
24/07/2025
পাঞ্চ নিডল (Punch Needle) দিয়ে নানা ধরনের সুন্দর হস্তশিল্প তৈরি করা যায়। এটা মূলত সুতা বা উলের সাহায্যে কাপড়ে লুপ স্টিচ তৈরি করার টেকনিক, যেটা দিয়ে 3D ইফেক্ট পাওয়া যায়।
✅ পাঞ্চ নিডল দিয়ে কী কী বানানো যায়?
হোম ডেকর আইটেম
ওয়াল হ্যাংগিং
ট্যাপেস্ট্রি
ফ্রেম করে শোপিস
কুশন কাভার
অ্যাকসেসরিজ
ব্যাগ (টোট ব্যাগ, পাউচ)
চাবির রিং
ছোট ছোট ব্রোচ বা ব্যাজ
ফ্যাশন আইটেম
জ্যাকেট বা সোয়েটারের ওপর ডিজাইন
হ্যাট/ক্যাপে পাঞ্চ নিডল প্যাচ
টেবিল ডেকর
কোস্টার
টেবিল ম্যাট
ছোট কার্পেট/রাগ
✅ পাঞ্চ নিডল আর কী কী কাজে লাগে?
এমব্রয়ডারি’র মতো সুন্দর ডিজাইন করা যায় কিন্তু দ্রুত কাজ শেষ হয়।
ছোট ব্যবসার জন্য ইউনিক হস্তশিল্প প্রোডাক্ট তৈরি করতে পারবেন।
বাড়িতে বসেই কম খরচে ক্রাফটিং প্রজেক্ট করা যায়।
নিতে ইনবক্স করুন
#হুকসেট