অথচ এই গ্রামে একটা মসজিদ রয়েছে প্রায় ১৫০ বছরের পুরানো।
প্রতিদিন সকালে মসজিদটি ধোওয়া হয়। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কেউ নেই, তবে আজান দেয়া হয়। গ্রামের কেউ আজান দিতে পারেন না। বাইরে থেকে একজন মৌলবী আনা হয়েছিল, তিনিই আজান দিতেন। এই মুয়াজ্জিনের জন্য নিজেদের সাধ্যমতো মাইনের ব্যাবস্থা করেছিলেন, গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষ। কিন্তু, তিনি বেশীদিন থাকেন নি।
আজান দেবে কে ? অগত্যা, টেপ রেকর্ডারে লোড করা আজান বাজিয়ে দেওয়া হয় যথা সময়ে।
অভুতপূর্ব সাম্প্রদায়িক সম্প্রীতির এই নিদর্শন দেখতে আপনাকে যেতে হবে ভারতের বিহারের নালন্দা জেলার মারী গাঁও - তে।
১২ টি সুউচ্চ মিনার, ৩ টি বিশাল গম্বুজ নিয়ে
স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে এই মসজিদ। দেশভাগের সময় বহু মুসলিম পরিবার চলে যান এই গ্রাম থেকে। কিছু অবশিষ্ট মুসলিম রুজি রোজগারের খোঁজে শহরে চলে গেছেন। কিন্ত মুসলমান শূন্য এই গ্রামের মসজিদটি গুড়িয়ে দেয়া হয়নি । বরং গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষ
আগলে রেখেছেন এই মসজিদ টি কে।
মসজিদটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। গ্রামের হিন্দুরা নিজেদের সাধ্যমতো চাঁদা দিয়ে তা সারানোর এর কাজ শুরু করেছেন।
গ্রামে কোনো উৎসব অথবা দেওয়ালীর দিনে মন্দিরের সাথে সাথে এই মসজিদ ও আলোক-সজ্জায় সেজে ওঠে। গ্রামে কোনো বিয়ে হলে আজও মন্দিরের সাথে সাথে মসজিদে গিয়ে আশীর্বাদ নেওয়ার রীতি প্রচলিত রয়েছে। কেউ মারা গেলে শবদেহ মসজিদের পাশ থেকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়।
সূত্র: নানা সংবাদ মাধ্যম 🥀

যদি কোন ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে,আল্লাহ তার কোন ইচ্ছা অপূর্ন রাখেন না।🖤🌸- হযরত আলী (রাঃ)
17/09/2021

যদি কোন ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে,আল্লাহ তার কোন ইচ্ছা অপূর্ন রাখেন না।🖤🌸
- হযরত আলী (রাঃ)

16/09/2021

- Congratulations 😊

- person আপনাকে কুয়াকাটা নিয়ে যাবে 💔🥰

15/09/2021

কাঁশবন😍
সোনারগাঁ, নারায়ণগঞ্জ।

12/09/2021

-Just Wow...😊🥀

-ধ‍্যানের পর গৌতম বুদ্ধ বিশ্রাম নিতে যাবেন। এমন সময় এক দরিদ্র ব্যক্তি গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করলোঃ "আমি এতো দরিদ্র কেন?"জ...
12/09/2021

-ধ‍্যানের পর গৌতম বুদ্ধ বিশ্রাম নিতে যাবেন। এমন সময় এক দরিদ্র ব্যক্তি গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করলোঃ "আমি এতো দরিদ্র কেন?"

জবাবে গৌতম বুদ্ধ বললেনঃ "কারন তুমি দান কর না এবং করতেও জানো না।"

দরিদ্র ব্যক্তি বললঃ "আমার তো দান করার মত কিছুই নেই।"

অতঃপর গৌতম বুদ্ধ বললেনঃ "দান করার মত অনেক জিনিস আছে তোমার কাছে, যা কারো কাছেই কম নেই (অর্থাৎ তা ধনী-গরীব সবার কাছেই সমপরিমাণ থাকে)। আর তা হল..

