Ruby Urmy Creativity

Ruby Urmy Creativity কুশিকাটার কাজের জন্য যাবতীয় জিনিস ও কুশিকাটার তৈরী বিভিন্ন ডিজাইনের পন্য আমাদের পেইজে সাশ্রয়ি মূল্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ

পাঞ্চ নিডল (Punch Needle) দিয়ে নানা ধরনের সুন্দর হস্তশিল্প তৈরি করা যায়। এটা মূলত সুতা বা উলের সাহায্যে কাপড়ে লুপ স্ট...
24/07/2025

পাঞ্চ নিডল (Punch Needle) দিয়ে নানা ধরনের সুন্দর হস্তশিল্প তৈরি করা যায়। এটা মূলত সুতা বা উলের সাহায্যে কাপড়ে লুপ স্টিচ তৈরি করার টেকনিক, যেটা দিয়ে 3D ইফেক্ট পাওয়া যায়।

✅ পাঞ্চ নিডল দিয়ে কী কী বানানো যায়?
হোম ডেকর আইটেম

ওয়াল হ্যাংগিং

ট্যাপেস্ট্রি

ফ্রেম করে শোপিস

কুশন কাভার

অ্যাকসেসরিজ

ব্যাগ (টোট ব্যাগ, পাউচ)

চাবির রিং

ছোট ছোট ব্রোচ বা ব্যাজ

ফ্যাশন আইটেম

জ্যাকেট বা সোয়েটারের ওপর ডিজাইন

হ্যাট/ক্যাপে পাঞ্চ নিডল প্যাচ

টেবিল ডেকর

কোস্টার

টেবিল ম্যাট

ছোট কার্পেট/রাগ

✅ পাঞ্চ নিডল আর কী কী কাজে লাগে?
এমব্রয়ডারি’র মতো সুন্দর ডিজাইন করা যায় কিন্তু দ্রুত কাজ শেষ হয়।

ছোট ব্যবসার জন্য ইউনিক হস্তশিল্প প্রোডাক্ট তৈরি করতে পারবেন।

বাড়িতে বসেই কম খরচে ক্রাফটিং প্রজেক্ট করা যায়।
নিতে ইনবক্স করুন
#হুকসেট

24/07/2025

এখন থেকে কোন দুর্ঘটনা স্পটে উৎসুক জনতা দেখলেই ধরে লাঠি পেটা করা উচিত।
আর যারা মোবাইল ও ভিডিও করা নিয়ে ব্যস্ত থাকে তাদের ধরে ও লাঠি পেটা করা উচিত।.
যেকোন দুর্ঘটনা স্পটে এই অমানুষ গুলোর ভিড়ের কারণে দ্রুত কোন পদক্ষেপ নেয়া যায় না। এদের এত দেখার কি দরকার? এদের কি কাজ? রাস্তাঘাট ব্লক করে রাখে। .
একটা ভিডিও তে দেখলাম আগুনো পোড়া বাচ্চা দৌড়াচ্ছে আর অমানুষ ভিডিও করছে, আরেকটা বাচ্চা একা একা গাড়ি থেকে নেমে হাসপাতালে যাচ্ছে অথচ অমানুষ গুলো ভিডিও করছে আর দাড়িয়ে দাড়িয়ে তামাসা দেখছে। এদেরক ধরে জুতাপেটা করা উচিৎ। ..
মানুষ কে সাহায্য না করতে পারুক কমপক্ষে এভাবে ভিডিও কেন করতে হবে? দাড়িয়ে ভীড় কেন করতে হবে। এগুলো কি রং তামাসা চলছে?

আসসালামু আলাইকুম। কুশিকাটার কাজের জন্য ৫২ পিসের একটা হুক সেট থাকা চাই ই চাই। কুশিকাটার কাজের জন্য খুবই প্রয়োজনীয় চায়না হ...
23/07/2025

আসসালামু আলাইকুম।
কুশিকাটার কাজের জন্য ৫২ পিসের একটা হুক সেট থাকা চাই ই চাই।
কুশিকাটার কাজের জন্য খুবই প্রয়োজনীয় চায়না হুকসেট।এতে থাকছে:

🌼 ৮ পিস শক্ত হ্যান্ডেল নিটিং নিডেল (২.৫-৬ মি.মি.)
🌼৮ পিস ব্লু হ্যান্ডেল নিটিং নিডেল (০.৫-১.৭৫ মি.মি.)
🌼নিডেল পয়েন্ট প্রটেক্টর।
🌼ফিতা এবং সিজর(কেচি)।
🌼কুশির সুই এবং ক্রুকড নিডেল।
🌼স্টীচ মার্কার।
🌼রিং এবং কাউন্টার।
আর সাথে পাচ্ছেন অনেক অনেক ভালোবাসা আর কাজ করার অনুপ্রেরণা।
#হুকসেট

চুড়ির যাবতীয় সবকিছু পোয়ে যাবেন আমাদের পেইজে।
23/07/2025

চুড়ির যাবতীয় সবকিছু পোয়ে যাবেন আমাদের পেইজে।

22/07/2025

বিমান দুর্ঘটনার ছবি দেখে প্যানিক অ্যাটাক পরীমণির। হাসপাতালে ভর্তি। এউ নিউজটা দেখে অনেকেই হাসছে। কিন্ত হয়ত ওরা সেলিব্রেটি এজন্য ওদের নিউজ এসেছে আর সবাই ভাবছে অভিনয়... সত্যি বলতে আমার নিজেরই এই অবস্থা। যত পারছি পোস্ট গুলো ইগনোর করছি। তারপরও নিজেকে শান্ত রাখতে পারছি না। সারাদিন মাথা, বুক ব্যাথা আর অস্থিরতা কাজ করছে 😭😭😭 সত্যিই এগুলো নেয়া যায় না

