Md.Rasel Rana Shuvo

  • Home
  • Md.Rasel Rana Shuvo

Md.Rasel Rana Shuvo জীবন সুন্দর যদি সুন্দর ভাবে সাজানো যায়���

12/08/2025

১ টা দিন ঠিকই জায়গা টা শুন্য হবে...কিন্তু কর্তব্যে ধর্য্যের বিচারে সেদিন ও গ্রহনযোগ্যতা হারাবে এটাই বুঝি..... ডট ডট ডট

12/08/2025

ভালোবাসা বেশি প্রকাশিত হলেই মানুষ হারিয়ে যায়.. আসলে পৃথিবীতে ভালোবাসা বলতে কিছুই নেই,,, প্রয়োজনে সাময়িক কাছে টেনে নেয় এতোটুকুই...

05/08/2025

Al bida...

02/08/2025

২ আগষ্ট শনিবার
#মহীয়সী
শুনো মায়াবতী আমাকে হারালে তোমার আহামরি কোনো ক্ষতি হবে না, কারণ তুমি তো চাঁদ-তোমাকে হাজার লোক ভালোবাসতে চাইবে।

তোমার ইনবক্সে প্রতিদিনই ভালোবাসার প্রস্তাব জমা পড়বে, তোমার হাসির ছবি দেখে অচেনা মানুষও মুগ্ধ হবে।

তবে আমি?

আমি আরেকটা 'তুমি' খুঁজে পাবো না, যাকে এতটা নিঃস্বার্থভাবে ভালোবেসে ছিলাম, যার এক টুকরো খুশির জন্য নিজের কষ্টগুলো গিলে ফেলতাম।

তুমি হারাওনি, আমি হারিয়েছি-এই ভাবনা নিয়েই হয়তো বেঁচে থাকব, তবুও, একদিন হয়তো কোনো রাতে চাঁদের আলোয় একাকিত্ব গায়ে মেখে তুমি ঠিকই ভাববে-"একটা মানুষ তো ছিল, যে একমাত্র সত্যি করে ভালোবেসেছিল আমাকে..."
......... ~~~শুভ....

29/07/2025

শুধু সময়ের অপেক্ষা,, যখন হারিয়ে যাবো তখন আফসোস করার মতো কেউ থাকবে না.. এর মতো প্রশান্তির আর কিবা হতে পারে...

20/07/2025

২১ জুলাই সোমবার
1:59 am
#মহীয়সী
জানো মায়াবতী তুমি আয়নার পাশের সেই মেয়ে,
যার হাসিতে লুকিয়ে আছে বসন্তের কবিতা।

তুমি পেছন ফিরলে সময় থেমে যায়, তোমার চোখে তাকালেই মন হারিয়ে যায়।

তুমি নীল শাড়ির নীরব আকর্ষণ, তোমার লাজুক চাহনি আমার প্রথম প্রেম।
তুমি শুধু একটা মুহূর্ত নও, তুমি আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন।
জানো মায়াবতী :তুমিই আমার সেই কলঙ্ক!
যেই কলঙ্ক ছাড়া আমার অস্তিত্ব নেই!🕊️
আর যখনই সেই চাহনি মন ফেরায় অবলায়,
আমি যেনো হারাই নিজেকেই ধ্বংসের লীলায়।

হ্যাঁ আমি ভালো আছি, শব্দের নিরবচ্ছিন্ন নিরবতায়, অনুভবের আলো _ছায়ায়,........

.... ~~শুভ....

30/06/2025

১ জুলাই ২০২৫
মঙ্গলবার
ওগো আমার অনুভবের তুমি
আমার বুকের পাজরের অবিচ্ছেদ্য অংশ
আমার মহারানী...!
"তুমি প্রেমিকা না হয়ে,
একটি প্রেমের ঘর হইও।
আমি ক্লান্তি ভুলে ভালোবাসা মেখে,
নির্দ্বিধায়` ঘুমিয়ে রবো তোমার বুকে!!❤️😍

~~~...শুভ..💞

29/06/2025

২৯ জুন ২০২৫
রবিবার
শুনো মায়াবতী
তোমার ঐ ডাগর দুটি চোখে চোখ পড়লেই..
শ্রেষ্ঠ মাতাল..!
না হয় শ্রেষ্ঠ বেহায়া হই আমি..! 💞

... ~~শুভ..

13/06/2025

শুনো শুভ যদি তুমি সহজেই হার মেনে নাও,
তাহলে তোমার গল্পটা এখানেই শেষ......

আর যদি তুমি রুখে দাঁড়াও
দুরন্ত পথিকের মতো মনোবল হয় তিব্র..!
তাহলে গন্তব্য সহজলভ্য..

তাই নিজেই নিজের সমালোচনা করো,,
কেননা আত্বসমালোচনা
জীবনকে গতিশীল করতে সহায়তা করে..!

~~~~..শুভ....

28/05/2025

শুনো শুভ জীবনে চলার পথে নমনীয় হইয়ো...
কেননা জুলুম কারীকে ধ্বংশ করতে মুখের বুলি কিংবা শক্তির দরকার নেই
আক্রান্ত ব্যক্তির দীর্ঘশ্বাসই যথেষ্ট...
তাই কারো উপকার করতে না পারো,,

অন্তত এমন ভাবে জীবন সাজাও তোমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়...
সর্বদা সকল অবস্থান এর জন্য
আলহামদুলিল্লাহ বলে খুশি থাকো অচিরেই দেখবা তোমার আল্লাহ তোমার হয়ে গেছে.. 💞

28/05/2025

জানো শুভ বিনা অর্থে দুঃখ কেনা যায় "
কিন্তু যদি তুমি সুখ কিনতে চাও...
তাহলে তোমাকে শখ বিক্রি করতে হবে...!
এটাই জীবন আর প্রকৃতির নিয়ম.. 🖤

27/05/2025

শুনো শুভ
নিজের ক্ষতের ব্যথা যদি টের পাও..!
তাহলে তুমি জীবিত,
আর যদি অন্যের ব্যথা টের পাও তাহলে তুমি মানুষ,,... 🖤
আর যেদিন মানুষ হবে,
সেদিন স্বয়ং আল্লাহ তোমার হয়ে যাবে...!! 💞

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.Rasel Rana Shuvo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share