১. চেহারাঃ যা দ্বারা তুমি সুখ ও আনন্দের হাসি উপহার হিসেবে অন্যদের দিতে পারো।

২. মুখঃ যা দ্বারা তুমি মাধুর্য্যপূর্ণ উৎকৃষ্ট কথা বলে মানুষকে আনন্দ ও উৎসাহ প্রদান করতে পারো।

৩. হৃদয়ঃ যা তুমি আন্তরিকতা ও উদারতা দ্বারা অন্যদের জন্য উন্মুক্ত করে দিতে পারো।

৪. চোখঃ যা দ্বারা তুমি দয়া ও ভালোবাসার সাথে অন্যদের দেখতে পারো।

৫. দেহঃ যা দ্বারা তুমি নিজের শ্রমের মাধ্যমে অন্যদের সাহায্য প্রদান করতে পারো।
আর তাই তো তুমি একেবারেই দরিদ্র নও। মূলত হৃদয়ের দারিদ্রতাই প্রকৃত দারিদ্রতা, আর্থিক দারিদ্রতা মূল দারিদ্রতা নয়।🥀

12/09/2021

you are my everything! ❤️🧚🏿‍♀️

জীবনের হিসাব --- তন্ময় হোসেন বিদ্যেবোঝাই বাবুমশাই চড়ি সখের বোটেমাঝিরে কন, "বলতে পারিস সূর্যি কেন ওঠে ?চাঁদটা কেন বাড়ে কম...
04/09/2021

জীবনের হিসাব
--- তন্ময় হোসেন

বিদ্যেবোঝাই বাবুমশাই চড়ি সখের বোটে
মাঝিরে কন, "বলতে পারিস সূর্যি কেন ওঠে ?
চাঁদটা কেন বাড়ে কমে ? জোয়ার কেন আসে ?"
বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যালফেলিয়ে হাসে।
বাবু বলেন, "সারা জনম মরলিরে তুই খাটি,
জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি।"

খানিক বাদে কহেন বাবু "বলত দেখি ভেবে
নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে ?
বলত কেন লবণপোরা সাগর ভরা পানি ?"
মাঝি সে কয়, "আরে মশাই অত কি আর জানি ?"
বাবু বলেন, "এই বয়সে জানিসনেও তা কি
জীবনটা তোর নেহাৎ খেলো, অষ্ট আনাই ফাঁকি ?"

আবার ভেবে কহেন বাবু "বলতো ওরে বুড়ো,
কেন এমন নীল দেখা যায় আকাশের ঐ চূড়ো ?
বলত দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন ?"
বৃদ্ধ বলে, "আমায় কেন লজ্জা দেছেন হেন ?"
বাবু বলেন, "বলব কি আর, বলব তোরে কি তা,--
দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা।"

খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে,
বাবু দেখেন, নৌকোখানি ডুবল বুঝি দুলে !
মাঝিরে কন, "একি আপদ ! ওরে ও ভাই মাঝি,
ডুবল নাকি নৌকো এবার ? মরব নাকি আজি ?"
মাঝি শুধায়, "সাঁতার জানো ?" --মাথা নাড়েন বাবু,
মূর্খ মাঝি বলে, "মশাই, এখন কেন কাবু ?
বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে,
তোমার দেখি জীবন খানা ষোল আনাই মিছে।"

"One touch of nature makes the whole world kin."_William Shakespeare♥️
30/08/2021

"One touch of nature makes the whole world kin."

_William Shakespeare♥️

-মৃত্যু আর বিয়েতেকী অদ্ভুত মিল!তোমার পাল্কি উঠলো!আমার খাটিয়া উঠলো!ফুল তোমার উপরেও ঝরলো!ফুল আমার উপরেও ঝরলো!তফাত ...
30/08/2021

-মৃত্যু আর বিয়েতে
কী অদ্ভুত মিল!

তোমার পাল্কি উঠলো!
আমার খাটিয়া উঠলো!

ফুল তোমার উপরেও ঝরলো!
ফুল আমার উপরেও ঝরলো!

