
30/06/2025
আমার এক সিনিয়র আপুকে দেখতাম সারাক্ষণ আইসক্রিম খেতো। আপুর বাসায় গেলেই সে আইসক্রিম জুটতো আমার রিজিকে। একবার জিজ্ঞেস করলাম, আপনার ফ্রিজে সবসময়ই আইসক্রিম থাকে কেন? আপু বলেছিলেন, তোমার ভাইয়া নিয়ে আসে। একটা শেষ হওয়ার আগেই। প্রেমের শুরুতে গল্পে গল্পে তারে বলেছিলাম আমি ছোটবেলায় তেমন দামী আইসক্রিম খাইনি কখনও। টিফিনের যা পয়সা দিতো তাতে কিনতে পারতাম না। সেই থেকে তোমার ভাইয়ার এক অভ্যাস হয়ে গেল। রাজ্যের নানান ফ্লেভারের আইসক্রিম খুঁজে খুঁজে নিয়ে আসা।
ভালোবাসা কত সহজ! অকপটে, নির্দ্বিধায় শৈশবের অভাব, অপ্রাপ্তি, ইচ্ছা যারে বলা যায় আর যে তা স্মরণে রাখে। A real life 'When life gives you tangerines', huh? ❤️