02/10/2022
হেদায়েত জিনিসটা কি জানেন?🥰🥰
আমোলের নিয়েতে পড়ব,ইনশাল্লাহ,
১. 🖋️যে ছেলে/মেয়ে গান বাজনায় মেতে থাকতো।
সে এখন গান বাজনা শুনে না হারাম মনে করে এটাই হেদায়েত।
২. 🖋️যে ছেলে/ মেয়ে মুভি নাটক নিয়ে পড়ে থাকতো! সে এখন হারাম মনে করে বিরত থাকে এটাই হেদায়েত।
৩. 🖋️যে ছেলে /মেয়ে প্রেম ভালবাসায় মেতে থাকতো! সে এটাকে এখন জিনা মনে করে বিরত থাকে এটাই হেদায়েত।
৪. 🖋️যে ছেলে/ মেয়ে এক ওয়াক্ত নামাজ পড়লে তিন ওয়াক্ত পড়ত না! এখন পাঁচ ওয়াক্ত ও তাহাজ্জুদ পড়ে এটাই হেদায়েত।
৫. 🖋️যে রাতের অন্ধকারে পর্নগ্রাফিতে আসক্ত ছিল! এখন এটা জিনা মনে করে বিরত থাকে আল্লাহর দৃষ্টি বাহির নয় সে এটা জেনে ভয় করে এটাই হেদায়েত।
৬. 🖋️যে বন্ধু বান্ধব অহেতুক আড্ডায় মেতে থাকতো! দুনিয়া নিয়ে পড়ে থাকত!এখন আজান হলে সে মসজিদে চলে যায় এটাই হেদায়েত।
৭. 🖋️অন্তরে আল্লাহর ভয় অনুভব করা! এটাই হেদায়েত।
৮. 🖋️কেউ মূর্তি পূজা বা অন্য জাতির ছিল! সে ইসলাম চিনতে পেরেছে এটাই হেদায়েত।
৯. 🖋️নিজের ইচ্ছাকে বাতিল করে আল্লাহর আদেশ মান্য করা! এটাই হেদায়েত।
১০. 🖋️নিজমনে অপরকে আল্লাহর বানী শুনানো,আল্লাহর পথে ডাকা এটাই হেদায়েত।
১১🖋️. যে ছেলেটা মেয়ে দেখলে তাকিয়ে থাকত! আজ তার দৃষ্টি নিচু এটাই হেদায়েত।
১২.🖋️ যে মেয়ে পর্দা করত না! এখন সে পর্দা করে এটাই হেদায়েত।
১৩. 🖋️যে ছেলে/মেয়ে কুরআন পড়তো না! সে এখন কুরআনে আল্লাহ কি বলেছেন তা খুঁজতে শুরু করে এটাই হেদায়েত।
১৪.🖋️ যার চাওয়ার শেষ ছিল না! আজ সে সন্তুষ্ট আল্লাহর ফয়সালার উপরে এটাই হেদায়েত।
১৫.🖋️ যে মৃত্যুকে স্মরণ করতো! না এখন যে মৃত্যুর পর কবর ও জাহান্নামের শাস্তি থেকে মাফ চায় এটাই হেদায়েত।
১৬.🖋️ যে হারাম উপার্জন ছেড়ে, হারাম চাকরি অফার ছেড়ে দিয়ে, হালাল খোঁজার কষ্ট করে!এটাই হেদায়েত।।
১৭.🖋️ যে আমানতের খেয়ানত হবে বলে ভয় পায়! সাবধানে অপরের জিনিস রাখে! এটাই হেদায়েত।
১৮.🖋️ যে বদমেজাজি রাগী ছিল! এখন সে সুন্দর ও ভদ্র সুরে কথা বলে এটাই হেদায়েত।
১৯.🖋️ যে আল্লাহ উপর দৃঢ় ভরসা করে! এটাই হেদায়েত। 🌸
আলহামদুলিল্লাহ্ 💞।
মহান আল্লাহ তা'আলা আমাদের সবাইকে নেক হেদায়েত দান করুন-আমীন🖋️ ❤️☘