তফাত শুধু এটুকুই ছিলো,
তুমি সেজে গেলে!
আমাকে সাজিয়ে নিয়ে গেলো!

তুমিও নিজের ঘরে চললে!
আমিও নিজের ঘরেই চললাম!

তফাত শুধু এটুকুই ছিলো -
তুমি নিজেই উঠে গেলে!
আমাকে উঠিয়ে নিয়ে গেলো!

মাহফিল ওখানেও ছিলো!
লোকজন এখানেও ছিলো!

তফাত শুধু এটুকুই ছিলো -
ওখানে সবাই হাসছিলো!
এখানে সবাই কাঁদছিলো!

কাজী ওখানেও ছিলো!
মৌলভী এখানেও ছিলো!

দুটো আয়াত তোমার জন্যে পড়লো!
দুটো আয়াত আমার জন্যে পড়লো!
তোমার বিয়ে পড়ালো!
আমার জানাজা পড়ালো!

তফাত শুধু এটুকুই ছিলো -
তোমাকে করলো আপন!
আমাকে করলো দাফন!

লেখায়: তন্ময় হোসেন 🌸

হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প....আমরা বিয়ে করি ২০১০ সালের মাঝামাঝি। আমরা ব্যাচমেট ছিলাম, এরপর বেস্ট ফ্রেন্ড থেকে জীবনসঙ্গী। দুজন...
30/08/2021

হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প....

আমরা বিয়ে করি ২০১০ সালের মাঝামাঝি। আমরা ব্যাচমেট ছিলাম, এরপর বেস্ট ফ্রেন্ড থেকে জীবনসঙ্গী। দুজনেই তখন মেডিসিনে এফসিপিএসের ট্রেনিং করছি, হাসপাতালে রোগী দেখতে অনেক সময় দিতে হয়।

মাস চারেক পর আমি অসুস্থ হয়ে পড়ি। প্রায়ই জ্বর আসতো, ধারণা করা হয় যে কাজের অনেক চাপ যাচ্ছে দেখে এমন হচ্ছে। কিন্তু অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছিল। ১০৪-১০৫ ডিগ্রি জ্বর উঠে যাচ্ছিল, সাথে ইউরিনারি রিটেনশনও দেখা দেয়। কোনভাবেই ডায়াগনোসিস করা সম্ভব হচ্ছিল না। এমআরআই করে ডাক্তাররা ধারণা করেন যে আমার সিএনএস টিউবারকিউলোসিস হয়েছে। তখন আমার পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছিল। কথা জড়িয়ে যেত, সাথে মেমোরি লস দেখা দেয়। কাছের মানুষদেরও চিনতে পারতাম না, এমনকি আমার স্ত্রীকেও না।

টিউবারকিউলোসিসের চিকিৎসা এবং এর পাশাপাশি স্টেরয়েড নেবার পর আমি কিছুটা সুস্থ হই, হাসপাতাল থেকে বাসায় চলে আসি। কিন্তু এসময়ই প্রথম প্যারালাইসিসের লক্ষণ দেখা দেয় আমার মাঝে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয়া হয় যে আমাকে সিংগাপুর নেয়া হবে। এখানে আমাকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয় যার মধ্যে টাকা জোগাড় করাটা প্রধান ছিল।

তখন আমার দুই পায়ে শক্তি কম, হুইলচেয়ারে বসিয়ে ক্যাথেটার লাগিয়ে আমাকে সিংগাপুরে নিয়ে যাওয়া হয়। এসময় আমার সার্বক্ষণিক সঙ্গী ছিল নাফিসা। আমাকে সারাক্ষণ দেখাশোনা করা এবং সেই সাথে বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ ও পালন করে।

ডাক্তারের পরামর্শে সিংগাপুর থেকে আমাকে ইন্ডিয়া পাঠানো হয়। এখানে ওষুধের পাশাপাশি আমাকে ফিজিওথেরাপি দেয়া হয়, ফলে স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়। আমি তখন ওয়াকিং স্টিকে ভর দিয়ে হাঁটতে পারতাম। ২০১২ সালের মাঝামাঝি নাগাদ দেশে ফেরত আসি। এসময় আমি আর নাফিসা এমআরসিপি পার্ট ওয়ান আর টু পাশ করি।

