01/07/2025
জুলাই’২৪
এই বিপ্লব এনসিপি, বিএনপি, জামাত কারো বাপের সম্পত্তি না। এই বিপ্লব হচ্ছে সাধারণ জনগণের, সাধারণ ছাত্রদের। যারা নিজের জীবনের বিনিময়ে হলেও একটি সুন্দর দেশ চেয়েছিল। দেশের এই সাধারণ ছাত্র, সাধারণ জনগণরা রাস্তায় না নামলে আপনাদের মতো দলের ক্ষমতা হয় নাই আওয়ামী লীগরে ক্ষমতা থেকে উৎখাত করা। এই বিপ্লব বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হলেও বিএনপি, এনসিপি, জামাতের উপর খোদার নালত বর্ষিত হয়ে ধংস হয়ে যাক এই জালিমগুলো।