10/07/2024
সকাল সন্ধ্যার আমল গুলো—
আলহামদুলিল্লাহ। ফজর ও আসর নামাযের পর বিশেষ করে এই আমল করা হয়। আমল মানে প্রতিদিন নিয়মিত পড়া। আপনি যে সব গুলা আমল করতেই হবে তা না। আপনি যতটা পারবেন আমল করবেন। তবে কোনদিন বাদ দিতে পারবেন না। ১ টাই আমল করেন সমস্যা নাই। বাট প্রতিদিন আমল করবেন।
এই আমল পিরিয়ড এর সময় ও করা যায়। নামায না পড়ে কোরআন না ছুয়ে শুধু মুখে মুখে পড়ে আমল করতে পারবেন এই সময়। (১, ১৬, ১৭ কোনভাবেই বাদ দিয়েন না)
১।আয়াতুল কুরসী( সকাল ও বিকাল ১ বার পাঠ করলে বদনজর,জিনশয়তান থেকে হেফাজতে থাকা যায়। মৃত্যুর পরেই জান্নাত লাভ হয়।)
২।৩ বার সুরা নাস, ফালাক,আর এখলাস পাঠ করলে তা সারাদিনের নিরাপত্তার জন্য যথেষ্ট। সুরা কাফিরুন পাঠ করলে শিরক গুনাহ থেকে বেচে থাকা যায়।
৩। সাইয়্যেদুল ইস্তেগফার। এটা আমল করলে জান্নাতি হোয়া যায়,। তাছাড়া নিয়মিত আমল করলে দোয়া কবুল হয়।
৪। সকালে ও বিকালে এই দোয়া পাঠ করলে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করা হয়ে যায়
اللّٰهُمَّ مَا أَصْبَحَ (أَمْسَى) بِيْ مِنْ نِعْمَةٍ أَوْ بِأَحَدٍ مِنْ خَلْقِكَ فَمِنْكَ وَحْدَكَ لاَ شَرِيْكَ لَكَ، فَلَكَ الْحَمْدُ وَلَكَ الشُّكْرُ
আল্লা-হুম্মা মা আসবাহা (আমসা) বী মিন নি‘মাতিন আউ বিআহাদিন মিন খালক্বিকা ফামিনকা ওয়াহ্দাকা লা শারীকা লাকা, ফালাকাল হাম্দু ওয়ালাকাশ্ শুক্রু
, আবূ দাউদ ৪/৩১৮, নং ৫০৭৫;
৫। দুনিয়া ও আখেরাতের সকল চিন্তাভাবনার জন্য আল্লাহ্ই যথেষ্ট হবেন
সাত বার বলবে, সকালে ও বিকালে
حَسْبِيَ اللّٰهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ
হাসবিয়াল্লা-হু লা ইলা-হা ইল্লা হুয়া, ‘আলাইহি তাওয়াক্কালতু, ওয়াহুয়া রব্বুল ‘আরশিল ‘আযীম
আবূ দাউদ ৪/৩২১;
৬।এই দোআ পড়লে কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না
সকাল ওবিকাল তিন বার বলবে,
بِسْمِ اللّٰهِ الَّذِيْ لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِيْ الْأَرْضِ وَلاَ فِيْ السَّمَاءِ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ
বিস্মিল্লা-হিল্লাযী লা ইয়াদ্বুররু মা‘আস্মিহী শাইউন ফিল্ আরদ্বি ওয়ালা ফিস্ সামা-ই, ওয়াহুয়াস্ সামী‘উল ‘আলীম
আবূ দাউদ, ৪/৩২৩, নং ৫০৮৮
৭।এই দোয়া সকালে বকালে ৩ বার পড়লে কিয়ামতের দিনে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়
رَضِيْتُ بِاللّٰهِ رَبًّا، وَبِالْإِسْلاَمِ دِيْنًا وَّبِمُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا
রদ্বীতু বিল্লা-হি রব্বান, ওয়াবিল ইসলা-মি দীনান, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লা-হু ‘আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যান
আহমাদ ৪/৩৩৭; নং ১৮৯৬৭;