২০১২ সালের শেষের দিকে আমার স্বাস্থ্যের দ্রুত অবনতি হয়। শেষ পর্যন্ত সিংগাপুর থেকে ডায়াগনোসিস হলো যে আমার সিরিনগোম্যায়ালিয়া নামে স্পাইনাল কর্ডের খুব রেয়ার একটা ডিজিজ হয়েছে। কয়েকবার স্পাইনাল সার্জারি করলাম, কিন্তু সেটা খুব একটা ফলপ্রসূ হলো না। এই সময়েই শুরু হলো পুরো শরীরে প্রচণ্ড স্নায়বিক ব্যথা ও আমার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হয়। সবরকম ওষুধ এমনকি শক্তিশালী ওপিওয়েড ও হাই ডোজ স্টেরয়েড দিয়েও ব্যথা নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। শেষ চেষ্টা হিসেবে আমার পেটে একটি যন্ত্র বসিয়ে দেয়া হয় যেখান থেকে মরফিন সরাসরি আমার মস্তিষ্কে পাম্প করা হয়।

আমার বর্তমান যে শারীরিক অবস্থা, তাতে আবার পূর্বের মত হওয়া সম্ভব নয়। বর্তমানে ট্রিটমেন্ট প্ল্যান হলো অসুখটা ও সিমটমগুলো যতদূর সম্ভব নিয়ন্ত্রণ করা। আমি যে এই পর্যন্ত আসতে পেরেছি তাতে সবচেয়ে বেশি ভূমিকা আমার স্ত্রীর ও আমার বাবা মায়ের। মাঝখানে প্রায় দুই বছর আমি পুরোই বিছানায় ছিলাম। নিজে উঠে বসতে পারতাম না, বাইরের আলো বাতাস পর্যন্ত দেখিনি। এসময় নাফিসার যত্ন আর সঙ্গই আমাকে বাঁচিয়ে রেখেছিল।

অনেক ভেবে ওকে আমি বলেছিলাম যে আমাকে ছেড়ে চলে যেতে। কারণ আমি মাঝখানে কয়েকবার মৃত্যুর সম্মুখীন হই এবং আমার যে শারীরিক অবস্থা তাতে আমার ভবিষ্যৎ নিয়ে খুব একটা আশা ছিলনা।

কিন্তু নাফিসা আমাকে ছেড়ে যায়নি। আমার কখনোই মনে হয়নি যুদ্ধটা আমার একার। আমার পাশে একসাথে, কখনো বা আমার চাইতেও বেশি কষ্ট ও ত্যাগ স্বীকার করে নাফিসা আমার সাথে লড়ে গেছে। মাঝখানে আমার রক্তশূন্যতা দেখা দেয়, হিমোগ্লোবিল লেভেল চারের নিচে নেমে গিয়েছিল। তখন নাফিসাই রক্তদান করে আমার জীবন রক্ষা করে।

এত কিছুর পরেও যে আমি পোস্ট গ্র‍্যাজুয়েশন করতে পেরেছি, তাতেও নাফিসার অবদান সবচেয়ে বেশি। আমি জীবন নিয়ে কখনোই হাল ছাড়িনি। আমার যত্ন নিতে গিয়ে নাফিসা ওর পড়াশোনা থেকে প্রায় চার বছর দূরে সরে আসে। আমি ওকে আবার পড়াশোনায় ফিরতে উৎসাহিত করি।

নাফিসা এমআরসিপি ফাইনাল পার্ট দেবার সিদ্ধান্ত নেয় এবং আমার নামও এন্ট্রি করে দেয়। ফলে আমিও একরকম বাধ্যই হই প্রস্তুতি নিতে। প্রস্তুতি নেবার সময় শারীরিক অংশটুকুই ছিল সবচেয়ে কঠিন। প্রচণ্ড ব্যথা ও অ্যাডিসন’স ক্রাইসিস নিয়ে প্রস্তুতি নেই। এসময় আমার ব্লাড সুগার তিনের নিচে নেমে যেত এবং রক্তচাপও কমে যেত। হাই ডোজ স্টেরয়েড নিয়ে এগুলো নিয়ন্ত্রণ করতে হয় তখন। ২০১৭ সালে আমি আর নাফিসা কাছাকাছি সময়ে এমআরসিপি পাশ করি।

