14/09/2021
দু্গ্গা এলে তাদের কেমন কাটে? সময় পায় পরিবারের জন্য? বিপদে আপদে নিঃস্বার্থভাবে ঝাঁপিয়ে পড়ে কীভাবে? কীভাবে স্বার্থত্যাগ করে?
গল্প বলবো তাদের। তাদের পুজোটা আমার-আপনার মত রাসবিহারী মোড়ে মিট করা বা পা এ ফোস্কা পড়া নিয়ে কাটে না।
১৫ই সেপ্টেম্বর থেকে প্রতি সোম, বুধ, শুক্র এসব গল্প নিয়েই হাজির থাকবো আমরা আমাদের নতুন ইউটিউব চ্যানেলে। যেভাবে আপনারা আমাদের পুরোনো চ্যানেলটিকে ভালোবাসা দিয়েছিলেন আমরা বিশ্বাস করি সেভাবেই এই চ্যানেলটিকে আপনারা গ্রহণ করবেন।
ও হ্যাঁ! আর একটা কথা বা বলতে পারেন কিছু নাম...
Backbone of দুগ্গা এলে —
দেবলিনা, সুমন্ত্র, শুভ, কিংশুক, সৌভিক দাস, স্নেহর্বী, সৌভিক ব্যানার্জী, বিনিতা, জ্যোতি, সপ্তাশ্ব বসাক, অঙ্কিতা, বিপুল, প্রমিণ, অদিতি, বিক্রম, প্রিতম এবং স্নেহাশ্রী।
আর এই অসাধারণ নামাঙ্কনটি করেছে লিজা মির্জা।