
17/08/2025
জুলাইযোদ্ধা ২ শিক্ষককে হত্যার হুমকি, রাবিপ্রবির ৪ শিক্ষকসহ ২৫০ শিক্ষকের বিবৃতি
জুলাই বিপ্লবের সম্মুখের যোদ্ধা
দুই বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎসকে প্রকাশ্যে হত্যার প্ররোচনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ৪ শিক্ষকসহ ২৫০ জন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষক।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেন তারা।
বিবৃতি দেওয়া রাবিপ্রবির শিক্ষকরা হলেন- সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম পাটওয়ারী, সহকারী অধ্যাপক ড. মো. ফখরুদ্দীন, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন এবং সহকারী অধ্যাপক জি এম সেলিম আহমেদ।