আজকে প্রচুর পরিমাণে মাথা ব্যাথা করছে। আজকে মনটা প্রচুর খারাপ। আজকে পেইজের সব ধরণের কার্যক্রম বন্ধ থাকবে। দয়া করে কেউ আর...
22/07/2025

আজকে প্রচুর পরিমাণে মাথা ব্যাথা করছে। আজকে মনটা প্রচুর খারাপ। আজকে পেইজের সব ধরণের কার্যক্রম বন্ধ থাকবে। দয়া করে কেউ আর্জেন্ট বলে অর্ডার করবেন না। 😭😢 আজকে কাজ করার সামর্থ্য নেই আমার। এই ঘটনার পর থেকে মন কে কিছুতেই মানাতে পারছি না। এতটুকু ছোট ছোট বাচ্চা.... বুকের ভেতরটা কেমন যেন আর্তনাদ করছে 😭😭।

21/07/2025

উত্তরা মাইলস্টোনের ঘটনায় গভীরভাবে শোকাহত 😭😭😭

মালাইকর্ড সুতার ২টা থিকনেস থাকে।মোটা ও চিকন/মিডিয়াম চিকনমোটাটার হুক সাইজ 3.5/4চিকনটার 2.5এটা মাথায় রেখে সবাই অর্ডার করব...
21/07/2025

মালাইকর্ড সুতার ২টা থিকনেস থাকে।
মোটা ও চিকন/মিডিয়াম চিকন
মোটাটার হুক সাইজ 3.5/4
চিকনটার 2.5
এটা মাথায় রেখে সবাই অর্ডার করবেন। হুট চিকনটা অর্ডার করে পরে মনে হচ্ছে এটা চিকন। পরে ১ সপ্তাহ পরে আমাকে বলবেন চেঞ্জ করে দিতে এটা কি মগের মুল্লুক?
এক ইন্সট্রাকটর... সে নাকি ইন্সট্রাকটর অথচ সুতার সাইজ/ থিকনেস সম্পর্কে ধারণা নেই।
এতদিন পরে উনার মনে হলো থিকনেস কম। এজন্য আমাকে চেঞ্জ করে দিতে হবে। আমি বলেছি হবে না। এজন্য আমি নাকি উনাকে মোটা সুতা দেখিয়ে চিকনটা দিয়েছি।
ভাইরে ভাই পাঠিয়ে রাখে ভয়েস। আবেগে গা ভাসিয়ে অর্ডার করে ফেলে। ৫ জন স্টুডেন্ট এর অর্ডার করেছে আমি আলাদা আলাদা করে সুতাগুলো দিয়েছি।
এখন উনার মনে হয়েছে সুতাগুলো চিকন। এগুলোতে হবে না। এজন্য আমার বদলে দিতে হবে। মানে এর জন্য আমি খাটব। খেটেই যাব। এর মধ্যে ব্যবহার তো পুরাই... আর বললাম না। আমাকে উল্টো সে ঝাড়ি মারে। আমি নাকি মোটা সুতা দেখিয়ে চিকন দিয়েছি। আরে ভাই আমি তো সব সুতার ছবি পাঠাই এবং জিজ্ঞেস করি। জিজ্ঞেস করার পর উনি সাফ সাফ বলেছে চিকন।
কারো কাছ থেকে কিছু পেতে হলে আগে অনুতপ্ত হতে হয়। এরকম নিচু মানসিকতা নিয়ে বেশিদূর এগিয়ে যাওয়া সম্ভব কী? এদের সুতা সম্পর্কে ধারণা নাই এরা ইন্সট্রাকটর ঌয়ে যায়। এজন্যেই বর্তমানে হাতের কাজের অবস্থা খারাপ হচ্ছে।
এই মহিলা আমাকে রিকোয়েস্ট করতে পারত। তাহলে একটা কথা ছিল। এই মহিলা আমাকে দোষ দিয়ে আমাকে ব্লক করে দিল 🤣🤣🤣। যাই হোক আল্লাহ এদের হেদায়েত দান করুক দোয়া করি।...
কেউ অর্ডার করলে ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিবেন। এর পর যদি বলেন চেঞ্জ করে দিন,, সেটা সম্ভব না

চুড়ি চলে এসেছে....
20/07/2025

চুড়ি চলে এসেছে....

গুটি সুতা। এই সুতার ছবি তুলতে আমার কেন যে এত অলসতা লাগে 😢
18/07/2025

গুটি সুতা।
এই সুতার ছবি তুলতে আমার কেন যে এত অলসতা লাগে 😢

৫২ পিসের হুকসেট। নিতে যোগাযোগ করুন           #হুকসেট
17/07/2025

৫২ পিসের হুকসেট।
নিতে যোগাযোগ করুন
#হুকসেট

Adres

Liège

Meldingen

Wees de eerste die het weet en laat ons u een e-mail sturen wanneer Ruby Urmy Creativity nieuws en promoties plaatst. Uw e-mailadres wordt niet voor andere doeleinden gebruikt en u kunt zich op elk gewenst moment afmelden.

Contact

Stuur een bericht naar Ruby Urmy Creativity:

Delen