15/08/2025
কিছু ভুল শুধু মুহূর্তের জন্য ঘটে না, ওরা ধীরে ধীরে পুরো জীবনটাই বদলে দেয়।
যেমন একটা বানান ভুল হলে পুরো শব্দের মানে পাল্টে যায়, ঠিক তেমনই জীবনের কিছু ভুল এমনভাবে অর্থ বদলে দেয়, যে আর ফিরে যাওয়া সম্ভব হয় না।
শুরুটা হয় খুব ছোট্ট থেকে-একটা ভুল সিদ্ধান্ত, ভুল সময়ে বলা কোনো কথা, অথবা ভুল মানুষকে ভরসা করা। প্রথমে হয়তো মনে হয়, সময় সব ঠিক করে দেবে, কিন্তু সময় ঠিক করে না, বরং সেই ভুলকে মনে গভীর করে গেঁথে দেয়।
ধীরে ধীরে জীবনটা আর আগের মতো থাকে না হাসির জায়গায় আসে দীর্ঘশ্বাস, স্বপ্নের জায়গায় আসে আক্ষেপ, এবং আশার জায়গায় জমে যায় নিরাশা। সব এলোমেলো হয়ে যায়, যেন কারও অদৃশ্য হাত এসে আমাদের সুখের পাতা ছিঁড়ে নিয়ে গেছে।
শুধু রয়ে যায় অপূর্ণতা, আর মনে চিরস্থায়ী একটি প্রশ্ন -"যদি তখন সেই ভুলটা না করতাম, আজ কি সবকিছু অন্যরকম হতো?"