মায়া

মায়া ডুবে গেলে উঠতে হবে সুর্যের মতো☀️🌞

05/09/2025

পর কোনদিন আপন হয় না
আর স্বার্থপর মানুষ কোনদিন ভালোবাসার মর্ম বুঝে না।
আপনি যতই মন প্রান দিয়ে স্বার্থপর মানুষের ভালোবাসবেন ততোই সমালোচনার মুখোমুখি হবেন।
স্বার্থপর মানুষের কাছে ভালোবাসা মূল্যহীন।
উপর উপর ভালোবাসা দেখানো মানুষ গুলো মারাত্মক ভয়ংকর।
আহারে আফসোস..........

জীবন কেটে যায় অপেক্ষায়!কখনো মানুষের, কখনো সুদিনের কখনো বা একটি বিশ্বস্ত হাতের,,,,,.......
24/08/2025

জীবন কেটে যায় অপেক্ষায়!
কখনো মানুষের, কখনো সুদিনের
কখনো বা একটি বিশ্বস্ত হাতের,,,,,.......

সবকিছু ঠিক হয়ে যাবে একদিন, এসব আর ভাবি না। একদিন অনেক কিছুই ভেবেছিলাম, কিছুই হয়নি।❤️‍🩹
22/08/2025

সবকিছু ঠিক হয়ে যাবে একদিন, এসব আর ভাবি না। একদিন অনেক কিছুই ভেবেছিলাম, কিছুই হয়নি।❤️‍🩹

18/08/2025

মা কে একটা চিঠি লিখেছিলাম,
যথোপযুক্ত পিয়নের অভাবে পোস্ট করা হয়নি।
মা যেখানে থাকেন সেখান টায় কোন ঠিকানা আছে কী না জানা নেই আমার ;
রোড নাম্বার, বাড়ি নাম্বার, গলি নাম্বার কিছুই কী নেই সেখানে?

আগে চিৎকার করে কাঁদলেই মা বুক পেতে দিতেন
এখন বর্ষার জলে কেঁদে নেই যদি কেউ দেখে ফেলে। এই বয়সে এইভাবে কেউ কাঁদতে পারে!

মাকে লিখেছিলাম চিঠিতে, "মা তুমি না আমাকে কখনও একা ছাড়তে না, হারিয়ে যাব বলে।"
এক গ্লাস পানিও দিতে মুখে তুলে, কষ্ট হবে বলে;
এই যে এখন এই জটিল শহরটায় একাই হেঁটে চলেছি একাই লড়ছি;
আবার ভেঙেও পড়ছি কিন্তু একটা স্বস্তি মাখা হাত নেই,
যে হাত আমায় ভরসা যুগিয়ে, এগিয়ে দিবে।
আজ কোথায় আছো তুমি? কীভাবে আছো একা আমায় ফেলে?

লেখা : সুলতানা পারভীন সুমি
কণ্ঠে : নাবিলা তাসনিম
Highlight Highlight ⊕

"Just me, my vibe, and a little red 💅"
15/08/2025

"Just me, my vibe, and a little red 💅"

কিছু ভুল শুধু মুহূর্তের জন্য ঘটে না, ওরা ধীরে ধীরে পুরো জীবনটাই বদলে দেয়।যেমন একটা বানান ভুল হলে পুরো শব্দের মানে পাল্টে...
15/08/2025

কিছু ভুল শুধু মুহূর্তের জন্য ঘটে না, ওরা ধীরে ধীরে পুরো জীবনটাই বদলে দেয়।

যেমন একটা বানান ভুল হলে পুরো শব্দের মানে পাল্টে যায়, ঠিক তেমনই জীবনের কিছু ভুল এমনভাবে অর্থ বদলে দেয়, যে আর ফিরে যাওয়া সম্ভব হয় না।

শুরুটা হয় খুব ছোট্ট থেকে-একটা ভুল সিদ্ধান্ত, ভুল সময়ে বলা কোনো কথা, অথবা ভুল মানুষকে ভরসা করা। প্রথমে হয়তো মনে হয়, সময় সব ঠিক করে দেবে, কিন্তু সময় ঠিক করে না, বরং সেই ভুলকে মনে গভীর করে গেঁথে দেয়।

ধীরে ধীরে জীবনটা আর আগের মতো থাকে না হাসির জায়গায় আসে দীর্ঘশ্বাস, স্বপ্নের জায়গায় আসে আক্ষেপ, এবং আশার জায়গায় জমে যায় নিরাশা। সব এলোমেলো হয়ে যায়, যেন কারও অদৃশ্য হাত এসে আমাদের সুখের পাতা ছিঁড়ে নিয়ে গেছে।

শুধু রয়ে যায় অপূর্ণতা, আর মনে চিরস্থায়ী একটি প্রশ্ন -"যদি তখন সেই ভুলটা না করতাম, আজ কি সবকিছু অন্যরকম হতো?"

কেউ খাবার যোগাতে  কাজের সন্ধানে দৌড়াচ্ছে, আবার কেউ অতিরিক্ত খেয়ে, খাবার হজমের জন্য দৌড়াচ্ছে.গভীর রাতে কারো বিলাসবহুল গাড...
13/08/2025

কেউ খাবার যোগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে, আবার কেউ অতিরিক্ত খেয়ে, খাবার হজমের জন্য দৌড়াচ্ছে.

গভীর রাতে কারো বিলাসবহুল গাড়ি থামছে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে!
কেউ ভাঙা ঘরে থেকেও স্ত্রীকে নিয়ে অবিরত সুখের স্বপ্ন বুনছে!

কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি!! কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে চলছে.

কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে. কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে!

কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছেনা!
কেউ পেঁয়াজ, কাঁচামরিচ কচলিয়ে গোগ্ৰাসে ভাত গিলছে.

কারো দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে! কেউ আবার হিমেল হাওয়ায়,রাস্তায়,ওভার ব্রিজে অঘোরে ঘুমোচ্ছে.

কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়তে ইচ্ছে করছেনা.
কেউ পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে!

কেউ দামী গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলোনা! এতো সম্পত্তি রাখতে পারবেতো?
কেউ পায়ে হেঁটে পথ চলছে, মনে মনে ভাবছে সন্তানতো মানুষ করতে পেরেছি! আল্লাহ চাইলে, ওরাই জীবনটা এখন গড়ে নিবে.

সত্যিই নানান রঙের মানুষ, নানান রঙের স্বপ্নের ঘুড়ি...!
তবে শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটি।

©️

12/08/2025

Jaane kaise baandhe tune
akhiyon ke dor
Man mera khincha chala aaya teri or
Mere chehre ke subha
zulfon ki shaam
Mera sab kuchh hai piya ab se tere naam
Nazron ne teri chhuwa
To hai yih jaadu hua
Hone lagi hoon main haseen

Aafreen Aafreen Aafreen
Aafreen Aafreen Aafreen
Aafreen Aafreen Aafreen
Aafreen Aafreen Aafreen




Highlight
everyone

11/08/2025

Mayi Teri Chunariya Lehrayi........

Maa.......

🥹🥹🥹🥹

11/08/2025

হারিয়ে যাওয়াই হয়তো নিয়তি
আর,, ফিরে আসাটা সবথেকে বড় বাস্তবতা 🖤
লেখা: বিরহের বেলা
কন্ঠ : মায়া......

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when মায়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মায়া:

  • Want your business to be the top-listed Media Company?

Share