12/10/2021
| জীবন সঙ্গী |
- কি ম্যাডাম পছন্দ?
- এসব তুই কি করেছিস স্বর্ণক? আমার জন্য এতো কিছু কিনলি কেনো?
- ওমা, তো কিনবো না? এটা আমার চাকরিজীবনের প্রথম স্যালারি, আর ছোটো থেকে যে মেয়েটা পাশে থেকেছে, এতটা সাপোর্ট করে এসেছে, ভালোবেসে এসেছে, সেই ঈশিতা কে আমি পুজোতে কিছু দেবোনা তাই হয়?
- তাই বলে এই এত্ত কিছু? একটা শাড়িতেই তো হয়ে যেতো,
- ধুর পাগলী! তুই চার দিনে কি একটাই পোশাক পরে ঘুরবি? চার দিন চারটে ড্রেস পরে বেরোবি আমার সাথে ঠাকুর দেখতে,
- আচ্ছা বেশ, এবার বল তো তোর মা বাবার জন্য কি কিনেছিস?
- মায়ের জন্য একটা শাড়ি, বাবার জন্য জামা..
- একটা? আমার জন্য চারটে ওদের জন্য একটা কেনো?
- ওহো! আরে মাও গেছিলো আমার সাথে কেনাকাটা করতে, মাকে কতো করে বললাম, মা তো একটার বেশি নিতেই চাইলো না, আসলে মা তো বেরোয়না, এই দেখ তোর এতো কিছু সব তো মাই পছন্দ করে দিলো!
- না না, এটা ঠিক হলো না স্বর্ণক,
- তুই চুপ থাক, এখন তুই আমার কথা শুনবি খালি, যা দেখি ড্রেসগুলো পরে দেখা আমাকে, কেমন লাগে দেখি আমার হবু বউকে!
- তুই না সত্যি!
~•~•~•~•~•~•~•~•~•~•~
- কিরে ঈশি তোর হলো? আর কতো শপিং করবি?
- দাড়া না আর একটু বাকি,
- এতো কি কিনছিস দেখি?
- এই তো মায়ের জন্য চারটে শাড়ি, বাবার কয়েকটা জামা, তোর শার্ট আর ঘড়ি, আর পুচকির জন্য এবার কিনবো,
- আর তোর নিজের কি কিনলি?
- আমার? দাড়া আগে সবারটা কিনে নিয়ে তারপর যা টাকা বাঁচবে তাই দিয়ে আমি কিছু কিনে নেবো,
- তুই না ঈশি, সত্যি সেই ছোটো থেকে একই রয়ে গেলি, তুই আমারটা রাখ, আগে তোর শপিং কর যা,
- কেনো? তুই তো বলেছিলি বিয়ের পর আমি যা বলব তাই হবে,
- আচ্ছা যা ভালো বুঝিস তাই কর, কিন্তু আমি যেনো দেখিনা তোকে রোজ একই ড্রেস পরে বেরোতে, বুঝলি?
- আচ্ছা বাবা ঠিকাছে, তাই হবে
- তুই না ঈশি, পুরো মায়ের মতো হয়েছিস,
- আমি তো এখন মা-ই,
- শুধু মা নয়, সবার আগে তুই আমার স্ত্রী, ঈশিতা দাস!
~•~•~•~•~•~•~•~•~•~•~
(ভালোবাসার দুই যুগ, সময় পাল্টায়, কিন্তু ঈশিতার মতো মেয়েরা বদলায়না কখনো, ছেলেবেলা থেকেই তাদের শরীরে কৃত্রিম মায়ের আঁচল তৈরি হয়ে যায়, যারা সংসারকে এক সুতোয় বেঁধে রাখতে পারে, আর যদি সাথে থাকে স্বর্ণক এর মতো একজন জীবন সঙ্গী, তাহলে তো আর কোনো কথাই নেই, রোজকার ব্যস্ততায় এতটুকু শান্তির নিঃশ্বাস নিতে বোধহয় ভালোবাসা ছাড়া আর কিছু লাগে না,
প্রত্যেকটি পুরুষ পাক ঈশিতার মতো একজন সাক্ষাৎ মা দুর্গা, প্রতিটা নারী পাক স্বর্ণক এর মতো নিখুঁত জীবন সঙ্গী, শারদীয়া ভালো কাটুক সবার, ভালোবাসা বাঁচুক শান্তিতে...)
• Art by Nabonita Das
• Written by Monisikha Sikdar
• Directed by SwarnakGifty
~ Enjoy & stay connected with us! ~
--------------------------------------------------
• Subscribe to Magpie Studios:- https://youtube.com/channel/UCp9a2BOAvaDKmBNVpx1da-w
• Like us on Facebook:- https://www.facebook.com/magpiestudios.official/
• Follow us on Instagram:- https://instagram.com/magpiestudios.official?utm_medium=copy_link
• Follow us on Twitter:- https://twitter.com/magpiestudios18?s=09
#জীবনসঙ্গী #মনিশিখা