এখন চেম্বারও করতে পারছি, নিয়মিত রোগী দেখি। নাফিসা কখনোই বিশ্বাস হারায়নি আমার উপর আর আমাকেও বিশ্বাস করতে শিখিয়েছে যে জীবনে প্রতিকূলতার পরেও ভাল সময় আসতে পারে। ওর কারণেই আমি ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখি, এত কষ্টের মাঝেও বেঁচে থাকার প্রেরণা পাই। ভালবাসা যে সব প্রতিকূলতাকে জয় করতে পারে, আমার স্ত্রীই তার সবচেয়ে বড় প্রমাণ।

---Dr. Nafisa Akter & Dr. Adeeb Hasan

-কে চায় না জীবনে সফল হতে?🥀-আমরা যখন জীবনে সফলতা অর্জন করার জন্য চেষ্টা চালাই, ঠিক তখনি আমারা নিজে নিজেই কিছু ভুল সিদ্ধান...
29/08/2021

-কে চায় না জীবনে সফল হতে?🥀

-আমরা যখন জীবনে সফলতা অর্জন করার জন্য চেষ্টা চালাই, ঠিক তখনি আমারা নিজে নিজেই কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি...😔

সিদ্ধান্তগুলো এমন হয় -

যে সকল বিষয়ে আমাদের জ্ঞান কিংবা অভিজ্ঞতা নেই, যে সকল বিষয়কেই আমরা সফল হবার উপায় হিসেবে বিবেচনা করি । আর মনে মনে ভাবি, ওমুক ভাই যেহেতু ঐটা করে এত উপরে উঠেছে, আমি তাহলে কেন পারবো না ।

অথচ এই কাজ সম্পর্কে আমার কিঞ্ছিত পরিমান ধারণাই নেই!

আমরা ভুলে যাই যে, আমাদের প্রত্যেকের সফলতার চাবি লুকিয়ে আছে, আমাদের নিজেদের জ্ঞান-অভিজ্ঞতার মধ্যেই। এখন আমাদের দরকার শুধু এই জ্ঞান এবং অভিজ্ঞতাকে ঠিকমতো কাজে লাগানো।

আর মনে মনে বিশ্বাস করা,
"যে বিষয়ে আমার জ্ঞান আছে, সেই বিষয়ে চেষ্টা করলে আমি অবশ্যই সফল হবো ইনশাআল্লাহ।”🥀

-তোমাকে ছোঁয়ার নেইতো আমার সাধ্য!🙂🖤
22/08/2021

-তোমাকে ছোঁয়ার নেইতো আমার সাধ্য!🙂🖤

-সবথেকে সুন্দর সম্পর্ক হলো হলো... দুটি চোখের!🥰-একসাথে খোলে আর একসাথে বন্ধ হয়!🥰-একসাথে কাঁদে আবারএকসাথে ঘুমায়!🥰তাও আবার স...
22/08/2021

-সবথেকে সুন্দর সম্পর্ক হলো হলো...
দুটি চোখের!🥰

-একসাথে খোলে আর
একসাথে বন্ধ হয়!🥰

-একসাথে কাঁদে আবার
একসাথে ঘুমায়!🥰
তাও আবার সারাজীবন
একে অপরকে না দেখেই...🌺🥀

22/08/2021

-আহমেদ সাগর ক্যাফে🌺🥀

রামেরকান্দা, কেরানিগঞ্জ, ঢাকা।

Address


Alerts

Be the first to know and let us send you an email when ₱ɄⱤɆ ⱠØVɆ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ₱ɄⱤɆ ⱠØVɆ:

Videos

  • Want your business to be the top-listed Media Company?

Share