The Banker Bangladesh

  • Home
  • The Banker Bangladesh

The Banker Bangladesh ব্যাংক-বীমা, অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল

সেরা ব্যাংক-২০২৪শীর্ষে ব্র্যাক, সিটি ও প্রাইম।দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংক নিয়ে এক যুগ আগে ২০১৩ সালে প্রথমব...
27/10/2025

সেরা ব্যাংক-২০২৪

শীর্ষে ব্র্যাক, সিটি ও প্রাইম।

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংক নিয়ে এক যুগ আগে ২০১৩ সালে প্রথমবার সেরা ব্যাংক নির্বাচন করে বণিক বার্তা। ব্যাংকগুলোর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে প্রতি বছরই এ র‍্যাংকিং প্রকাশ করা হচ্ছে। সাধারণত প্রতি বছর জুন-জুলাইয়ে দেশের ব্যাংকগুলোর এ মূল্যায়ন প্রকাশ করা হয়। তবে কয়েকটি ব্যাংকের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত হতে দেরি হওয়ায় এ বছর র‍্যাংকিংয়ের প্রস্তুতিও পিছিয়েছে। দেশের ব্যাংকগুলোর ২০২৪ সালের আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এবার দ্বাদশ র‍্যাংকিং প্রস্তুত করা হয়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ ও পর্যালোচনার ফলাফল বলছে, দেশসেরা ব্যাংক ব্র্যাক; দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে সিটি ও প্রাইম। প্রাপ্ত স্কোরে চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে ইস্টার্ন ও পূবালী ব্যাংক। ডাচ্-বাংলা ব্যাংকের অবস্থান ষষ্ঠ। এবারের র‍্যাংকিংয়ে ৪০-এর বেশি স্কোর পেয়েছে তিনটি ব্যাংক। এর মধ্যে সর্বোচ্চ ৪৭ দশমিক শূন্য ৮ স্কোর ব্র্যাক ব্যাংকের। সিটি ব্যাংক ও প্রাইম ব্যাংক স্কোর করেছে যথাক্রমে ৪৪ দশমিক ৯৪ ও ৪০ দশমিক ৮১। অন্যদিকে ১০-এর নিচে স্কোর পাওয়া ব্যাংকের সংখ্যা পাঁচটি। এবার প্রথমবারের মতো ১ হাজার কোটি টাকার বেশি নিট মুনাফা করে ব্র্যাক ও সিটি ব্যাংক এ সূচকে সর্বোচ্চ নম্বর পেয়েছে। এবারের র‍্যাংকিংয়ের শীর্ষ দশের সপ্তম থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে উত্তরা, ট্রাস্ট, মিউচুয়াল ট্রাস্ট (এমটিবি) ও ব্যাংক এশিয়া।

বিভিন্ন ব্যাংকের ২০২৩ সালের আর্থিক প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় এবং জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে সেগুলোর আর্থিক কেলেংকারির নানা ঘটনা সামনে আসায় বণিক বার্তা সে বছরের র‍্যাংকিং তৈরি থেকে বিরত থাকে। এ কারণে ২০২৩ সালের সঙ্গে বর্তমান র‍্যাংকিংয়ে কোনো তুলনা টানা হয়নি। ২০২৪ সালের আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এবার দ্বাদশ র‍্যাংকিং প্রস্তুত করা হয়েছে। বৈশ্বিক মানদণ্ড অনুসরণ করে সাতটি নির্দেশকে স্কোরিংয়ের মাধ্যমে ব্যাংকগুলোর আর্থিক পারফরম্যান্স মূল্যায়ন করা হয়েছে।

BRAC Bank PLC
City Bank
Prime Bank


Commercial Bank of Patiya😆
24/12/2024

Commercial Bank of Patiya😆

শাখা ও উপশাখা পর্যায়ে ১,২ ও ৫ টাকার কয়েন সংরক্ষণ নিয়ে নতুন যে নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক।
18/11/2024

শাখা ও উপশাখা পর্যায়ে ১,২ ও ৫ টাকার কয়েন সংরক্ষণ নিয়ে নতুন যে নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক।

Address


Alerts

Be the first to know and let us send you an email when The Banker Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Banker Bangladesh:

  • Want your business to be the top-listed Media Company?

Share