28/09/2021
Best update ever.. 😍😍😍
Bye bye chrono.... 😍😍😍
*Collected from Free Fire Alchemist
দেখে নিন কাল আপডেটে কী কী আসতে যাচ্ছে
𝙈𝘼𝙄𝙉𝙏𝘼𝙉𝘼𝙉𝘾𝙀 𝘽𝙍𝙀𝘼𝙆
𝗙𝗥𝗘𝗘 𝗙𝗜𝗥𝗘 𝗢𝗕30 𝗨𝗣𝗗𝗔𝗧𝗘
আগামীকাল/২৮ তারিখ সকাল ১০.০০ টা থেকে সন্ধ্যা ০৭.০০ টা পর্যন্ত গেমের সার্ভার বন্ধ থাকবে এসময়ে কেউ গেমে ঢুকতে পারবেন না।
কাল আসছে নতুন আপডেট চলুন দেখে নিই কি কি থাকছে নতুন আপডেটেঃ👇
১) Clash Squad 6v6 খেলতে পারবেন কাষ্টম রুমে
২) Clash Squad এ ম্যাপ এডজাস্ট করবে। ক্লক টাওয়ারে যারা নিচে থাকে তারা। কম সুবিধা পায় এবং মার্স ইলেক্ট্রিকে জোন যাতে ঘরের মধ্যে পরে এসব ঠিক করবে।
৩) ভেন্ডিং মেশিন ওয়ারড্রব এর মতো ম্যাপের কোনায় কোনায় পরবে🐸
৪) রিভাবল পয়েন্ট শেষ হবার কাউন্টডাউন সময় দেখতে পারবেন
৪.১) রিভাবণ পয়েন্ট দিয়ে কতক্ষণ পরে আবার রিভাইব করা যাবে সেটা দেখাবে
৪.২) সম্ভবত অর্ধেক রিভাইব দিয়ে যদি এনিমির দৌড়ানি খান তারপরও টিমমেট রিভাইব হয়ে যাবে
৫) জোনের বাহিরে থাকলে ১০% করে ড্যামেজ খাবেন। পুশারদের কপাল পুরলো
৬) Chrono স্কিল ডাইন করলো আরো এবং Wukong এর ঘাস হবার পরে স্পিড কমবে আর Andrew আগে যে পরিমাণ ড্যামেজ সহ্য করতো সেটা এখন আরো কমিয়ে আনা হয়েছে
৭) ট্রিটমেন্ট Sniper নামে নতুন মিনি হিলিং গান আসছে
৮) SPAS এর রেঞ্জ বাড়বে , নাইফের ড্যামেজ আর রেট অফ ফায়ার বাড়বে , গ্রেনেড এর ড্যামেজ কমবে , P90 এর ড্যামেজ বাড়বে , SKS স্কোপ করে থাকার সময় ড্যামেজ বাড়াবে , Vector এর সব কমবে😂
৯) ম্যাচের রিপ্লাই দেখা যাবে (যেটা Beta)পর্যায়ে আসবে কিছু সিলেক্টেড ডিভাইস এর জন্য
১০) গিল্ডে সম্পূর্ণ নতুন User Interface (UI) আসবে।
১১)প্লেয়ার রা ফেলে দেয়ার সময় আইটেম গুলা ভাগ ভাগ করে ফেলতে পারবে
১২) ক্ল্যাশ স্কোয়াডে প্লেয়ারদের স্টার কাউন্ট ইনগেইম ক্ল্যাশ স্কোয়াড লিডারবোর্ডে দেখা যাবে.. অনেকটা ফুল ম্যাপের মতো
১৩) টিম ফর্ম করার মেনুতে চ্যাট বাবল অপশন অন হবে
১৪) ডিকয় গ্রেনেডের লুক মিনি ম্যাপে আরো ভালো করা হয়েছে
১৫) ভেস্টের ডিউরেবেলিটির জন্য নতুন দু'টো এটাটমেন্ট আসবে।
১৬) নতুন পেট Agent Hop যা জোনের বাহিরে HP দিবে।
১৭) আপডেটের পর পিসি প্লেয়ার মোবাইল প্লেয়ারদের সাথে খেলতে পারবে না মানে একই ম্যাচে পরবে না।
১৯)গাড়ি থেকে গুলি মারা যাবে&গেমপ্লে রেকর্ড করা যাবে আলাদা কোন অ্যাপ ছাড়াই
২০) নতুন ক্যারেক্টার দুটিই মেলঃ
২০.১) হাসেনঃ সে এনিমিকে মারার পর এনিমির লোকেশন দেখাবে নির্দিষ্ট জায়গা পর্যন্ত। অনেকটা মোকোর ভাই
২০.২)লিওনঃ যুদ্ধ থেকে বাচার পরে সে HP দিবে🥲
এছাড়াও Free Fire Max কাল গ্লোবালি রিলিজ পাবে এবং হয়তো আমাদের ভিপিএন দিয়ে খেলতে হতে পারে।কিন্তু রিলিজ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
কার কাছে কেমন লাগলে আপডেট?
আজ গুগলের জন্মদিন এসব তথ্য গুগল থেকেই নেওয়া।
ধন্যবাদ Google
ধন্যবাদ