৮।এই দোআ যে বাশি পড়বে তার চেয়ে কেউ উৎকৃষ্ট হবে না কিয়ামতের দিন
অন্তত একশত বার বলবে, (সকাল ও বিকাল)
سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهِ
আমি আল্লাহর প্রশংসাসহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি।
সুবহা-নাল্লা-হি ওয়া বিহামদিহী
মুসলিম ৪/২০৭১, নং ২৬৯২
৯।দশটি দাসমুক্তির অনুরূপ ও একশত সাওয়াব পাওয়ায যায়। শয়তান থেকে বেচে থাকা যায়। সকালে ও বিকালে ১০ বার অথবা (অলসতা লাগলে) ১ বার বলবে অথবা একশত বার বলবে,
لاَ إِلَهَ إِلاَّ اللّٰهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু, ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর
[৩] বুখারী, ৪/৯৫, নং ৩২৯৩;
১০।চিন্তা করুন সারা সকাল ইবাদাতের চেয়ে ওজনে ভারি হবে দোয়া পড়ল।
শুধু সসকালে তিনবার বলবে)
سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ، وَرِضَا نَفْسِهِ، وَزِنَةَ عَرْشِهِ، وَمِدَادَ كَلِمَاتِهِ
সুব্হা-নাল্লা-হি ওয়া বিহামদিহি ওয়া আদাদা খালক্বিহী, ওয়া রিদা নাফসিহী, ওয়া যিনাতা ‘আরশিহী, ওয়া মিদা-দা কালিমা-তিহী।
মুসলিম ৪/২০৯০, নং ২৭২৬।
১১।উপকারী জ্ঞান, পবিত্র রিযিক এবং কবুলযোগ্য আমলের দো'আ
তিন বার সকালবেলা বলবে,
اللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَيِّبًا، وَعَمَلًا مُتَقَبَّلًا
আল্লা-হুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফে‘আন ওয়া রিয্কান তাইয়্যেবান ওয়া ‘আমালান মুতাক্বাব্বালান
১২।] সকাল অথবা বিকালে যেকোন সময়ে প্রতি দিন ১০০ বার বলবে,
أَسْتَغْفِرُ اللّٰهَ وَأَتُوْبُ إِلَيْهِ
আস্তাগফিরুল্লাহ ওয়া আতূবু ইলাইহি
আমি আল্লাহ্র কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তাঁর নিকটই তাওবা করছি
বুখারী (ফাতহুল বারীসহ) ১১/১০১, নং ৬৩০৭; মুসলিম ৪/২০৭৫, নং ২৭০২।
১৫।যেকোন বিষধর প্রাণীর, অথবা মানুষের ক্ষতি থেকে নিরাপত্তা পাওয়া যাবে এই দোয়া পড়লে
তিন বার বিকালবেলা বলবে,
أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
আ‘ঊযু বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাতি মিন শাররি মা খালাক্বা।
আল্লাহ্র পরিপূর্ণ কালেমাসমূহের ওসিলায় আমি তাঁর নিকট তাঁর সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই।
আহমাদ ২/২৯০, নং ৭৮৯৮;
১৬। কিয়ামতের দিন রসুলুল্লাহ (স:)এর সুপারিশ লাভ সকালে ও বিকালে দশবার বলবে,
اللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
আল্লা-হুম্মা সাল্লি ওয়াসাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ
হে আল্লাহ! আপনি সালাত ও সালাম পেশ করুন আমাদের নবী মুহাম্মাদের উপর।
, মাজমা‘উয যাওয়ায়েদ ১০/১২০;
১৭। ৩৩ বার সুবাহানল্লাহ, আলহামদুলিল্লাহ ৩৪ বার আল্লাহু আকবার পড়া।