
27/06/2025
জীবন টা ঘড়ির কাঁটা মতো। সবাইকে সেই একই জায়গায় ফিরে আসতে হবে আবার সেই কথাটা প্রমাণ হয়ে গেল।
তুমি যাকে কাঁদাচ্ছো বিনা দোষে ঠকিয়ে আনন্দ পাচ্ছ একদিন সেই জায়গাটাই তোমাকেও আসতে হবে।
একদিন আমাকে এত অবহেলা করেছিল সেই আজ চোখের জল ফেলছে । কয়েক মাস ধরে চেষ্টা করছে আমার সাথে যোগাযোগ করার কিন্তু আমি করিনি না করবো কোনদিনও।
কারণ সব টা শেষ 🖤
৭ বছর ২০১৭-২০২৪
একজন মানুষ কাছে মূল্যহীন ছিলাম।
শত অপমান আঘাত করেছে। একটু সময় চেয়েছিলাম আর সন্মান ভালোবাসা। সে দেয়নি। শত ব্যস্ততা দেখিয়েছে। ব্লক লিস্টে জায়গা পেয়েছি
হাজার কান্না করেছি সে বুঝেনি। অনলাইনে থেকেও সে আমার মেসেজ দেখে নি। ফোন করলে বলেছে আমাকে বিরক্ত করবি না তো!!
যাকে আমি বারবার জিজ্ঞেস করতাম আমার দোষটা কি একটা বার বল না।
সে বলতো ভুলে যা সব। কিন্তু মন থেকে ভালোবেসেছিলাম।
তাঁর পাশে ছিলাম এতো অপমানের পর।
কিন্তু সে আমার অসুস্থতার খবর জেনেও একটা বার খোঁজ নেয়নি।
২০২৪ এর ১১ আগস্ট পায়ে এক্সিডেন্ট হয়। সেই ফ্র্যাকচার ছবি আমি স্ট্যাটাস রাখি তাকে দেখানোর জন্য । সে বরাবর কোনো কথা বলতো না।
কোন সময় খোঁজ নিত না যে আমি কেমন আছি বা কিছু। মাঝে মাঝে শুধু স্ট্যাটাস টা দেখতো।
ওই পা ফ্র্যাকচার এর স্ট্যাটাস টা দেখেও দেখে কিন্তু একটুকু সহানুভূতি হয়নি আমার জন্য।
খুব আঘাত পেয়েছিলাম অনেক কান্না করেছিলাম। দিদি বারবার বলতো ওর মত ছেলেকে ভুলে যেতে যে এতটা স্বার্থপর কিন্তু আমি এতটাই দুর্বল ছিলাম যে আমি পারতাম না।
তাও মানসিক শারীরিক যন্ত্রণা নিয়ে আমি টিউশনি পড়াতাম প্রায় ৯ঘন্টা।
কিন্তু এতো চাপ আমার শরীর সহ্য করতে পারেনি।
২৪ ই আগস্ট খুব শরীর খারাপ নিয়ে ভর্তি হয়েছিলাম হসপিটালে। বেডে শুয়ে আমি আমার দিদিকে বলি সে মানুষটাকে একটা বার ফোন করে জানাতে যে আমার এখন শরীর খারাপ হয়েছে তা দুদিন পরে ছিল তার জন্মদিন সে ওই মুহূর্তে আমাকে ব্লক করে দেয় এবং আমার দিদিকেও ।
সেদিন থেকে মনে অনেক ঘৃণা জন্মেছিল তার জন্য। হসপিটালের বেডে শুয়ে আমি ভেবেছিলাম কাকে এতগুলো বছর সময় দিয়েছি, তার জন্য এত অপেক্ষা করেছি। এতটা নিচ এত খারাপ। সে এতটা স্বার্থপর
সে আমাকে ২০১৮ প্রথম ৬মাসের জন্য ব্লক করে দেয়। কারণটা তার ইঞ্জিনিয়ারিং এর পড়া। তারপর যখন মন হয়েছে ব্লক খুলেছে যখন ইচ্ছা হয়েছে ব্লক করেছে এভাবে কেটে গেছে ২০২১চাকরি পায় কোনো একটা কোম্পানি তে। তখন ন সম্পূর্ণরূপে যোগাযোগ বন্ধ করে দেয়। শুধুমাত্র তার কথা ভেবে আমি কোনদিন সোশ্যাল মিডিয়া ইউজ করতাম না শুধু একজনের প্রতি আসক্ত ছিলাম। কিন্তু বদলে পেয়েছি শুধু অপমান।
সে আমাকে বলতো তুই অন্য কাউকে বিয়ে করে নে আমার ভালবাসা বিয়ে ভালো লাগেনা। হ্যাঁ আমি ওর মত অত শিক্ষিত নই না কোন চাকরি করি । ২০২৪ এই মন থেকে সবটা মুছে গেছে। আমি অনেক ভিক্ষা চেয়েছিলাম সত্যি বলছি। হাত জোর করেছিলাম
তবে এখন হয়তো সে বুঝতে পেরেছে সে জীবনে কি হারিয়েছে আমি
আত্মসম্মান বেছে নিয়েছি।
তাই সেখানে আর কোন রাস্তা নেই 🖤
নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি কাউকে ঠকালে তুমিও ঠকবে হয়তো অন্যভাবে অন্য কারো কাছে তোমাকেও কাঁদতে হবে। আজ আমি তাকে রিজেক্ট করে অনেক খুশি। কারণ একজন ঠক সারাজীবন ঠকাবে । Better' option পেলে তোমাকে ছেড়ে চলে যাবে।
আমাকে আত্মসম্মানটা বড়। তাই এত সম্মান টাকে বেছে নিয়েছি অনেকগুলো বছর বোকার মত ছিলাম। জীবন ভেবেছিলাম ।আমার জীবন বানিয়ে নিয়েছিলাম তাকে । সে সুযোগ বুঝেই আঘাত করেছে। তার শাস্তি সে সঠিক সময় পেয়ে যাবে এটা আমি বিশ্বাস করি তার শাস্তির জন্য আমি প্রার্থনা করি না কারণ ভগবান সবটা দেখেছে।
ভালো থাকুক সে তার বড় ডিগ্রি নিয়ে অর্থ নিয়ে আর ঠকানোর যন্ত্রণা নিয়ে 🖤
কলমে ✍️ Chakraborty
(নিজের জীবনের অভিজ্ঞতা)
Highlight ⊕ Highlight everyone Chakraborty